editor

প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

সিলেটের সড়কে খানাখন্দ: চরম দুর্ভোগে নগরবাসী, নজর নেই কর্তৃপক্ষের (আরো ছবি)

সিলেটের সড়কে খানাখন্দ: চরম দুর্ভোগে নগরবাসী, নজর নেই কর্তৃপক্ষের (আরো ছবি)

সুলাইমান আহমদ সোহেল
টানা বৃষ্টিতে সিলেট নগরের অধিকাংশ রাস্তায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। কোথাও কোথাও আবার এতই বেহাল দশা যে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছেন নগরবাসীকে। বর্ষা মৌসুম শুরুর হওয়ার পর থেকেই সিলেটে নিয়মিত বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে অপেক্ষাকৃত ভালো রাস্তাগুলোও নষ্ট হয়ে গেছে। ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে সেখানে।
এব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায়ে সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বৃষ্টির পানি জমে থাকার কারনে অনেক রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। টানা বৃষ্টির কারণে সংস্কারকাজও করা যাচ্ছে না। ভাঙা রাস্তা দিয়ে ভারী যানবাহন চলায় খানাখন্দ আরও বাড়ছে। তবে কিছু কিছু রাস্তার সংস্কারকাজের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
এম্বুলেন্স চালক রাসেল জানান, ‘আমি প্রায় সিলেটের সকল রাস্তা দিয়ে চলাচল করে থাকি। নগরীর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে রোগী বহন করতে আমাকে যেতে হয়। রাস্তার অবস্থা এতোটাই খারাপ যে, রোগী পরিবহণ করতে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। রাস্তার এই বেহাল দশার কারনে রোগীরাও অনেক কষ্ট পান।
এব্যপারে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, আজকে প্রায় ২ বছর হয়ে গেছে উন্নয়নের নামে রাস্তা সংস্কারের কাজ চলমান। কিন্তু যতই দিন যাচ্ছে রাস্তা ঘাট বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছে সংস্কারের অভাবে ব্যবহারে অনুপযোগী হয়ে শহরের কিছু রাস্তা। এব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রকে বার বার অবগত অবগত করলে তিনি উন্নয়নের অজুহাতের দোহাই দিয়ে এড়িয়ে যান। বর্তমানে সিএনজি চালকরা এসব ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচল করার কারনে গাড়ির বিভিন্ন যত্রাংশের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর থাকলেও অনিয়মের কারণে সড়কের এমন দুর্দশা হচ্ছে। তাই সড়কের উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি যথাযথ তদারকি প্রয়োজন বলে মনে করেন তিনি।
গতকাল মঙ্গলবার সকালে থেকে দুপুর পর্যন্ত নগরের ১৫টি রাস্তা ঘুরে দেখা যায়, ইলেকট্রিক সাপ্লাই, আম্বরখানা, বড় বাজার, শাহী ঈদগাহ, মিরাবাজার, মদিনা মার্কেট, পাঠানটুলা, মিরের ময়দান, কুমারপাড়া, জিন্দাবাজার, ধোপাদিঘীরপাড়, দক্ষিণ সুরমার বাস টার্মিনাল, পূর্ব সুবিদবাজার, শিবগঞ্জ এলাকার রাস্তাগুলো সবচেয়ে খারাপ। এ সব রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্ত। পিচ উঠে পাথর ও ইট বেরিয়ে এসেছে সেখানে। এ ছাড়া জেলরোড, বন্দরবাজার, সোবহানীঘাট ও রায়নগরের রাস্তাও শোচনীয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আম্বরখানা-সুনামগঞ্জ রোডে পাবলিক বিশ্ববিদ্যালয়, হাসপাতাল থাকার কারনে অনেক বড় বড় যান বাহন এ রোডে চলাচল করে। ফলে একটু বৃষ্টির কারনে এখানে দেখা দেয় নানা গর্তের। গর্তে পানি জমে থাকার কারনে ও প্রতিনিয়ত এই রোডে গাড়ি চলাচলের কারনে রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে। তারা জানান, বৃষ্টির কারনে সংষ্কার কাজ বন্ধ থাকলেও ইট-বালু-পাথর ফেলে রাস্তাগুলোকে উপযোগী করা হলে সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও দূর হবে। পাঠানটুলা থেকে মদিনা মার্কেটের মাঝখানের রাস্তার অবস্থা খুবই খারাপ। উল্টো দিকে আসা গাড়িগুলো একই রাস্তা দিয়ে চলাচল করার কারনে অনেক সময় ছোট খাটো দূর্ঘটনা ঘটে থাকে। রাস্তাগুলোর সংস্কার না হওয়ার ফলে গাড়িগুলো এক দিকে চলার কারনে যে কোন সময় ঘটতে পারে অনাঙ্খিত ঘটনা।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় আরো জানান, এগুলো দেখার কাজ সড়ক ও জনপথ অধিদপ্তরের। এব্যাপারে সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হলে কাউকে ফোনে পাওয়া যায়নি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট জেলার প্রস্তুতি সভা

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট জেলার প্রস্তুতি সভা

হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট জেলা কমিটির আলোচনা সভা ২ ডিসেম্বর সোমবার দুপুরে এয়ারপোর্ট রোড মজুমদারীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত

ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড পেলেন সিলেটের আতাউর ও কামরান

ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড পেলেন সিলেটের আতাউর ও কামরান

লিজান গ্রুপ-ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন সিলেটের দুই কৃতি সন্তান লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আতাউর রহমান আতা ও

দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে পূবালী বাংক ব্যাপকভাবে কাজ করছে: মনির উদ্দিন আহমদ

দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে পূবালী বাংক ব্যাপকভাবে কাজ করছে: মনির উদ্দিন আহমদ

পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ বলেছেন, দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে পূবালী বাংক ব্যাপকভাবে

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে ক্যাব’র মানববন্ধন, র‌্যালি ও স্মারকলিপি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে ক্যাব’র মানববন্ধন, র‌্যালি ও স্মারকলিপি

কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির উদ্যোগে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফা লাভের কারণে আলু ও পেঁয়াজ

পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ৯ জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে যাওয়া সবাই সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতের মিডিয়া

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতের মিডিয়া

নিউজ ডেস্ক: পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র

সিলেটের ক্রীড়াঙ্গনে স্বৈরাচারের দোসররা

সিলেটের ক্রীড়াঙ্গনে স্বৈরাচারের দোসররা

নিজস্ব প্রতিবেদক গণ–অভ্যুত্থানে পতিত স্বৈরাচাররে দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন এলাকায়

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

নিউজ ডেস্ক: ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২ ডিসেম্বর) অতিরিক্ত