editor

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২১

বড়লেখায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষ : নিহত ১, আহত ২০

বড়লেখায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষ : নিহত ১, আহত ২০

বড়লেখা প্রতিনিধি
বড়লেখা উপজেলার গল্লাসাংগন গ্রামের ধলাই বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন। ২৭ ডিসেম্বর সকাল ১০টায় স্থানীয় ধলাই বিলে এই সংঘর্ষ ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। তন্মধ্যে গুরুতর আহত মাসুক উদ্দিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় ২৮ ডিসেম্বর বিকাল ৩টায় মৃত্যু বরণ করেছে। নিহত মাসুক উদ্দিন গল্লাসাংগন গ্রামের গড়ই মিয়ার পুত্র। সংঘর্ষ ও নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, প্রায় ১৫ একর ভূমিতে অবস্থিত স্থানীয় ধলাই বিলের ১২ একরই সরকারি খাস ভূমি। আর মাত্র ৩ একর পরিমাণ ভূমি স্থানীয় নিজবাহারদুরপুর গ্রামের জামিল উদ্দিন গংদের মালিকানাধীন। প্রতি বছর বর্ষা মৌসুমে স্থানীয় জনগন বিলের জলে অবাধে মাছ শিকার করতে পারলেও শীতের মৌসুমে পানি কমে আসার পর এলাকাবাসী মাছ ধরতে গেলে বাধার সম্মুখিন হন। তখন জমিল উদ্দিন গং স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হকের লোকজন বিলটি দখলে নিয়ে কেবল নিজেরা ভোগ করে। এসময় গ্রামবাসী কেউ বিলে মাছ ধরতে গেলে মারধর ও হামলা করা হয়, এমনকি মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়। এনিয়ে গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন থেকে চাপা ক্ষোভ বিরাজমান। প্রতি বছরের ন্যায় এবছরও ধলাই বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কিছু দিন থেকে চরম উত্তেজনা বিরাজ করছিল। গত ২৭ ডিসেম্বর সকাল প্রায় ১০টায় স্থানীয় এলাকাবাসী একজোট হয়ে ধলাই বিলে মাছ ধরতে যান। এসময় জামিল উদ্দিন ও ময়নুল হক চেয়ারম্যানের লোকজন এলাকাবাসীকে বাধা দেয়। এতে করে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে উভয় পক্ষে হামলা পাল্টা হামলা চালায়। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রায় দু ঘন্টা ব্যাপি চলা সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। তন্মধ্যে মাথায় গুরুতর জখম প্রাপ্ত মাসুক উদ্দিনকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরদিন ২৮ ডিসেম্বর বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত মাসুক উদ্দিন জামিল উদ্দিন গংদের পক্ষের লোক ছিল। এই ঘটনায় নিহতের পিতা স্থানীয় গল্লাসাংগন গ্রামের গড়ই মিয়া বাদী হয়ে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১৪, তারিখ ২৯/১২/২০২১ইং। মামলার আসামীরা হলেন, বড়লেখা উপজেলার গল্লাসাংগন গ্রামের নজিব আলীর পুত্র আবু শাহেদ (৪০), গল্লাসাংগন গ্রামের মোহাম্মদ কছির আলীর পুত্র মোহাম্মদ আশফাক (৩৯), গল্লাসাংগন গ্রামের আব্দুল মজিদ এর পুত্র আং শুক্কুর (৩৫), গল্লাসংগন গ্রামের আপ্তাব আলীর পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৪৫), নিজবাহাদুরপুর গ্রামের কাজি রহিম উদ্দিনের পুত্র কাজি নিজাম উদ্দিন (২৮), নিজবাহাদুরপুর গ্রামের মৃত রইছ আলীর পুত্র সমজিদ মিয়া (৪৮), গল্লাসাংগন গ্রামের আসাব উদ্দিনের পুত্র নাদিম মাহমুদ (২৫), গল্লাসাংগন গ্রামের নিয়াজ মিয়ার প্ত্রু মাহমুব হোসেন (২২) সহ অজ্ঞাত আরো ৪০ জন আসামী।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঐ সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলীকে বিমানবন্দরে সংবর্ধনা “

সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলীকে বিমানবন্দরে সংবর্ধনা “

সিলেটের সময় :: দীর্ঘ দুই মাস সৌদি আরব সফর শেষে সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ২নং হাটখোলা ইউনিয়নের সম্ভাব্য

তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ ত্যাগী রাজনীতিবিদ

তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ ত্যাগী রাজনীতিবিদ

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মরহুম একেএম তারেক কালাম একজন জনদরদী রাজনীতিবিদ, মানবকল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। তিনি

ক্তরাজ্যে প্রবাসী নেতৃবৃন্দের সাথে আব্দুল হাকিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্তরাজ্যে প্রবাসী নেতৃবৃন্দের সাথে আব্দুল হাকিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সাথে মত

ব্যবসায়ীদের দুঃখ দুর্দশার কথা শুনলেন কয়েস লোদী

ব্যবসায়ীদের দুঃখ দুর্দশার কথা শুনলেন কয়েস লোদী

সিলেটের ব্যবসায়ীদের দুঃখ দুর্দশার কথা শুনলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

জাতীয়তাবাদী দল বিএনপির নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে : এমদাদ হোসেন চৌধুরী

জাতীয়তাবাদী দল বিএনপির নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে : এমদাদ হোসেন চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপির সবসময় নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

সিলেট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে জিডিএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিলেট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে জিডিএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর

ইলিয়াস আলীর সন্ধান কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

ইলিয়াস আলীর সন্ধান কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

বিএনপির সাংগঠনিক সম্পাদক,  সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,  সাবেক এমপি জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনা

গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির বিশাল ভূমিকা রয়েছে : আলী রীয়াজ

গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির বিশাল ভূমিকা রয়েছে : আলী রীয়াজ

অনলাইন ডেস্ক দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে বিএনপির বিশাল ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী