editor
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
অনলাইন ডেস্ক:-
সাধারণত আমরা প্রায় সকেলই মনে করি যে, পুরুষের থেকেও মহিলারা বেশি আবেগপ্রবণ হয়৷ তাই কথায় কথায় তাদের চোখে কান্না আসে বলেও অনেক ক্ষেত্রে বলা হয়৷ অনুভূতি হীন মানুষ হয় না৷ সেই সব অনুভূতির বর্হিপ্রকাশ এক একজনের এক এক রকম করে হয়৷ অনেকেই মনে করেন যে, পুরুষের থেকেও মহিলারা বেশি আবেগপ্রবণ হন৷ তাই কথায় কথায় তাদের চোখে কান্না আসে বলেও অনেক ক্ষেত্রে বলা হয়৷
মহিলারা মায়ের রূপ৷ এরা যে, সংবেদনশীল এবং মমতাময়ী হবেন, সেটাই স্বাভাবিক৷ তবে অনেকেই আবার সেই চরিত্রটিকে দুর্বল হিসেবে ভেবে নেন৷ কিন্তু মনোবিদদের ত্বত্ত্ব বলছে অন্য কথা৷
আর্ন্তজাতিক সংবাদমাধম্যে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে যে, যারা বেশি কাঁদেন, বা যাদের চোখে পানি আসে তাড়াতাড়ি, তাদের মধ্যে রয়েছে এই বৈশিষ্টগুলি৷
♦ জীবনে কোনও বড় ধাক্কা বা কষ্ট পেলে সেটা চোখের জলের মাধ্যমে বার করে নিজেদের কষ্ট কম করতে পারেন এই ধরণের মানুষ৷ তাই তাদের মনে চাপ কম পড়ে এবং কেঁদে নিজেকে চাপমুক্ত করতে পারেন এরা৷
♦ যারা কাঁদের তারা সাহসী হন৷ এমনই মত মনোবিদদের৷ অর্থাৎ কান্না চেপে রেখে নিজেকে দুর্বল প্রতিপন্ন করতে চান না অনেকে৷ কিন্তু এটা আদতে নিজেকে ভীতুই প্রমাণ করা৷ সুখে যেমন আনন্দ পাওয়া যায়, তেমন দুঃখেও চোখের জল ফেলা যায়৷ এতে কোনও লজ্জা নেই৷ যারা এই মতে বিশ্বাস করে চোখের জল ফেলতে দ্বিধা করেন না তারা আদতে সাহসী, ভীতু বা দুর্বল নন৷
♦ এই ধরণের মানুষের জীবনের পথে চলা অনেক বেশি সহজ হয়৷ কারণ এরা জীবনে সমতা বজায় রাখতে সক্ষম হন৷ এরা কেঁদে মন হাল্কা করে ফেলতে পারেন৷ অন্যদিক না কেঁদে মনে কষ্ট জমিয়ে রাখলে তা জীবনের কষ্ট আরও বাড়াতে ও পরবর্তীতে তা শরীরের ওপর প্রভাব ফেলতে পারে৷
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় জরায়ু ক্যান্সার এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা নিশ্চিত করার জন্য ও প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার
আশফাক আহমদ, বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও
সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিকের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে এক বর্ণাঢ্য র্যালী বেরা করা হয়েছে। বৃহস্পতিবার
সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক এর মাতা মোছাঃ আমিনা বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া
দুই মাসের আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়নি। গত ১৬ বছর ধরে আন্দোলন করে স্বৈরাচার পতনের ভিত্তি তৈরি করেছে বিএনপি। যার
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই কিশোরীর নাম আন্জুমান আক্তার সাথী
লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হান্নান ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬২