admin
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন যত দিন ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে তত দিন পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। দেশের মানুষের অর্থনীতি মুক্তির সমাধান করতে বিএনপি পাশে থাকবে । অর্থনীতি শক্তিশালী করতে হবে। বেকারত্ব দূর করতে হবে। প্রবাসে গিয়ে যাতে ভালো আয় করতে পারে, তার সুযোগ সৃস্টি করতে হবে। যুব সমাজ যাতে কর্মবিমুখ না থাকে ভালো ট্রেনিংয়ের ব্যাবস্থা গ্রহণ করতে হবে। পতিত স্বৈরাচারের দোসররা যাতে দেশের ক্ষতি করতে না পারে সজাগ দৃষ্টি রাখতে হবে। এজন্য সকলকে ঐক্যবন্ধ থাকতে হবে। আইন হাতে তুলে নেওয়া যাবে না। বাংলাদেশের সমগ্র মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা হাসিনামুক্ত, ‘ফ্যাসিবাদ’ মুক্ত হতে পেরেছি। এখন স্বাধীনতা রক্ষার করার দায়িত্ব আমাদের।
তিনি আরো বলেন, যে মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তাদের যে আশা ছিল তা বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষের সমর্থন নিয়ে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাগবে বিএনপি কাজ করবে।
শনিবার সন্ধ্যার পর মোগলাবাজার ৩ নং ওয়ার্ডে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী উপরোক্ত বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা আব্দুল মুয়িদ শাহনাজ এর বিদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা সহ দফতর সম্পাদক মাহবুব আলম, জেলা সদস্য আশরাফুল আলম বাহার, জেলা যুবদলের সহসভাপতি ময়নুল ইসলাম মঞ্জুর।
মোগলাবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম পঙ্খীর সভাপতিত্বে ও বিএনপি নেতা আশিকুর রহমান আশিকের পরিচালনায় উপস্থিত ছিলেন মকবুল হোসেন, আব্দুল আহাদ পাপলু, শামিম আহমদ, ফারুক আহমেদ, ছেইদ আলী, খসরু মিয়া, আক্কাস মিয়া, সাজিদ আহমদ, আব্দুল্লাহেল আল মুতি, যুবদল নেতা মাহমুদুর রহমান বাবর, জামাল আহমেদ জুমন, ফখরুল ইসলাম, আনসার আহমদ সুমন, শ্রমিক দল নেতা শাহিন আহমদ, ছাত্রদল নেতা আহসান উদ্দিন মামুন, তারেক আহমদ সহ ইউনিয়নের বহু সংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন নবগঠিত সিলেট জেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিলেট জেলা, সিলেট মহানগর, মৌলভী বাজার জেলা, হবিগঞ্জ জেলা ও সুনামগঞ্জ জেলা ওলামা দলের মেয়াদ উক্তীর্ণ
বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ফ্যাসিস্ট রেজিমের সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে,
১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা — ১.
জাতীয়তাবাদী পরিবার দক্ষিণ সুরমা উপজেলার উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শনিবার (০৫ অক্টোবর) বিকালে ২৮নং ওয়ার্ড স্পোর্টস
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের শারিরীক মানসিক বিকাশের অনুকুল পরিবেশ গড়ে তুলতে হবে। শিশুরা যাতে দীর্ঘক্ষণ
সিলেট-৬ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, এবার শারদীয় দুর্গাপূজা হবে আরও বেশী উৎসবমুখর পরিবেশে।
সুজন চক্রবর্তী, আসাম প্রতিনিধিঃ উৎসব মরশুমে মাদকের রমরমা বাণিজ্য। ভারতের মধ্যপ্রদেশ ও পাঞ্জাবে উদ্ধার হল ১৮০০ কোটির নিষিদ্ধ মাদক। ভোপালে