editor

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

সিলেটের সকল গুরুত্বপূর্ণ সংবাদ: আজ যা বলেন মুশফিক জায়গীদার (ভিডিও)

সিলেটের সকল গুরুত্বপূর্ণ সংবাদ: আজ যা বলেন মুশফিক জায়গীদার  (ভিডিও)

সু-প্রিয় দর্শক আপনাদের সবাইকে সিলেটের সময় মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সিলেটের সময় ও দৈনিক সিলেটের হালচালের পক্ষথেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি সংগীতা নাথ ।
সিলেট বিভাগের সকল জেলার সবধরনের সংবাদ আপনাদের কাছে পৌছে দিতে আমাদের নিয়মিত আয়োজন ‘টাইমস অব সিলেট’র পক্ষথেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ৪ অক্টোবর ২০২০, ১৯ আশ্বিন, ১৬ সফর, রোজ রোববার।

চালু হলো সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট
চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট। আজ সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটের উদ্বোধন করেন। পরে সকাল সোয়া ১১টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-০০১ নম্বরের একটি ফ্লাইট ২৩৮ জন যাত্রী নিয়ে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিষয়টি নিশ্চিত করে বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, চলতি মাসে দুইটি ও নভেম্বর মাস থেকে থেকে প্রতি বুধবার একটি করে ফ্লাইট চলবে এ রুটে।

এদিকে পাঁচদিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এজাহারভুক্ত আসামি তারেক আহমদ ও মাহফুজুর রহমান মাছুমকে। আজ দুপুরে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তাদেরকে আদালত প্রাঙ্গণে হাজির করেন সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানা পুলিশ।পরে তাদেরকে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেটের এর বিচারক জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয় বলে নিশ্চিত করেন, সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী।

অপরদিকে সিলেটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল আহমদ’র সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সায়েকুল ইসলামের পরিচালনায় ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী।

সিলেটে একজনের মৃত্যুর দিনে সুস্থ অর্ধশত
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা আরও ৫০ জন। আর বিভাগে এই সময়ে কোভিড-১৯ রোগে একজনের মৃত্যু ঘটেছে। আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ২০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ১৭ জন ও মৌলভীবাজারে ৩ জন রোগী শনাক্ত হয়েছে। এদিন বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ ও সুনামগঞ্জে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।
একই সময়ে সুস্থ হওয়া ৫০ জন রোগীর মধ্যে একদিনে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ২২ জন। সুনামগঞ্জে ২০ জন রোগী সুস্থ হয়েছেন। এদিন হবিগঞ্জে ৮ জন রোগী সুস্থ হলেও মৌলভীবাজারে করোনা থেকে সুস্থ হয়ে উঠেননি কোনো রোগী।
সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১২ হাজার ৭৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৯১৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৪৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৫৮ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় বর্তমানে ৬৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১০ হাজার ৬৩৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২০ জন।

অপরদিকে – ভ্যাট বৃদ্ধি না করার আহবান সিলেটের হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ীদের
চলমান করোনা পরিস্থিতিতে সিলেটের হোটেল-রেস্টুরেন্টগুলোতে ভ্যাট বৃদ্ধিতে চাপ প্রয়োগ না করার আহবান জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ বিকালে সিলেট চেম্বার অব কমার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান । সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতি, ক্যাটারার্স গ্রুপ অব সিলেট এবং সিলেট হোটেল এন্ড গেস্ট হাউজ ওনার্স গ্রুপের নেতৃবৃন্দ।

গোয়াইনঘাটে ২শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার
আমাদের গোয়াইনঘাট প্রতিনিধি জানিয়েছেন
সিলেটের গোয়াইনঘাটে আমদানি নিষিদ্ধ ২শত বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১২টায় গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের লামনি রায়গড় এলাকা থেকে এসব আমদানি নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব আমদানি নিষিদ্ধ ফেনসিডিল আটক করা হয়েছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদক আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে- মাধবপুরে মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ মদ ও গাঁজাসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে। আজ ভোররাতে উপজেলার গন্ধবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার গন্ধবপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও সোয়াবই গ্রামের মিজান মিয়ার ছেলে আল আমিন (৩৩)। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গন্ধবপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ভারতীয় গাঁজা ও ১০ লিটার ৫০০ গ্রাম ভারতীয় মদসহ ২ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাহুবলে বাস-জীপ সংঘর্ষে বৃদ্ধাসহ নিহত ২, আহত ৫
আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন
হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী লোকাল বাস ও জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ বেলা আনুমানিক ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের রশিদপুর ৫নং গ্যাস ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
নিহতদের একজন দুর্ঘটনা কবলিত জিপগাড়ির চালক শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা এলাকার সঞ্জিত কর্মকার (৩০), অপরজন বাহুবল উপজেলার ফয়েজাবাদ গ্রামের মহেশ রাজঘর (৪০)।
আহতদের মধ্যে ফয়জাবাদ এলাকার আমেনা বেগম (৫০), শিশু তমা (৭), রীমা (৮), তামিম (১২), রুহেনা আক্তার (৪), কুলসুমা আক্তারকে (৪৫) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্য তিনজনকে বাহুবল সরকারি হাসপাতালে নেয়া হয়েছে।
আহতদের মধ্যে ২ বছরের এক শিশুসহ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান শ্রীমঙ্গল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী। সংঘর্ষের পর বাস চালক পলাতক রয়েছেন।

সিলেটের পর এবার হবিগঞ্জে মা-মেয়েকে গণধর্ষণ!
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস প্রাঙ্গণে নববধূকে গণধর্ষণকাণ্ডের রেশ না কাটতেই এবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডাকাতি করতে এসে মা ও মেয়েকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয় স্থানীয় মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক জানান, এ ঘটনায় গতকাল শনিবার মামলা করেছেন তারা। এদিকে, এ ঘটনায় দুই আসামীকে আটক করেছে পুলিশ। আজ বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার জিগদর গ্রামের শফিক মিয়ার ছেলে মামলার প্রধান আসামী শাকিল মিয়া ও একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে হারুণ মিয়া (২৫)। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সিলেটে কমিউনিটি ক্লিনিক থেকে
উচ্চ রক্তচাপের চিকিৎসা পাবে রোগীরা
উচ্চ রক্তচাপের চিকিৎসা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। এজন্য আজ বিকেলে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের জন্য ‘রিফাইলিং অব প্রেসক্রিপশন ফর অ্যান্টি-হাইপারটেনসিভ মেডিকেশনস ফর রেজিস্টার্ড হাইপারটেনসিভ প্যাশেন্টস উইথ কন্ট্রোলড ব্লাড প্রেশার লেভেল ফ্রম কমিউনিটি ক্লিনিকস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। সিলেটের চারটি উপজেলায় চলমান ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপ শনাক্তকরণ, চিকিৎসা এবং ফলো-আপ সিস্টেমকে শক্তিশালী করণ’ পাইলট প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেয়া হচ্ছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, লাইন ডিরেক্টর (এনসিডি) ডা. হাবিবুর রহমান, লাইন ডিরেক্টর (সিবিএইচসি) ডা. সহদেব চন্দ্র রাজবংশী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। এর আগে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এনসিডি কর্নার এবং গোলাপগঞ্জের ঘুগারকুল ও মুকিতলা কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখেন। উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সিলেটের ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে কারিগরি সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক রিজলভ টু সেইভ লাইভস (আরটিএসএল)। প্রকল্পের আওতায় বর্তমানে ওই চার উপজেলায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এনসিডি কর্নার থেকে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে।

