admin
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৪
অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। তিনি পর পর পাঁচবার এমপি নির্বাচিত হন। অন্যদিকে টানা চতুর্থবারের মতো এমপি হন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। তাদের দল যুক্তরাজ্যের লেবার পার্টি ১৬ বছর পর ক্ষমতায় আসে। আর তাদের ২ জনকে পুরস্কৃত করে। দুইজনকেই মন্ত্রী হিসিবে মনোনীতি করেছে নতুন সরকার।
জানা যায়, যুক্তরাজ্যের লেবার সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই এমপি। তাঁদের একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক (টিউলিপ সিদ্দিক)। অন্যজন পাঁচবারের এমপি রুশনারা আলী।
টিউলিপ সিদ্দিক নগরমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। তিনি আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধান করবেন। রুশনারা আলী হাউজিং, কমিউনিটি এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
গতকাল মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ ছাড়া মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের বরাতে বিভিন্ন বার্তা সংস্থাও এসব তথ্য জানিয়েছে।
নগরমন্ত্রী হিসেবে টিউলিপ বিম অ্যাফোলামির স্থলাভিষিক্ত হচ্ছেন। আগের কনজারভেটিভ সরকারের আমলে এইচএসবিসির সাবেক ব্যাংকার বিম নগরমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
সদ্যঃসমাপ্ত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন টিউলিপ। হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে ২৩ হাজার ৪৩২ ভোট পেয়েছেন টিউলিপ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস মাত্র আট হাজার ৪৬২ ভোট পান। এটি লেবার পার্টির হয়ে টানা চতুর্থবারের মতো জয় টিউলিপের। ২০২১ সাল থেকে আর্থিক পরিষেবা খাতে দলের নীতি প্রণয়নে নেতৃত্ব দিয়ে আসছেন ৪১ বছর বয়সী টিউলিপ।
গত মে মাসে ফিন্যানশিয়াল টাইমসকে টিউলিপ জানান, লেবার পার্টি ক্ষমতায় এলে আর্থিক খাতে প্রতিযোগিতা ও প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে বাধাগুলো দূর করার উদ্যোগ নেওয়া হবে। কনজারভেটিভ পার্টির এক যুগের বেশি শাসনের অবসান ঘটিয়ে এবার যুক্তরাজ্যের ক্ষমতায় এসেছে লেবার পার্টি।
দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন দলীয় প্রধান কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের হাউজিং, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন রুশনারা আলী। বাংলাদেশি অধ্যুষিত বেথানাল গ্রিন বো আসন থেকে টানা পাঁচবার এমপি নির্বাচিত হন তিনি।
যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সাল থেকে এর আগে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি।
রুশনারা আলীর জন্ম সিলেটে। তার বয়স যখন সাত বছর, তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর বলেছেন, সৃজনশীলতা ও কল্পনা বিকাশে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা
যুক্তরাজ্য যুবদলের নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, জৈন্তা গোয়ানঘাট ও কোম্পানীগঞ্জের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কতিপয় উশৃংখল ছাত্রদের দ্বারা আমাদের সদরবাসীর সাথে উদ্ধত্বপূর্ণ আচরণ ও সিলেটবাসীকে নিয়ে কুরুচীপূর্ণ বক্তব্যের প্রতিবাদে
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পরিষদের ২০২৫-২০২৭ সাল মেয়াদী পুনঃ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭
নিজস্ব প্রতিবেদক সিলেটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের অভিযানে বিস্ফোরক মামলায় মহানগর যুবলীগের সহ-দফতর সম্পাদক হেলাল মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়েছে। রোববার
সিলেটের দক্ষিণ সুরমায় মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজারের রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সালেহ আহমদের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার