admin

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

গোয়াইনঘাটে দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদ করায় হামলা-মামলার শিকার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ

গোয়াইনঘাটে দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদ করায় হামলা-মামলার শিকার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং পরবর্তীতে মাদক, চোরাচালান, অবৈধভাবে বালু উত্তোলন, দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদ করায় হয়রানি, হামলা-মামলার শিকার হচ্ছেন গোয়াইনঘাটের শিক্ষার্থীরা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরও তাদের দোসর সংঘবদ্ধ চক্রটি এখন শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন, গোয়াইনঘাট কলেজের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামের জনাব ফয়সল আহমদের পুত্র আজমল হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র আন্দোলনের সময় সারাদেশের ন্যায় গোয়াইনঘাট উপজেলায় আমরা গণআন্দোলন গড়ে তুলি। স্বৈরাচারী সরকারের পতনের দাবিতে একদফা আন্দোলনে আমরা গোয়াইনঘাট ছাড়া শাবিপ্রবি এবং সিলেট শহরের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সঙ্গে অংশ নিয়ে রাজপথে আন্দোলন করি। এটাই আজ আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।’

আজমল হোসেন বলেন, ‘স্বৈরাচারী সরকারের দোসরদের সঙ্গে মিলে কতিপয় দুষ্কৃতিকারী আজ আমাদেরকে মিথ্যা মামলা, হামলা আর নির্যাতন করছে। আমাদের বিরুদ্ধে ভুয়া, মনগড়া খবর প্রচার করছে। নিজেদের অপকর্ম আড়াল করতে তারা নানা ফন্দি আটছে।’

তিনি অভিযোগ করেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা দেশ ছেড়ে পালিয়ে গেলেও গোয়াইনঘাটে কিছু দুষ্কৃতিকারী আবার নতুন করে অপকর্মে জড়িয়ে পড়েছে। তারা সীমান্ত দিয়ে মাদক, চিনি, গরুসহ নানা অবৈধ পণ্য প্রতিনিয়ত দেশে নিয়ে আসছে। একইভাবে এই চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে দীর্ঘদিন থেকে। বিশেষকরে ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছে এই চক্র।’

কলেজ শিক্ষার্থী আজমল আরও অভিযোগ করেন, ‘গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব ও তার সহযোগীরা এই চক্রের মূল হোতা। রাজীব ৫ আগস্টের পর পালিয়ে বিদেশে চলে গেলে তার সহযোগীরা এখন এই অপকর্মের সাথে লিপ্ত রয়েছে। আন্দোলন শেষে বাড়ি ফেরার পথে একাধিক শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে। আমাদের সহপাঠী কিবরিয়া আন্দোলন থেকে বাড়ি ফেরার পথে এই রাজীব ও তার ভাই রাসেল এবং সরওয়ার মিলে হামলা করেছে।’

৫ আগস্টের পটপরিবর্তনের পর আরও কিছু দুর্নীতিবাজ-দুষ্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে একের পর এক অপকর্মে লিপ্ত হয়। এসবের প্রতিবাদ করায় ঐক্যবদ্ধ হয়ে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা-মামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আজমল বলেন, ‘ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করে আমরা উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করি। সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে গত ২৩ আগস্ট অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কয়েকটি নৌকা আটক করেন করে যৌথবাহিনী এবং কয়েক জনকে গ্রেপ্তার করে। এরপর থেকেই এই দুষ্টু চক্র আমাদের উপর ক্ষিপ্ত হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযানের পর শক্তিশালী এই চক্রের সদস্য রাসেল আহমদ, সরওয়ার আহমদ, সজিব আহমদ, পাবেল আহমদ, মাহমদ, কুদরত উল্লাহ ও সাহেদ আহমদ গংরা আমার উপর অমানবিক নির্যাতন চালায়। আমাকে পানিতে চুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

আজমল জানান, গত ২৪ আগস্ট এই বাহিনীর মদদপুষ্ট আরো কিছু বহিরাগত লোক গোয়াইনঘাট সরকারি কলেজের ভেতর ডুকে সাধারণ শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেয় এবং হামলা চালিয়ে বহু ছাত্রছাত্রীকে জখম করে। যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বেশ কিছু ছাত্রী শ্লীলতাহানীর শিকার হয়েছেন।

তিনি বলেন, এ ঘটনায় আমি বাদী হয়ে হামলাকারী সুমন আহমদ, আহাদ আহমদ, সুজন আহমদ, আমিরুল আহমদ, রানা আহমদ, তানজিল আহমদ, রাজু আহমদ, বাবর আহমদ ও শাকিল আহমদ প্রমুখকে আসামি করে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছি। মামলাটি এখনো এফআইআর করেনি পুলিশ।

তিনি অভিযোগ করেন, অথচ তারা উল্টো আমাদের বিরুদ্ধে কাউন্টার মামলা দিয়েছে। এসব বিষয় আমরা কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়ক ও সিলেটের সমন্বয়কদেরকে জানিয়েছি। তারা বিষয়টি বিভিন্ন দফতরে জানিয়েছেন বলে আমাদেরকে অবগত করেছেন।

গোয়াইনঘাটে লুটপাট ও অবৈধ চোরাচালান অব্যাহত রাখতে সংঘবদ্ধ চক্রটি একের পর এক অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীদের দমিয়ে রাখতে চায় বলে অভিযোগ এই শিক্ষার্থীর। তিনি নিজে এবং অন্যান্য শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেন।

তাই অপকর্ম, হামলা-মামলায় যুক্ত সব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, কার্যকর ব্যবস্থা এবং সুবিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কখনো নিজেকে সমন্বয়ক দাবি করেননি। সংবাদ সম্মেলনে গোয়াইনঘাট সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে কন্ট্রাকটর এসোসিয়েশন এর মতবিনিময়

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে কন্ট্রাকটর এসোসিয়েশন এর মতবিনিময়

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন নবগঠিত সিলেট জেলা

ওলামা দল সিলেট জেলা, মহানগর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ কমিটি বিলুপ্ত

ওলামা দল সিলেট জেলা, মহানগর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ কমিটি বিলুপ্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিলেট জেলা, সিলেট মহানগর, মৌলভী বাজার জেলা, হবিগঞ্জ জেলা ও সুনামগঞ্জ জেলা ওলামা দলের মেয়াদ উক্তীর্ণ

শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান হবে না : রিজভী

শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান হবে না : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ফ্যাসিস্ট রেজিমের সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে,

বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা

বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা

১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা — ১.

জাতীয়তাবাদী পরিবার দক্ষিণ সুরমার উদ্যোগে প্রীতি  ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

জাতীয়তাবাদী পরিবার দক্ষিণ সুরমার উদ্যোগে প্রীতি  ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

জাতীয়তাবাদী পরিবার দক্ষিণ সুরমা উপজেলার উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শনিবার (০৫ অক্টোবর) বিকালে ২৮নং ওয়ার্ড স্পোর্টস

কোমলমতি শিক্ষার্থীদের শারিরীক মানসিক বিকাশের অনুকুল পরিবেশ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

কোমলমতি শিক্ষার্থীদের শারিরীক মানসিক বিকাশের অনুকুল পরিবেশ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের শারিরীক মানসিক বিকাশের অনুকুল পরিবেশ গড়ে তুলতে হবে। শিশুরা যাতে দীর্ঘক্ষণ

এবার দুর্গাপূজা হবে আরও বেশী উৎসবমুখর: ফয়সল চৌধুরী

এবার দুর্গাপূজা হবে আরও বেশী উৎসবমুখর: ফয়সল চৌধুরী

সিলেট-৬ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, এবার শারদীয় দুর্গাপূজা হবে আরও বেশী উৎসবমুখর পরিবেশে।

উৎসবে মাদকের রমরমা বাণিজ্য, পাঞ্জাবে ১০ কোটির কোকেন, ভোপালে উদ্ধার ১৮০০ কোটির ড্রাগ উদ্ধার 

উৎসবে মাদকের রমরমা বাণিজ্য, পাঞ্জাবে ১০ কোটির কোকেন, ভোপালে উদ্ধার ১৮০০ কোটির ড্রাগ উদ্ধার 

সুজন চক্রবর্তী, আসাম প্রতিনিধিঃ উৎসব মরশুমে মাদকের রমরমা বাণিজ্য। ভারতের মধ‍্যপ্রদেশ ও পাঞ্জাবে উদ্ধার হল ১৮০০ কোটির নিষিদ্ধ মাদক। ভোপালে