editor
প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
বিশেষ প্রতিনিধি:-
ইউপি মেম্বোরের চাঁদাবাজ বাহিনীর কবল থেকে পৈত্রিক সম্পত্তি উদ্ধার ও পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন এক যুক্তরাজ্য প্রবাসী। সিলেটের পুলিশ সুপারসহ সরকার ও প্রশাসনের বিভিন্ন মহলে এ আবেদন করেন তিনি। সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন ও গ্রামের বাসিন্দা মোঃ সাজু আহমদ স্থায়ীভাবে যুক্তরাজ্যের ইংল্যান্ডের কলম্ব এলাকায় বাস করেন। দেশে রয়েছে তার পৈত্রিক বাড়িঘর ও কোটি টাকার সহায় সম্পত্তি।
অভিযোগে প্রকাশ, সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউপি’র বিএনপিদলীয় মেম্বার আবুল হোসেন ও তার দলীয় চাঁদাবাজাদের কারণে তিনি দেমে থাকা তার সহায় সম্পত্তি ভোগ করতে পারছেন না। দেশে ফিরে বাড়িঘরে থাকতে পারেন না তিনি। ইউপি মেম্বর আবুল চক্রকে চাঁদা না দিলে বাড়িঘরে ঢুকতে দেয় না তারা। উপজেলার দশঘর গ্রামের মৃত নওয়াব আলীর পুত্র মেম্বার আবুল হোসেন ও তার বাহিনীর অন্য সদস্যরা হচ্ছে একই দশঘর গ্রামের মৃত হাছিব উল্লাহর পুত্র আব্দুর রশিদ, আব্দুর রশিদের পুত্র আব্দুর রকিব, আবুল হোসেনের পুত্র আমজাদ হোসেন,আফসান হোসেন ও আহবাব হোসেন। তারা তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় যুক্তরাজ্য প্রবাসী মোঃ সাজু আহমদের পৈত্রিক বাড়িসহ দশঘর মৌজার একাধিক খতিয়ানের ৮০০২.৭৮৩৪,৭৮৩১,৭৮৩২,৭৭০, ৬৬৭,৫০০ দাগের ৭১ শতক ভূমি জবরদখল করে রেখেছে।
গত ২০১৮ সালে সাজু আহমদ দেশে এসে তার বাড়ি-জমি জরিপ মাপ ও ভোগ-ব্যবহার করতে চাইলে উল্লেখিত আবুল মেম্বার তার দলবল নিয়ে তাকে বাঁধা দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। একই ২০১৮ সালের ১৭অক্টোবর মেম্বার আবুল ও তার সহযোগী সন্ত্রাসীরা সাজু আহমদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে তাকে ও তার নিয়োজিত কর্মচারীদের মারধর করে জখন করে। তারা এই মর্মে হুমকি দেয় যে, সাজু আহমদ তার বাড়িঘর ও ভূসম্পত্তি ভোগ করতে হলে আবুল ও তার বাহিনীকে সর্বদা চাঁদা দিতেই হবে। অন্যথায় প্রবাসী সাজুর কেয়ারটেকার বা কর্মচারীদের বাড়িঘরে প্রবেশ করতে দেবে না। প্রবেশ করলে খুন ও গুম করে ফেলবে। এরই ধারাবাহিকতায় মেম্বার আবুল হোসেন তার দলবল নিয়ে এ বছরের ২১ জুন প্রবাসী সাজু আহমদের কেয়ারটেকার রেদওয়ান আহমদ খানের কাছে ৭৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাড়িঘরে ঢুকতে দেবে না এমনকি খুন-খারাবি, অপহরণ ও গুম করার হুমকি দেয়। ফলে চাঁদাবাজ আবুলদের ভয়ে ওই প্রবাসীর জায়গা জমির পাকাধান ও বাড়ির ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে।
এমতাবস্থায় সাজু আহমদ এবছরের ২০ জুলাই সিলেটের এসপি বরাবরে একখানা অভিযোগ প্রেরন করেন। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সিলেটের বিশ্বনাথ থানায় ১৪২৫ নং একটি সাধারণ ডায়েরীর করের। এর আগে ২০১৮ সালের ২৫নভেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরেও লিখিত অভিযোগ দেন। কিন্তু প্রতিবারই অজ্ঞাত করণে বিশ্বনাথ থানা পুলিশ কোন ব্যবস্থা না নিয়ে প্রভাবশালী মেম্বার আবুল চক্রের পক্ষাবলম্বন করেই থাকে। চাঁদাবাজ মেম্বার আবুল চক্রের জবরদখল থেকে যুক্তরাজ্য প্রবাসী সাজু আহমদ তার পৈত্রিক ও সঞ্চিত সহায় সম্পত্তি উদ্ধার দাবিতে গতবছরের ২১ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডন সিটিতে একটি সংবাদ সম্মেলনও করেন। কিন্ত কোন অবস্থাতে বিএনপি দলীয় মেম্বর আবুল হোসেন ও তার সন্ত্রাসীদের কবল থেকে তার পৈত্রিক ভিটেবাড়ি এবং সহায়-সম্পত্তি উদ্ধার করতে পরছেন না। তাই প্রবাসী সাজু আহমদ শত ইচ্ছে থাকা সত্বেও জন্মভূমি নিজ দেশেও ফিরতে পারছেন না। সোমবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের পুরিশ সুপার বরাবরে দেওয়া আবেদনের অনুলিপি,বাংলাদেশ পুলিশের আইজি, সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেটের জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল মহলে প্রেরেন করা হয়েছে। প্রশাসনের সংশ্লিষ্ট শাখাসমুহ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।
আজ সোমবার সিলেট মহানগর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কমিটিতে স্থান পেয়েছেন
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে
নিউজ ডেস্ক: জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত আবাসন সুবিধা সার্কিট হাউজের ভাড়া ১১৪ শতাংশ বাড়িয়েছে অন্তবর্তী সরকার। ২০১২ সালের পর এটি
নিউজ ডেস্ক: ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করা হলে আগামী ৭ নভেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া
সুজন চক্রবর্তী,আসামঃ ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। শনিবার (২ নভেম্বর ) ভারতের ত্রিপুরার সিপাহিজালা জেলার বিওপি কমলাসাগরে বাংলাদেশ সীমান্তে ভারতে
আসাম প্রতিনিধিঃ উৎসবের দিনেও বাদ গেল না কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলা। রবিবার (৩ নভেম্বর ) জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের লালচক
বড়লেখা প্রতিনিধি: কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলার আয়োজনে বড়লেখা উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষায় ৫ টি কেন্দ্রে প্রায় ১ হাজার ৮ শত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা। আহত অনেকে। রবিবার