editor

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

রাশিয়া সব সময় বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু: ড. মোমেন

রাশিয়া সব সময় বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু: ড. মোমেন

অনলাইন ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়া সব সময় বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন বাংলাদেশের পক্ষে তিনবার জাতিসংঘে ভোট দেওয়াসহ বাংলাদেশের সার্বিক সহযোগিতা করে রাশিয়া।

সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন ড. মোমেন। গত শুক্র ও শনিবার পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের মহা-পরিচালকের সমমান ও তদূর্ধ্ব কর্মকর্তারা পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন। পরিদর্শনকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং এ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে ওৎপ্রোতভাবে সম্পৃক্ত। বাংলাদেশের ভিয়েনা ও মস্কো মিশনের মাধ্যমে এ প্রকল্পের বিষয়ে আইএইএ ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এ প্রকল্পের বাস্তবায়ন, নিরাপত্তা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রক্ষার সুবিধার্থে বাংলাদেশি কূটনীতিক ও সম্ভাব্য রাষ্ট্রদূতদের জন্য সরেজমিনে এ পরিদর্শনের আয়োজন করা হয়। এছাড়া পারমাণবিক শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহারের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিদর্শনের এ আয়োজন করা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের গর্ব এবং এদেশের ইতিহাসের অংশ হিসেবে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটা আমাদের জন্য একটা বড় অর্জন। পারমাণবিক শক্তিকে আমরা নেতিবাচক কাজে ব্যবহারের বিপক্ষে। এক্ষেত্রে বাংলাদেশ এ বিষয়ে অত্যন্ত সোচ্চার এবং পৃথিবীর মধ্যে এটা অন্যতম দৃষ্টান্ত। তবে মানুষের ভালো কাজে এ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আমরা সব সময় সমর্থন করি।

বাংলাদেশ পারমাণবিক শক্তি কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে চায়। পারমাণবিক শক্তি ভালো কাজে ব্যবহারের এ প্রকল্প বিশ্বে আমাদের ভাবমূর্তি আরও বাড়াবে।

পরিদর্শন শেষে এ প্রকল্পের অগ্রগতিসহ সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের রাশিয়ার নির্মাণ প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক। প্রকল্পের কাজের অগ্রগতিতে পররাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং নির্মাণ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। যথা সময়ে এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে উত্তরা গণভবন সফর করেন পররাষ্ট্রমন্ত্রী।  এ সময় তিনি বলেন, এ বাড়িকে উত্তরা গণভবনে রূপান্তর করে বঙ্গবন্ধু উত্তরবঙ্গের ঐতিহ্য ও স্মৃতিকে ধরে রেখেছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করার আহবান

রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করার আহবান

সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সিলেট নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের

‘মুসলিম শাসকদের নেফাকি আচরণ মেনে নেয়া যায়না’

‘মুসলিম শাসকদের নেফাকি আচরণ মেনে নেয়া যায়না’

গাজায় ইসরায়েলের অব্যাহত নারকীয় হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, গাজার মুসলমানদের গনহত্যায় ইসরায়েলের পাশাপাশি মুসলিম শাসকরা দায়ী। এদের নেফাকি

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর গণহত্যা ও ভারতের মুসলিম নিপীড়নের প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে

নবগঠিত দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

নবগঠিত দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক : সিলেটে তোলপাড়

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক : সিলেটে তোলপাড়

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক করায় সিলেটে তোলপাড় শুরু হয়েছে। ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল

জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন

বড়লেখায় চায়ের নতুন কুঁড়ি উত্তোলনে আনন্দে আত্মহারা চা শ্রমিকরা

বড়লেখায় চায়ের নতুন কুঁড়ি উত্তোলনে আনন্দে আত্মহারা চা শ্রমিকরা

আশফাক আহমদ, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন চা বাগানে মৌসুমের প্রথম চা পাতা চয়ন শুরু হয়েছে। এতে খুশিতে মাতোয়ারা চা বাগান

বাংলাদেশকে নতুন করে বিনির্মানে জনগনের রায় নিয়ে কাজ করবে বিএনপি: ফয়েজ আহমদ দৌলত

বাংলাদেশকে নতুন করে বিনির্মানে জনগনের রায় নিয়ে কাজ করবে বিএনপি: ফয়েজ আহমদ দৌলত

দ্বিতীয়দিনের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা ও মহানগরের পক্ষ থেকে বৃষ্টি উপেক্ষা করে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার