editor
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
অনলাইন ডেস্ক:
ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বের ভার পেয়েছেন সেই মার্চ মাসে। কিন্তু এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করা হয়নি তার। কেননা করোনার কারণে দীর্ঘ কয়েক মাস ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন না টাইগাররা। যে কারণে অধিনায়কত্বের অভিজ্ঞতা নিতে মুখিয়ে তামিম। যদিও চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ তার সে স্বাদ কিছুটা হলেও পূরণ করছে, যা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো।ফরচুন বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন এ ওপেনার। জানা গেছে, আগামী বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। আর তামিম মনে করেন, টি-টোয়েন্টি কাপের এই অভিজ্ঞতা জাতীয় দলের অধিনায়কত্ব করার সময় কাজে দেবে। এদিকে তামিমের নেতৃত্বে তার দল বরিশাল টুর্নামেন্টে ধুঁকছে। পাঁচ ম্যাচে মাত্র ১ জয় দিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে তার দল।দলের এমন হালের দায়ভার কি অধিনায়কের ওপর পড়ছে না? জবাবে তামিম জানান, তিনি এখনও শিখছেন।রোববার সাংবাদিকদের তামিম ইকবাল বলেন, ‘সব থেকে গুরুত্বপূর্ণ হলো, আমি শিখছি কিনা। আমি যদি এখান থেকে শিখতে পারি আর ভবিষ্যতে একই পরিস্থিতির মুখোমুখি হই, তা হলে অধিনায়ক হিসেবে ভালো করতে পারব। তখন আপনি বলতে পারবেন যে, অভিজ্ঞতার ফল পাওয়া যাচ্ছে। গোটা দল ভালো না করলে তাদের উদ্বুদ্ধ করা কঠিন। আমাদের দলে (বরিশাল) কয়েকজন তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের সঙ্গে আমি নিয়মিত কথা বলি।অবশ্য কথা বললেই যে সমস্যার সমাধান হবে তাও মনে করেন না এই বাঁহাতি ওপেনার। অধিনায়কোচিত পারফরম্যান্সও এখানে জরুরি।‘দল যখন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তখন মুখে কথা বলার চেয়ে ব্যাট হাতে নেতৃত্ব দেয়াটাই মুখ্য। আমি সারা দিন কথা বলতে পারি, কিন্তু যদি কিছু ভুল করি, কথা বলার কোনো মানে নেই। তাই ব্যাট হাতেই আমাকে ওদের দেখাতে হবে যে, আমি কী চাই। এর পরই দলের সদস্যরা আমার পরামর্শকে গুরুত্বের সঙ্গে নেবে।’ এ টুর্নামেন্টে দল খারাপ করলেও তামিমের ব্যাট কথা বলছে। এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ১১৬.৮৭ স্ট্রাইক রেটে তামিমের সংগ্রহ ১৮৭ রান। হাফসেঞ্চুরি রয়েছে একটি। এ বিষয়ে তামিম বলেন, ‘আমি ভালো ব্যাটিং করছি। বলব না যে, খুব ভালো করছি। তবে খুব খারাপও করছি না।’
S/H-(Ripa-5)
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ
জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেট গ্যাস ফিল্ডস্ লিমিটেড অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুই বছর মেয়াদি ২০২৬ ২০২৭ মেয়াদের নির্বাচনের জন্য তফসিল
চুনারুঘাট প্রতিনিধি:: হবিগঞ্জ চুনারুঘাটের অবৈধ মাহি এন্টারপ্রাইজের মালিক প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে এক প্রবাসীকে বিদেশে পাঠিয়ে প্রতারনা ও নির্যাতনের অভিযোগে
জৈন্তাপুর সংবাদদাতা:: সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকা থেকে ২৭ লক্ষ টাকার ভারতীয়
লাখাই প্রতিনিধি:: লাখাইয়ে এই প্রথম ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ ভূমি সংক্রান্ত ফৌজদারি সি আর মামলা নং ১০০/২০২৪
শ্রীমঙ্গল প্রতিনিধি: পর্যটন সমৃদ্ধ জেলা মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল পৌরসভার অধীনস্থ শহরের সৌন্দর্য রক্ষা ও শহরকে যানজটমুক্ত করা এবং সাধারণ পথচারীদের
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেটের পরিচালক প্রফেসর গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্টার মধ্যে দিয়ে জুলাই শহিদদের প্রতি
প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার আন্দোলন ইউকে এর উদ্যোগে ইস্ট লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারের হলরুমে সোমবার (১৪ জুলাই) এক আনন্দ সভা