editor
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৪
নজরুল ইসলাম, গোয়াইনঘাট
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন বন্যাদূর্গত মানুষের ভয় পাওয়ার কিছু নেই। সরকার আপনাদের পাশে রয়েছে। তিনি বৃহস্পতিবার ( ৩০ মে) গোয়াইনঘাট উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন কালে এসব কথা বলেন। জেলা প্রশাসক সারিঘাট এলাকা থেকে নৌকায় করে পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও এবং গোয়াইনঘাট সদর এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনউটে প্রধানমন্ত্রীর পক্ষ হতে বন্যা দুর্গত ও পানিবন্ধী পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দ পুরকায়স্থ,সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভারি বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলার সিংহভাগ এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে গোয়াইনঘাট উপজেলার ৭০ ভাগের বেশি এলাকা বন্যায় প্লাবিত।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি মেম্বারদের সমন্বয়ে এবং স্থানীয় ভলান্টিয়ারদের মাধ্যমে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পানি বন্দী মানুষকে উদ্ধারে জাফলং পর্যটক ঘাটের দেড় শতাধিক নৌকা এবং প্রতিটি ইউনিয়নের স্থানীয় নৌকা সমূহ ব্যবহার হচ্ছে। এ পর্যন্ত ২৬ টি আশ্রয়কেন্দ্রে মোট ২৩৫৬ জন লোক আশ্রয় নিয়েছেন। গবাদি পশু আশ্রয় নিয়েছে ৬৪৫ টি।
বন্যা দুর্গত বিপুল সংখ্যক জনগণ নিকটস্থ আত্মীয়-স্বজনের নিরাপদ উঁচু স্থাপনাতেও আশ্রয় নিয়েছেন।মোট ১৬৬০ হেক্টর আবাদি জমির ফসল পানিতে নিমজ্জিত রয়েছে ৷ গোয়াইনঘাট উপজেলার প্রায় ৩৪৩ বর্গ কিলোমিটার প্লাবিত এলাকায় এই পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মোট পরিবার সংখ্যা: ৪২,৯০০ টি।মোট বন্যা দুর্গত জন সংখ্যা প্রায় ২,৪৫,৯৫০ জন। এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, পানিবন্দী লোকজনদের উদ্ধারে উপজেলা প্রশাসন,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও ইউপি সদস্যগন এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক দলের কর্মীরা কাজ করছেন।
বালাগঞ্জ উপজেলার ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নোয়াপাতন বায়তুন নুর জামে মসজিদের ভূমি উদ্ধারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন। সোমবার (১৬
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বখ্যাত শেফ টমি
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১২ জুন) বিকাল ৫টায়
বাংলাদেশ জাতীয় ফুটবল টিমে ট্রায়ালে চান্স পেয়ে নিজ দেশের সিলেট বিমানবন্দরে আসলেন যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার তানভীর আহমদ। আজ সোমবার (১৬জুন)
সিলেট নগরীর ৯নং ওয়ার্ডের নরশিংটিলা পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ জুন) রাত ৯টায় সংগঠনের স্থায়ী কার্যালয়ে এডহক কমিটির
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জালালাবাদ থানার আওতাধীন ১নং জালালাবাদ ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ রবিবার (১৫ জুন) বিকেল ৩টায় সংগঠনের অস্থায়ী
সিলেট নগরীর শিবগঞ্জে অ্যাডভান্সড ফিজিও কেয়ারের উদ্যোগে ২ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফিজিওথেরাপি প্রদান করা হয়েছে। রবিবার (১৫ জুন)