editor
প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪
স্টাফ রিপোর্টার:: প্রেমিকা নিয়ে দেশ ত্যাগ ছেলে। আর অপহরণ মামলার অভিযোগে বাবা নিখোঁজ। সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ইউনিয়নের আগফোদ নারাইনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশি হয়রানি আর গ্রেফতারের ভয়ে প্রায় ৮ মাস যাবৎ বাড়িছাড়া ছেলে আনোয়ার হোসেনের বাবা ক্ষুদ্র মুদি দোকান ব্যবসায়ী বশির আহমদ। ওই মামলায় দেশ ত্যাগ করে প্রবাসে রয়েছেন আনোয়ার।
এদিকে নিখোঁজ বশির আহমদের সন্ধান পেতে স্ত্রী সাকিনা বেগম বাদি হয়ে (৪ জুলাই ২০২৪ইং) এস,এম,পি সিলেট কতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি ( জি.ডি.এন্ট্রি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায় গত (০২ জুলাই) ২০২৪ইং তারিখে বশির আহমদ পারিবারিক কাজে নিজ বাড়ি থেকে সিলেট শহরে যান। তিনি ঐদিন সিলেটে জরুরি কাজ শেষে বাড়ী ফিরে আসার কথা ছিল। কিন্তু এদিন রাত-১০ ঘটিকা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন যার (নং ০১৮১৯৫৬৫০২৭) বন্ধ পাওয়া যায় এবং তিনি বাড়ী ফিরে আসেন নি। পরদিন (০৩ জুলাই) থেকে নিকট আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও তাকে পাও যায়নি। তাঁর নিখোঁজে জীবন ও অবস্থান সম্পর্কে শংকিত হয়ে পড়ে তার পরিবার।
অভিযোগে সূত্রে আরও জানা যায় কানাইঘাট সদর ইউনিয়নের আগকুফা বীরদল গ্রামের আব্দুর রব চৌধুরীর মেয়ে নাহিদা চৌধুরী (২৬) এর সাথে একই উপজেলার গাছাবাড়ি ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী বশির আহমদ এর ছেলে আনোয়ার হোসাইন এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ পরিচয় হয়ে দুই জনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। চলতে থাকে তাদের একে-অপরের ভালোলাগা ভালোবাসার সম্পর্ক। এক পর্যায়ে ভালোবাসার টানে গত (০১ নভেম্বর ) ২০২৩ ইং আনোয়ার ও নাহিদা পালিয়ে গিয়ে কোট এর মাধ্যমে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী রেজিস্ট্রার্ড কাবিননামা মূলে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
প্রেম-ঘঠিত উক্ত বিষয়টি আনোয়ার হোসাইনের পরিবার মেনে নিলেও। তাদের বিবাহের দুই দিন পর নাহিদার পরিবার মেনে নিতে না পারায় নাহিদা চৌধুরীর পিতা: আব্দুর রব চৌধুরী (৬৪) বাদী হয়ে (৪ নভেম্বর ২০২৩ইং সিলেট এস. এম.পি কতোয়ালী মডেল থানায় আনোয়ার হোসাইন (২৬) ও তাঁর পিতা: বশির আহমদ (৫৩) এর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪/৫ রেখে অপহরণ মামলা দায়েরের করেন। মামলার নং-১২৮।
নিখোঁজ বশির আহমেদের স্ত্রী সাকিনা বেগম জানান আমার পুত্রবধু নাহিদা চৌধুরীর পরিবার ধনে-জনে ও সামাজিক অবস্থানে আমাদের চাইতে সবল হওয়ার কারনে তারা এই সম্পর্ক তাঁর পরিবার মেনে নিতে পারেনি।
আমার ছেলে আনোয়ার হোসাইন ও পুত্রবধু নাহিদা চৌধুরী মামলা হামলা ও প্রাণের ভয়ে গত (২০ জানুয়ারী) ২০২৩ ইং স্বদেশ ত্যাগ করে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছে। আমাদের পরিবারের ধারণা আমার স্বামী নিখোঁজ হওয়ার পিছনে পুত্রবধু নাহিদার পরিবার জড়িত রয়েছে। এবিষয়ে এস. এম.পি কতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়েরের করেছি আশাবাদী পুলিশ প্রশাসন অপরাধীদের শনাক্ত করে আমার স্বামীকে খুজে বের করবেন।
অনলাইন ডেস্ক ডিবি অফিসে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধি ভারতের উত্তরাখন্ডে ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে পড়ল বরযাত্রী বোঝাই বাস। মৃত অন্তত ৩০। আহত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ ২০২৬ সালের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গঠনের হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্য
অনলাইন ডেস্ক বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।
অনলাইন ডেস্ক সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত
বাসস: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভালো বিক্রি হওয়ায় রাজধানীর শপিং সেন্টার, ফ্যাশন হাউস ও অন্যান্য
নিউজ ডেস্ক: সাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ৫ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস
উৎফল বড়ুয়া: বাংলাদেশী বৌদ্ধদের সর্বপ্রাচীন বৌদ্ধ যুব সংগঠন, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত, বিশ্ব বৌদ্ধ সৌভাতৃত্ব সংঘ (WFBY) এর আঞ্চলিক কেন্দ্র “বাংলাদেশ