editor
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মে ২১, ২০২৫
সিলেট জেলার কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান শ্রীশ্রী বামজঙ্গা মহাপীঠ কালী মন্দিরের ভূমি ও সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসক বরাবরে এক স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার (২১ মে) বিকেলে একই গ্রামের ফয়েজ উদ্দিন মেম্বার, তোতা মিয়া, ফারুক, আলী আহমদ, জাকারিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক মানিক লাল দাস এই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়- দীর্ঘদিন যাবৎ মন্দিরের উত্তর-পূর্ব পাশে সরকারি খাসজমিতে বসবাসকারী একজন ব্যক্তি ও তার অনুসারীরা মন্দিরের জমি, পুকুর ও আশপাশের গাছপালার ওপর অবৈধ দখল ও ভাঙচুর চালিয়ে যাচ্ছেন। বিবাদীগণ মন্দিরের পুকুর থেকে মাছ শিকার, গাছ কাটা ও জমিতে কলাগাছসহ বিভিন্ন ফসল রোপণ করে জায়গাটি নিজেদের বলে দাবি করার চেষ্টা করছেন। স্মারকলিপিতে আরো বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সুযোগে একাধিক বিবাদী ব্যক্তি মন্দিরের পূর্ব পাড়ের জমি দখল করে সবজি চাষ শুরু করেন। এরপর ২০২৫ সালের ৪ এপ্রিল, প্রকাশ্যে দিনে-দুপুরে জাল ও বরশি দিয়ে পুকুরের মাছ ধরার সময় সেবায়েত ও স্থানীয়দের বাধা দিলে বিবাদীরা তাদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। এমনকি মন্দির ছাড়ার নির্দেশ দিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
বর্তমানে মন্দিরে দায়িত্ব পালন করছেন এক পুরোহিত ও তার বিধবা মা। তাঁদের দাবি, বিবাদীদের দাপটে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মন্দিরের জমি ও সম্পত্তি রক্ষা এবং মন্দিরে নিয়োজিত সেবায়েত ও তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন মন্দির পরিচালণা কমিটির নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, জেলা শাখার সমাজসেবা সম্পাদক মঞ্জুলাল দাস, কানাইঘাট উপজেলা শাখার সভাপতি ভজন লাল দাস, জেলা শাখার সাবেক সভাপতি ভানু লাল দাস, কানাইঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, বামজঙ্গ কালি মন্দির কমিটির আহবায়ক ডাঃ মানিক লাল দাশ, কালী মন্দিরের সদস্য সচিব বিশ্বজিৎ রায়, বিশিষ্ট সমাজসেবক মানিক চৌধুরী প্রমুখ।
সিলেটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাউল হেলাল উদ্দিন সরকার ‘লোক উৎসব ২০২৫’। শনিবার (২১ জুন) দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ
সম্প্রতি সিলেটের জেলা প্রশাসন কর্তৃক এ অঞ্চলের হাজারো মানুষের কর্মসংস্থান স্টোন ক্রাশার সমূহ উচ্ছেদ তৎপরতা এবং এসব পাথর শিল্পের বিদ্যুৎ
সিলেটে অনুষ্ঠিত দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, গণমাধ্যম কখনোই সংবিধানের বাইরে নয়; বরং এটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ,
সিলেটের সময় :: সিলেটে অনুষ্ঠিত দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, গণমাধ্যম কখনোই সংবিধানের বাইরে নয়; বরং এটি রাষ্ট্রের
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ৫ আগস্ট পরবর্তী আমরা একটি নতুন দেশ পেয়েছি। কিন্তু গত
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত ১৫ বছরে প্রশাসনের সকল শাখায়
পঞ্চগ্রাম সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার (২০ জুন) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ পূর্ব পাগলাস্থ পঞ্চগ্রাম উচ্চ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সহধর্মিণী, দক্ষিণ সুরমার সিলামের রত্নগর্ভা সন্তান, প্রখ্যাত চিকিৎসক ডাঃ জুবাইদা রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে