editor
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২২
অনলাইন ডেস্ক :: হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের নতুন বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এতে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনের সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহ্বায়ক, সজীব খান, সৈকত আহমেদ, ইমরান রেজাকে যুগ্ম আহ্বায়ক করা হয়। কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় ছাত্রলীগের দলীয় প্যাডে জাহিদুল ইসলাম রুবেলকে আহ্বায়ক করে অপর একটি কমিটির সংবাদ বিজ্ঞপ্তির কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে পড়ে।
এরপর থেকে পাল্টাপাল্টি কমিটিকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শহরে উভয়পক্ষের আলাদা আলাদা শোডাউন দেখা যায়। তবে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহ্বায়ক করে দেওয়া কমিটি বৈধ বলে জানায় জেলা ছাত্রলীগ। কয়েকদিন ধরে এ নিয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিম উদ্দৌলা চৌধুরীসহ একটি পক্ষ জুয়েল ম্যানশনের সামনে অবস্থান নেয়। অপরদিকে জাহিদুল ইসলামের রুবেলের নেতৃত্বে অপর পক্ষ শহরের রাজা কমপ্লেক্সের সামনে অবস্থান নেয়। দুপুর থেকে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকালে বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নাজিম উদ্দৌলা চৌধুরীর নেতৃত্বে নবীগঞ্জ পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করে। মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে পথসভায় মিলিত হয়। এ সময় পুলিশের উপস্থিতিতে জাহিদুল ইসলাম রুবেলের গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে নাজিম উদ্দৌলা চৌধুরী ও তার নেতাকর্মীর ওপর হামলা করে। পরে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৪-৫ জন নেতাকর্মী আহত হন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে জাহিদুল ইসলাম রুবেল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়েতের নাশকতার পরিকল্পনার বিরুদ্ধে আমরা শহরে অবস্থান নিই। এ সময় নাজিম উদ্দৌলার নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। পরে আমরা তাদের প্রতিহত করি।’
নাজিম উদ্দৌলা চৌধুরী বলেন, ‘জেলা ছাত্রলীগের দিক-নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আমরা মিছিল করি। মিছিল শেষে নতুন বাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জাহিদুলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর হামলার চেষ্টা করে। আমরা তাদের প্রতিহত করে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।’
নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মুর্শিদ সরকার জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
ডেইলি সিলেটের সময়/ ২৪ ডিসেম্বর ২০২২/ এস এ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানবাধিকার কী ও কেন শীর্ষক প্রশিক্ষণ, আলোচনা সভা
লাখাই প্রতিনিধি:: লাখাইয়ে তথ্য সংগ্রহকালে দুই সাংবাদিককে ব্ল্যাকমেইল করে প্রানাশের হুমকি দিয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠান করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার দুর্নীতিবাজ
প্রেস বিঞ্জপ্তি: জনসচেতনতা তৈরি ও মানবিক কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে রক্তদান সোসাইটি সিলেট এর আয়োজনে ও ভালোবাসা বন্ধন সংগঠনের সহযোগিতায়
নিউজ ডেস্ক:: সিলেটে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের ৩ জনকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানাপুলিশ। উদ্ধার করা হয়েছে অটোরিকশাও।
আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। আগামী ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে
নিউজ ডেস্ক:: বাংলাদেশ থেকে চুরি যাওয়া শত শত বিলিয়ন ডলারের অর্থ ফেরত আনতে বিদেশি বন্ধুদের কাছে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক স্পোর্টস ও কালচারাল উইক-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে কলেজের
সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। বুধবার