গোলাপগঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে চান মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমুড়া ইউনিয়নের ভেটুখালে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি উপজেলার আমুড়া ইউপির শিকপুর শীলঘাট গ্রামের মৃত তছলিম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জাল দিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে ভেটু খালে যান চান মিয়া। দীর্ঘ সময় পর বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা খুঁজতে আসেন। তাকে না পেয়ে ভেটুখালে জাল দিয়ে খুঁজার এক পর্যায়ে তার লাশ পাওয়া যায়।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।