editor
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১
বড়লেখা প্রতিনিধিঃ
বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্য বিভক্তি ও উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষ আরেক পক্ষকে বহিস্কার পাল্টা বহিস্কার এবং বয়কট করছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ফলে নির্বাচনী আগাম উত্তাপ ছড়িয়ে পড়েছে নিজ বাহাদুরপুর ইউনিয়নে।
জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় নিজ বাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে একাধিক প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে স্নায়ুর লড়াই শুরু হয়েছে। চলছে গ্রুপিং লবিং ও নানা কুট-কৌশল। এনিয়ে সম্ভাব্য প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ও বিদ্বেষ। ফলে এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করতে কৌশলে অভিযোগ তুলে করছেন দল থেকে বহিষ্কার পাল্টা বাহিষ্কার, দিচ্ছেন বয়কটের ডাক। এই ইউনিয়নে চেয়রাম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মূলত তিন জন প্রার্থী। তারা হলেন বর্তমান চেয়ারম্যান ময়নুল হক, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক তরুণ সমাজকর্মী মোহাম্মদ আশফাক ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আবু সাহেদ। নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এলাকার জনগন ও দলীয় নেতাকর্মীদের কাছে নিজেদের গ্রহণ যোগ্যতা প্রামাণের চেষ্টা ততই জোরদার করছেন। চেয়াম্যান পদে দলীয় মনোনয়ন কে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের মধ্যে তীব্র কোন্দল সৃষ্টি হয়েছে। বর্তমানে চেয়ারম্যান ময়নুল হক এর পক্ষের নেতাকর্মীরা দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও চেয়রাম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আশফাক কে দল থেকে বহিষ্কার করেছেন। অপর দিকে দলের একাংশ মোহাম্মদ আশফাককে দল থেকে বহিষ্কার অবৈধ, অন্যায় ও দলীয় গঠনতন্ত্র বহিভূত দাবী করে সে বহিষ্কার প্রত্যাখ্যান করেছে। তারা ময়নুল হক গংদের বয়কটের ডাক দিয়ে পাল্টা বহিষ্কারের প্রক্রিয়া চালাচ্ছে।
এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান ময়নুল হকের সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদকে বলেন, আমি বিগত পাচঁ বছর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছি। দলের হাই কামান্ড থেকে আমাকে এবারের ইউনিয়ন নির্বাচনেও দলীয় মনোনয়নের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তাই আগামী নির্বাচনের জন্য গণসংযোগ চালিয়ে যাচ্ছি। কিন্তু মোহাম্মদ আশফাক ও কতিপয় দূর্ণীতিবাজ নেতা স্থানীয় বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী আলাল উদ্দিনের সাথে আতাঁত করে আমাকে নির্বাচনে পরাজিত করার জন্য অপপ্রায়াস চালিয়ে যাচ্ছেন। তারা অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগের মধ্যে বিভাজন সৃষ্টি করে কোন্দল সৃষ্টি করেছেন। ফলে ইতিমধ্যে দলীয় আচরণ বিধি ভঙ্গ করা এবং দলীয় স্বার্থ বিরুধী কার্যক্রমে জড়িত থাকায় মোহাম্মদ আশফাক কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে মোহাম্মদ আশফাক বলেন, দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ময়নুল হক বিগত ৫ বছর জনগনের সাথে অন্যায়, ব্যভিচার ও তাদের হক লুটপাট ও আত্বসাৎ করেছেন। এতে করে নিজের ও দলের ভাবমূর্তি ক্ষুর্ণ করেছেন তিনি। তাই দলীয় নেতাকর্মী ও ইউনিয়নবাসী এবার পরিবর্তন চায়। ইউনিয়নের লোকজন এই সকল দূর্ণীতির প্রতিবাদ স্বরূপ এইবার আমাকে চেয়ারম্যান পদে দেখতে চায়। দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যাবধানে আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হব ইনশাআল্লাহ। অপর চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু সাহেদ বলেন, বিগত ৫ বছরের অন্যায়, অথ্যাচার, দূর্ণীতির ও লুটপাটেরাদের বিরুদ্ধে ইউনিয়নের ভোটাররা তাদের ভোটের মাধ্যমে জবাব দিবে। এসকল দূর্নিতিবাজদের বিকল্প হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই যোগ্য ও সৎ লোককে মনোনয়ন প্রদান করবে। এতে যদি আমাকে মনোনয়ন নাও দেয়া হয় তবে দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষ হয়ে কাজ করে যাব।
নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন আওয়ামী লীগের একজন প্রবিণ নেতা এ প্রতিবেদককে বলেন, বর্তমান চেয়ারম্যান এর দূর্ণীতি ও অন্যায় আচরনের কারনে ইউনিয়নের বেশির ভাগ আওয়ামী লীগের নেতাকর্মী আগামী নির্বাচনে একজন নতুন প্রার্থী দেখতে চায়। নিজবাহারদুরপুর ইউনিয়নের একজন সাবেক ছাত্রনেতা ও বর্তমানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইউছুফ আলী ক্ষোভের সাথে বলেন, বর্তমান চেয়ারম্যান অতন্ত সু কৌশলে তার পকেট কমিটির সদস্যদের মাধ্যমে রাতে আধাঁরে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মোহম্মদ আশফাক কে সম্পূর্ণ অন্যায় ভাবে দল থেকে বহিষ্কার করেছেন। এই বহিষ্কার ইউনিয়নের ত্যাগী নেতাকর্মীরা কোন অবস্থাতে মেনে নিবে না। আমরা অনতি বিলম্বে ময়নুল হকের মতো দলে অনুপ্রবেশকারী ও দূর্ণীতিবাজ নেতাকর্মীদের বহিষ্কার করে নতুন কমিটি ঘোষনা করব। এই ইউনিয়নের আওয়ামী পরিবারের প্রকৃত নেতাকর্মীরা এখন থেকে ময়নুল হক গংদের বয়কট করবে। আগামী নির্বাচনে আমরা অবশ্যই মোহাম্মদ আশফাককে সমর্থন করব এবং তাকে বিজয়ী করার জন্য সকলে ঐক্যবদ্ব্য হয়ে সর্বাথক চেষ্ঠা করে যাব।
সিলেটের সময় :: দীর্ঘ দুই মাস সৌদি আরব সফর শেষে সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ২নং হাটখোলা ইউনিয়নের সম্ভাব্য
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মরহুম একেএম তারেক কালাম একজন জনদরদী রাজনীতিবিদ, মানবকল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। তিনি
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সাথে মত
সিলেটের ব্যবসায়ীদের দুঃখ দুর্দশার কথা শুনলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপির সবসময় নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর
বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনা
অনলাইন ডেস্ক দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে বিএনপির বিশাল ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী