editor

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

রুহুল আমিন তালুকদার::
সিলেটের বিয়ানীবাজার থানার বিট পুলিশ কর্তৃক আয়োজিত শেওলা ইউনিয়নে ধর্ষণ ও নারী সহিংসতা প্রতিরোধ মূলক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ধর্ষণ ও নারী সহিংসতা প্রতিরোধ মূলক জনসচেতনতা সমাবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সংশ্লিষ্ট বিট এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। গতকাল শনিবার উপজেলার শেওলা ইউনিয়নের শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিট পুলিশের আয়োজিত ধর্ষণ ও নারী সহিংসতা প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম। শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিনের সভাপতিত্বে ও বিট এলাকার দায়িত্বরত সহকারী সাব ইন্সপেক্টর আব্দুল হালিমের সঞ্চালনায় নারী ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং ও নারী নিপীড়ন প্রতিরোধে আয়োজিত সচেতনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম বলেন, নির্যাতিত মা-বোনদের পাশে আমরা আছি, থাকবো। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আইন সংশোধন করে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করা হয়েছে। তার পাশাপাশি তরুণ যুব সমাজকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে ও প্রত্যেক পরিবারে মা-বোনদেরকে নিজেদের মা-বোনদের মত শ্রদ্ধাবোধ রেখে নারীর প্রতি সকল সহিংসতার বিরুদ্ধে সমাজের বিবেককে জাগ্রত করে তুললে ধর্ষণ, গণধর্ষণ, এসিডে নিক্ষেপ, ইভটিংজিং, যৌন হয়রানী, নিপীড়ন, বেআইনী ফতোয়ার মত অমার্জিত অপরাধে নিজেদেরকে না জড়িয়ে প্রতিহত করার সুন্দর মনমানসিকতা তৈরী করার আহবান জানান। এতে সমাজের অপরাধ প্রবণতা দূর হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। তিনি শেওলা ইউনিয়ন তথা উপজেলার প্রত্যকটি পরিবারের অভিভাবকরাকে অনুরোধ করে বলেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি আরো যত্নবান হোন এবং সর্তকতা অবলম্বন করুন। আপনাদের ছেলে মেয়েরা কোথা যাচ্ছে, কি করছে সমাজের খারাপ লোকদের সাথে ওঠা-বসা করছে কি-না, নিজেকে কোন অপরাধে জড়াচ্ছে কি-না, সেদিকে নজর রাখুন এবং সমাজের ঘৃণিত অপরাধ থেকে বিরত থাকতে এবং দেশ, সমাজের মানুষ উপকৃত হবে এমন ভাল কাজে উৎসাহিত করতে পরামর্শ প্রদান করেন এবং সমাজের ঘৃণিত অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকতে এমনকি অত্র এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনের ন্যাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে এবং কোন কারণে ঘটলে তাৎক্ষণিক নিকটস্থ থানার অফিসার ইনচার্জকে অবহিত করতে সমাবেশে উপস্থিত নারী সমাজ, যুব সমাজ সহ সকল শ্রেণি পেশার মানুষের প্রতি আহবান জানান।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জহুর উদ্দিন বলেন, ধর্ষণ, নারী নির্যাতন, নিপীড়ন, ইভটিজিং এর মত কারণগুলো দূর করা পুলিশে একার পক্ষে সম্ভব না। তাই এ কাজ ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষ পুলিশের সাথে অংশীদারিত্ব করে নারীর প্রতি সহিংসতা সহ যাবতীয় অপরাধ প্রতিরোধ তথা ধর্ষণের মত অনাকাঙ্খিত অপরাধ যাতে না ঘটে সে দিকে সচেতন হয়ে ও সর্তক থেকে অপরাধমুক্ত ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্যে ইউনিয়নবাসীর প্রতি জোর দাবী জানান। বিশেষ অতিথি বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ হিল্লোল রায় তিনি তার বক্তব্যে বলেন, অত্র থানা এলাকার প্রত্যেকটি পরিবারের অভিভাবকদের সন্তানরা যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারকদের খপ্পরে পড়ে ধর্ষণের মত অনাকঙ্খিত নতুন কোন ঘটনার জন্ম না দিতে পারে। সে দিকে আপনারা সজাগ ও আন্তরিক হতে হবে। তিনি আরো বলেন, ধর্ষণ, নারী নির্যাতন, নিপীড়ন সহ জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে, ভাড়াটিয়াদের তথ্য হালনাগদ, স্কুল-কলেজ গামী শিক্ষার্থীদের ইভটিজিং প্রতিরোধ, মাদক ব্যবসায়ীদের সন্তাক্তকরণ, ছিনতাই, চাঁদাবাজী, চুরি-ডাকাতি সহ যে কোন অপরাধ বন্ধে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সাধারণ জনগণ পুলিশের সাথে অংশিদারিত্ব প্রতিষ্ঠা স্থাপনের মাধ্যমে কাজ করলে আপনাদের সর্বাত্মক সহযোগিতা অত্র থানা এলাকার অপরাধ নির্মূলে বড় একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

শেওলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম লাভলু তিনি তার বক্তব্যে শেওলা ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, ধর্ষণ, নারী নির্যাতন, নিপীড় ও স্কুল-কলেজগামী ছাত্রীদেরকে ইভটিজিং এর মত জঘন্য অপরাধে তারা যাতে জড়িত না হয় এবং তাদের সম্মুখে যাতে এমন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে, ঘটলে নিজের হাতে আইন না তুলে প্রতিহত করতে ও তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করার জন্য বলার সাথে সাথে উপস্থিত তরুণ যুবলীগ, ছাত্রলীগ এক যোগে উচ্চস্বরে আওয়াজ করে বলেন, নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধকরী, নারী বান্ধব দেশ গড়ি, বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন, শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দেশ, অপরাধ মুক্ত হবে বাংলাদেশ। এই শ্লোগান দিতে দিতে সমাবেশে উপস্থিত সর্বস্তরের মানুষের প্রতি ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার উদ্ধাত্ব আহবান জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম, সাব ইন্সপেক্ট নূর আহমদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জাহানারা বেগম, শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন জাহেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক হোসেন খান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম চৌধুরী, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ বদর উদ্দিন বলু, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম টুনু, ৫নং ওয়ার্ডেল হেলাল উদ্দিন, ৬নং ওয়ার্ডের মিসবাহ উদ্দিন, ৯নং ওয়ার্ডের সালেহ আহমদ, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডর মহিলা সদস্যা সেলিনা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা সদস্যা প্রভা রাণী বিশ্বাস, এবাদ এন্ড ব্রাদার্স এর সত্ত্বাধিকারী, শিক্ষানুরাগী, তরুণ সমাজসেবক এবাদুর রহমান, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, নাহিদুজ্জামান, সাদেক আহমদ, হাফিজুর রহমান, মিটন দাস, প্রবীণ মুরুব্বী ছানাউর রহমান ছানু মিয়া, আব্দুল মুকিত, আশোক মিয়া প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সুজন চক্রবর্তী, আসাম প্রতিনিধিঃ পুজোর মাঝে জমিদার বাড়ির দুর্গামন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দিরের তালা ভেঙে দেবদেবীর গায়ে থাকা ২৫ লক্ষ টাকার

বড়লেখায় মাদরাসার বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

বড়লেখায় মাদরাসার বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

মো. সামছুল ইসলাম,(জুড়ী): মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর আইডিয়াল মাদরাসায় পল্লী বিদ্যুৎতের বড়লেখা জোনালে প্রথম নেট মিটার স্থাপন করা

লাখাইয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন জি কে গউছ

লাখাইয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন জি কে গউছ

লাখাই প্রতিনিধিঃ লাখাই উপজেলার স্বজনগ্রাম গুপ্তহাটি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, রাঢ়িশাল দাসপাড়া সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ বুল্লা মহামায়া যুব সংঘ সর্বজনীন পূজা

মেধা বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতা অতিব জরুরি : কয়েস লোদী

মেধা বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতা অতিব জরুরি : কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আনন্দঘন পরিবেশে থাকতেই শিশুরা স্বাচ্ছন্দ্য বোধ করে। শাসন, নিয়ন্ত্রণ,

যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র সচিবের ফলপ্রসূ বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র সচিবের ফলপ্রসূ বৈঠক

অনলাইন ডেস্ক বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি ফলপ্রসূ বৈঠক

স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টা একটি মহলের

স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টা একটি মহলের

সিলেট চেম্বার ও মোহামেডান স্পোটিং ক্লাবসহ বিভিন্ন কমিটিতে স্থান দিয়ে ফালাহ উদ্দিন আলী আহমদ ও তার ভাতিজা ফখর উস সালেহিন

সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাব গঠনতান্ত্রিকভাবে পুনর্গঠনের আহবান

সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাব গঠনতান্ত্রিকভাবে পুনর্গঠনের আহবান

বিভিন্ন সংবাদপত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেট এর কমিটি পুনর্গঠনের সংবাদ দেখে বিস্মিত হয়েছেন কমিটির একাধিক কর্মকর্তা। শনিবার এক বিবৃতিতে তারা

দক্ষিণ সুরমায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইমদাদ চৌধুরী

দক্ষিণ সুরমায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইমদাদ চৌধুরী

দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের শিববাড়ি মহামায়া পূজা মণ্ডপ পরিদর্শন করছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। শনিবার (১২