নগরীতে পাসপোর্ট অফিসের ৪
দালালকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
সিলেট আঞ্চলিক পাসপোর্ট অফিসের ৪ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত চলা অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাহাঙ্গীর আলম এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মোগলাবাজারের শিববাড়ি এলাকার মৃত রনজিত পালের ছেলে বিশ্বজিত পাল (৩৬), গোটাটিকর এলাকার কুদরত উল্লাহর ছেলে বারাম আহমেদ (৩২), কান্দিয়ার চর এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে রকিব আলী (৪৮) ও নগরীর শেখঘাট এলাকার মৃত তৈয়ব মিয়ার ছেলে কয়েছ আহমদ (৩৫)।

এদিকে
সিলেটের গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ দুপুরে উপজেলার নির্বাচন অফিসে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান। এ সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদকে নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী মো. আফজাল হুসেনকে ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন জেবুলকে আনারস প্রতীক ও অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম তুহিনকে ঘোড়া প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় প্রার্থীদের সাথে নিজ সমর্থক ও নিজ দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ব শিক্ষক দিবস কাল
সারা বিশ্বে কাল ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন হবে। ইউনেসকো এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘শিক্ষার অধিকার মানে হচ্ছে, যোগ্যতাসম্পন্ন শিক্ষক পাওয়ার অধিকার’।

প্রিয় দর্শক এবার অতিথিদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকে অতিথি সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মুসফিক জায়গীদার। এই পর্বটি উপস্থাপনা করবেন সহকর্মী নুরুল ইসলাম।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পাসপোর্ট জালিয়াতিতে ফাঁসলেন বেনজীরসহ ৫ জন

পাসপোর্ট জালিয়াতিতে ফাঁসলেন বেনজীরসহ ৫ জন

অনলাইন ডেস্ক পরিচয় গোপন করে পাসপোর্ট নবায়ন ও জালিয়াতির অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

অফিসার ক্যাডেট নিচ্ছে বিমানবাহিনী, আবেদন করবেন যেভাবে

অফিসার ক্যাডেট নিচ্ছে বিমানবাহিনী, আবেদন করবেন যেভাবে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। বাহিনীটিতে ৯২ বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগ দেবে। আগামী ১ নভেম্বর থেকে

শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

অনলাইন ডেস্ক জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ছোট পর্দার অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা

মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে মান্নান ও সুমনকে অব্যাহতি

মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে মান্নান ও সুমনকে অব্যাহতি

মোহামেডান স্পোর্টিং ক্লাবের নব গঠিত কমিটির সদস্য আব্দুল মান্নান ও সোলাইমান হোসেন সুমন অনৈতিক কাজে জড়িত থাকার কারণে তাদের মোহামেডান

সরকারি চাকরিতে প্রবেশে পুরুষের ৩৫, নারীর ৩৭ বছর করার সুপারিশ

সরকারি চাকরিতে প্রবেশে পুরুষের ৩৫, নারীর ৩৭ বছর করার সুপারিশ

অনলাইন ডেস্ক সরকারি চাকরিতে প্রবেশে পুরুষের বয়স ৩৫ ও নারীদের ৩৭ করার সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন

ভারতের বিহারে পুজো মন্ডপে এলোপাথাড়ি গুলি, আহত ৪

ভারতের বিহারে পুজো মন্ডপে এলোপাথাড়ি গুলি, আহত ৪

আসাম প্রতিনিধিঃ দুর্গা পুজো মন্ডপে রয়েছেন বেশ কয়েকজন হঠাৎ ২টি  মোটরবাইক করে এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালায় দৃস্কৃতীরা। রবিবার (১৩

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো মামলা নয়

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো মামলা নয়

নিউজ ডেস্কঃ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার বিরুদ্ধে কোনো মামলা বা হয়রানি করা যাবে না, এমন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দুই সাধারণ সম্পাদক সুমন ও মান্নান বহিস্কার

দুই সাধারণ সম্পাদক সুমন ও মান্নান বহিস্কার

সিলেট মহানগর বিএনপির আর্ন্তগত ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান আহমদ সুমন ও ২৬নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে