fbpx

Daily Sylheter Somoy

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২১

সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীরা

সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীরা

অনলৈাইন ডেস্ক
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে নানা ধরনের সাইবার অপরাধে। ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও জড়িয়ে পড়ছে এসব অপরাধে। এর মধ্যে রয়েছে অবৈধ বিট কয়েন ব্যবসা, অনলাইন জুয়াসহ নানা ধরনের অপরাধ। সাইবার অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েক জন ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের অপরাধ বিজ্ঞানী ও শিক্ষাবিদরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের মধ্যে হতাশা কাজ করছে। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় তারা বেশিরভাগ সময় কাটাচ্ছে অনলাইনে। অনেকেই শিক্ষাজীবন শেষে কাঙ্ক্ষিত চাকরি না পাওয়ার কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে বলে তারা জানান। গত ২রা মে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেন সুমনসহ ১২ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, সুমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস করেছেন। সুমনের সঙ্গে গ্রেপ্তারকৃত অন্যরাও বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এরা প্রত্যেকেই অনলাইন জুয়ায় জড়িত। রয়েছে আন্তর্জাতিক জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ। পুলিশ জানিয়েছে, এরা জুয়াসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। এমনই এক চক্রের ৪ সদস্যকে গত ১০ই মে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এরাও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অনলাইন জুয়ার বিভিন্ন সামগ্রী। অনলাইন জুয়াসহ নানা ধরনের অপকর্মে ছেলেদের পাশাপাশি ছড়িয়ে পড়ছে মেয়েরাও। গত ১৮ই মে ঢাকার বনশ্রী, সাভার এবং নোয়াখালী অঞ্চলে অভিযান চালিয়ে অনামিকা সরকারসহ ৪ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, অনামিকার গ্রামের বাড়ি নাটোরে এবং তিনি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে পড়াশোনা করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশি ও আন্তর্জাতিক জুয়াড়ি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সামাজিক মাধ্যমে ছাত্রছাত্রীদের লোভনীয় অফার দিয়ে থাকে। অনেকেই লোভে পড়ে বা কম সময়ে বেশি আয় করার ইচ্ছা থাকায় অনলাইন জুয়া, বিট কয়েন ব্যবসাসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত হচ্ছেন।
জানা গেছে, বর্তমানে অনলাইন জুয়ার সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে স্টিমকার। এই অ্যাপটি বাংলাদেশে নিষিদ্ধ। স্টিমকারের অন্তত ১১টি এজেন্ট রয়েছে বাংলাদেশ। দেশীয় ও আন্তর্জাতিক জুয়াড়িরা মূলত ব্যবহার করে ভার্চ্যুয়াল কারেন্সি। এর মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে বিট কয়েন ও গেটওয়ে। অপরাধ বিজ্ঞানী ও শিক্ষাবিদরা জানিয়েছেন, মূল্যবোধের অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জুয়ার মতো অপরাধের সঙ্গে জড়িয়ে যাবে তা মেনে নেয়া যায়না। তিনি বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের মধ্যে হতাশা কাজ করছে। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার এটাও একটা কারণ হতে পারে। অপরাধ বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান বলেন, বর্তমানে ছাত্রছাত্রীরা ইন্টারনেটে বেশিরভাগ সময় কাটায়। তাদের আউটডোর অ্যাক্টিভিটিসের সুযোগ কম। যার ফলে তারা সহজেই নানা ধরনের অনলাইন ক্রাইমের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম মনে করেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছাত্র ছাত্রীদের মধ্যে বর্তমানে হতাশা কাজ করছে। তিনি বলেন, হতাশা থেকে অনেকে অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানে চাকরির বাজারে অত্যন্ত সংকট। শিক্ষাজীবন শেষে চাকরি না পাওয়ার হতাশা তাদের মধ্যে কাজ করে। এটাও একটা কারণ হতে পারে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকাল

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২

দেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন

দেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন

কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) সংযোগ বন্ধ থাকায় দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবায় বিঘ্ন হচ্ছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাত

চিন্তাও করিনি মাত্র ১৬ ভোটে হারবো: নিপুণ

চিন্তাও করিনি মাত্র ১৬ ভোটে হারবো: নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কাছে সাধারণ সম্পাদক পদে ১৬ ভোটের ব্যবধানে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৭ বস্তা টাকা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৭ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি দানবাক্স (সিন্দুক) চার মাস ১০ দিন পর আবারও খোলা হয়েছে। দানবাক্সের (সিন্দুক) টাকাগুলো ২৭টি বস্তায়

চেন্নাইয়ের নির্বিষ বোলিংয়ে লখনৌর বিশাল জয়

চেন্নাইয়ের নির্বিষ বোলিংয়ে লখনৌর বিশাল জয়

লখনৌ সুপার জায়ান্টসের কাছে হারল চেন্নাই সুপার কিংস। শুক্রবার রাতে লখনৌর মাঠ একানা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে রুতুরাজ

ওমরাহকারীদের ফেরার তারিখ নির্ধারণ

ওমরাহকারীদের ফেরার তারিখ নির্ধারণ

আগামী ৬ জুনের মধ্যে সকল ওমরাহকারীদের সৌদি আরব ছাড়তে হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত

দেশে চলমান তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। শনিবার (২০ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রেস