editor
প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০
সুলাইমান আহমদ সোহেল
টানা বৃষ্টিতে সিলেট নগরের অধিকাংশ রাস্তায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। কোথাও কোথাও আবার এতই বেহাল দশা যে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছেন নগরবাসীকে। বর্ষা মৌসুম শুরুর হওয়ার পর থেকেই সিলেটে নিয়মিত বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে অপেক্ষাকৃত ভালো রাস্তাগুলোও নষ্ট হয়ে গেছে। ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে সেখানে।
এব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায়ে সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বৃষ্টির পানি জমে থাকার কারনে অনেক রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। টানা বৃষ্টির কারণে সংস্কারকাজও করা যাচ্ছে না। ভাঙা রাস্তা দিয়ে ভারী যানবাহন চলায় খানাখন্দ আরও বাড়ছে। তবে কিছু কিছু রাস্তার সংস্কারকাজের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
এম্বুলেন্স চালক রাসেল জানান, ‘আমি প্রায় সিলেটের সকল রাস্তা দিয়ে চলাচল করে থাকি। নগরীর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে রোগী বহন করতে আমাকে যেতে হয়। রাস্তার অবস্থা এতোটাই খারাপ যে, রোগী পরিবহণ করতে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। রাস্তার এই বেহাল দশার কারনে রোগীরাও অনেক কষ্ট পান।
এব্যপারে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, আজকে প্রায় ২ বছর হয়ে গেছে উন্নয়নের নামে রাস্তা সংস্কারের কাজ চলমান। কিন্তু যতই দিন যাচ্ছে রাস্তা ঘাট বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছে সংস্কারের অভাবে ব্যবহারে অনুপযোগী হয়ে শহরের কিছু রাস্তা। এব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রকে বার বার অবগত অবগত করলে তিনি উন্নয়নের অজুহাতের দোহাই দিয়ে এড়িয়ে যান। বর্তমানে সিএনজি চালকরা এসব ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচল করার কারনে গাড়ির বিভিন্ন যত্রাংশের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর থাকলেও অনিয়মের কারণে সড়কের এমন দুর্দশা হচ্ছে। তাই সড়কের উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি যথাযথ তদারকি প্রয়োজন বলে মনে করেন তিনি।
গতকাল মঙ্গলবার সকালে থেকে দুপুর পর্যন্ত নগরের ১৫টি রাস্তা ঘুরে দেখা যায়, ইলেকট্রিক সাপ্লাই, আম্বরখানা, বড় বাজার, শাহী ঈদগাহ, মিরাবাজার, মদিনা মার্কেট, পাঠানটুলা, মিরের ময়দান, কুমারপাড়া, জিন্দাবাজার, ধোপাদিঘীরপাড়, দক্ষিণ সুরমার বাস টার্মিনাল, পূর্ব সুবিদবাজার, শিবগঞ্জ এলাকার রাস্তাগুলো সবচেয়ে খারাপ। এ সব রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্ত। পিচ উঠে পাথর ও ইট বেরিয়ে এসেছে সেখানে। এ ছাড়া জেলরোড, বন্দরবাজার, সোবহানীঘাট ও রায়নগরের রাস্তাও শোচনীয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আম্বরখানা-সুনামগঞ্জ রোডে পাবলিক বিশ্ববিদ্যালয়, হাসপাতাল থাকার কারনে অনেক বড় বড় যান বাহন এ রোডে চলাচল করে। ফলে একটু বৃষ্টির কারনে এখানে দেখা দেয় নানা গর্তের। গর্তে পানি জমে থাকার কারনে ও প্রতিনিয়ত এই রোডে গাড়ি চলাচলের কারনে রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে। তারা জানান, বৃষ্টির কারনে সংষ্কার কাজ বন্ধ থাকলেও ইট-বালু-পাথর ফেলে রাস্তাগুলোকে উপযোগী করা হলে সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও দূর হবে। পাঠানটুলা থেকে মদিনা মার্কেটের মাঝখানের রাস্তার অবস্থা খুবই খারাপ। উল্টো দিকে আসা গাড়িগুলো একই রাস্তা দিয়ে চলাচল করার কারনে অনেক সময় ছোট খাটো দূর্ঘটনা ঘটে থাকে। রাস্তাগুলোর সংস্কার না হওয়ার ফলে গাড়িগুলো এক দিকে চলার কারনে যে কোন সময় ঘটতে পারে অনাঙ্খিত ঘটনা।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় আরো জানান, এগুলো দেখার কাজ সড়ক ও জনপথ অধিদপ্তরের। এব্যাপারে সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হলে কাউকে ফোনে পাওয়া যায়নি।
# সদরের উন্নয়নে তারেক কালাম ছিলেন আপোষহীন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সদরের প্রত্যেক দুর্যোগময় মুহুর্তে একেএম তারেক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর পক্ষ থেকে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন রশিদ এর সহযোগিতায় সিলেটের এতিম মাদ্রাসার
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। তিনি
সিলেটের সময় ডেস্ক :: ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলী দখলদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন
লাখাই প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর গোলাম আহম্মদ খান গত ১৭ এপ্রিল সিলেট জেলার ফেঞ্চুগন্জ সরকারী কলেজে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন।
জনগণের সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের সকল সমস্যা চিহ্নিত
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ই এপ্রিল) দুপুর ১২:টায়
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র আওতায়ধীন জৈন্তাপুর ও কানাইঘাট সীমন্তবর্তী বিভিন্ন বিওপি কর্তৃক অভিযান