editor
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি : : সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলার পর্যটনের উন্নয়নে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভাটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ই মে) দুপুর সাড়ে ১২টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিলেট হোসাইন মোহাম্মদ আল-জুনায়েদ, সহকারী কমিশনার (ভুমি) জৈন্তাপুর মিজ ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএফএইচপিও ডাঃ এ মোহাম্মদ ফারুখ।
প্রধান অতিথির নিকট উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, পর্যটন ও রিসোর্ট সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পর্যটন বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা ও সমস্যার কথা তুলে ধরেন।
জৈন্তাপুর উপজেলার অন্যতম দর্শনীয় স্থান লালাখাল ও সারীনদীর এলাকায় পর্যটন বান্ধব উন্নয়নের প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়। পাশাপাশি ডিবিরহাওড় লাল শাপলা বিলের রাস্তার উন্নয়ন কাজের ধীরগতির ফলে জনদূর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়। সিলেট তামাবিল মহাসড়কের পাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্হা,ডাষ্টবিন স্হাপন, চা-বাগান পাশে খালি টিলা সমুহ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা, দরবস্ত এলাকায় বর্ষা মৌসুমে নৌকা যোগে দর্শনীয় স্হানে যাওয়ার ঘাট নির্মান, চারিকাটা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় পাহাড় গুলোতে আনারস ও লেবুর চারা লাগিয়ে আকর্ষণীয় করে তুলার আহবান জানানো হয়।
মতবিনিময় সভায় জৈন্তা রাজ্যের ইতিহাস ঐতিহ্যের ধারক মেঘালিথ পাথর সংরক্ষণ, জৈন্তেশ্বরী রাজবাড়ী ও পুরাকৃর্তীর উন্নয়নের বিবিধ প্রস্তাব তুলে ধরা হয়।
প্রধান অতিথি মোহাম্মদ শের মাহবুব মুরাদ মতবিনিময় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জৈন্তাপুর একটি সম্ভাবনাময় পর্যটন বান্ধব উপজেলা। তিনি বলেন যে সমস্ত সমস্যা ও প্রস্তাবনা আজকের মত বিনিময় সভায় তুলে ধরা হয়েছে সব কিছু গুরুত্ব সহকারে সমাধানে কাজ করবে সরকার। তিনি সরকারের পাশাপাশি সাধারণ জনগন জৈন্তাপুরে পর্যটন খাতকে সারা দেশে তুলে ধরতে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন জৈন্তাপুরের পর্যটন আপনাদের নিজস্ব সম্পদ। এই সম্পদের প্রচারণা ও রক্ষণাবেক্ষণে সরকারের পাশাপাশি উপজেলার মানুষকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন সাইট্রাস গবেষণা কেন্দ্র জৈন্তাপুরের একটি সরকারি সম্পদ। কিন্তু এর প্রচার প্রচারণা তুলনামূলক অনেক কম। তাছাড়া অনাবাদি পাহাড়ী জমিগুলোতে ফলজ কৃষি উন্নয়নের পাশাপাশি দর্শনীয় করে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। সেই সাথে শাপলা বিলের রাস্তা সংস্কারের কাজ দ্রুত সময়ের ভিতরে এগিয়ে নিতে ও জনদূর্ভোগ কমিয়ে আনতে উপজেলা এলজিআরডিকে নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, ইউপি সদস্য হুমায়ুন কবির খান।
আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান, প্রধান প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সমবায় কর্মকর্তা শরীফ উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী রুহুল আমিন, খাশিয়া সেবা সংঘের সভাপতি সুরঞ্জিত রাম্ভাই, ছাড়াও শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বদিউল আলম, নুর উদ্দিন, ফয়জুল হক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ অন্যান্যরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সিলেটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাউল হেলাল উদ্দিন সরকার ‘লোক উৎসব ২০২৫’। শনিবার (২১ জুন) দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ
সম্প্রতি সিলেটের জেলা প্রশাসন কর্তৃক এ অঞ্চলের হাজারো মানুষের কর্মসংস্থান স্টোন ক্রাশার সমূহ উচ্ছেদ তৎপরতা এবং এসব পাথর শিল্পের বিদ্যুৎ
সিলেটে অনুষ্ঠিত দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, গণমাধ্যম কখনোই সংবিধানের বাইরে নয়; বরং এটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ,
সিলেটের সময় :: সিলেটে অনুষ্ঠিত দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, গণমাধ্যম কখনোই সংবিধানের বাইরে নয়; বরং এটি রাষ্ট্রের
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ৫ আগস্ট পরবর্তী আমরা একটি নতুন দেশ পেয়েছি। কিন্তু গত
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত ১৫ বছরে প্রশাসনের সকল শাখায়
পঞ্চগ্রাম সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার (২০ জুন) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ পূর্ব পাগলাস্থ পঞ্চগ্রাম উচ্চ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সহধর্মিণী, দক্ষিণ সুরমার সিলামের রত্নগর্ভা সন্তান, প্রখ্যাত চিকিৎসক ডাঃ জুবাইদা রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে