editor

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

ঘুরে দাঁড়ানোর আগেই ফের বন্যায় ডুবছে অর্ধলক্ষাধিক মানুষ

ঘুরে দাঁড়ানোর আগেই ফের বন্যায় ডুবছে অর্ধলক্ষাধিক মানুষ

নওগাঁ  প্রতিনিধ:-

নওগাঁর আত্রাই-রাণীনগরে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গত কয়েকদিন থেকে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বর্তমানে আত্রাই নদীর পানি বিপদসীমার প্রায় ৫৫ সেন্টিমিটার ও ছোট যমুনা নদীর লিটন ব্রিজ পয়েন্টে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাকবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। নদীর সাথে সাথে বিলাঞ্চলের পানিও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ফলে জেলার আত্রাই-রাণীনগর অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে লক্ষ লক্ষ টাকার পুকুরের মাছ।

এবারের বর্ষা মৌসুমের শুরুতে বন্যার পানিতে তছনছ হয়ে যায় মানুষের জীবন যাত্রা। সম্প্রতি ওই বন্যার পানি কমে যাওয়ায় পানিবন্দি মানুষ কিছুটা ঘুরে দাঁড়ানোর আগেই আবারও বন্যার পানিতে ডুবতে শুরু করেছেন তারা। এদিকে কয়েকদিন থেকে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি বৃদ্ধির ফলে বেরি বাঁধের কয়েকটি ভাঙন দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে বিলাঞ্চলে। বিশেষ করে আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের আত্রাই নদীর জাতআমরুল নামক স্থানের ভাঙন দিয়ে পানি ঢুকে প্রায় অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পরিবার-পরিজন নিয়ে পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকের বসতবাড়ি বন্যা কবলিত হয়ে পড়ায় তারা ঘরবাড়ি ছেড়ে উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

পানিবন্দি হয়ে পড়েছে আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের উদনপৈয়, মিরাপুর, ফুলবাড়ি, পূর্বমিরাপুর, রসুলপুর, জাতোপাড়া, আহসানগঞ্জ ইউনিয়নের আমরুল কসবা, সিংসাড়া ও কালিকাপুর ইউনিয়নের রাইপুর, আটগ্রাম, দুর্গাপুর, মদনডাঙ্গা, শলিয়া, হাটকালুপাড়া ইউনিয়নের বান্ধাইখাড়া, সন্নাসবাড়ি, হাটুরিয়া, দ্বীপচাঁদপুর, পাহাড়পুর, চকশিমলা, হাটকালুপাড়া, নন্দোনালি, কচুয়া, উত্তর বিল, গুড়নই, মালিপুকুর, রাণীনগর উপজেলার কনৌজ, হরিশপুর আত্রাইকুলা কাশিমপুর দক্ষিণপাড়া, ঘোষগ্রাম, মালঞ্চি, নান্দাইবাড়ি গ্রামসহ প্রায় অর্ধশতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে এখন মানবেতর জীবন যাপন করছে।

আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার বলেন, এবারের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফায় বন্যায় উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে আমার ইউনিয়নটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দি হাজার হাজার মানুষ। তারা এখন মানবেতর জীবন যাপন করছে। বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং ত্রাণ তৎপরতা সচল রাখতে সকলের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।

আত্রাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করলেও রাণীনগর উপজেলাতে এখনোও সরকারিভাবে কোনো সহায়তা প্রদান করা হচ্ছে না।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ বন্যার্ত কোনো মানুষ যেন অনাহারে বা অর্ধাহারে না থাকে। সে নির্দেশনা অনুযায়ী আমরা বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করছি। প্রয়োজনের আরো সহযোগিতা করা হবে। সেই সাথে স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আত্রাই উপজেলার বন্যার্ত বানভাসী মানুষের মাঝে যে পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন অসহায় বানভাসী মানুষেরা।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খাঁন বলেন, আরো কয়েকদিন নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে যেভাবে নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে নওগাঁর বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সুজন চক্রবর্তী, আসাম প্রতিনিধিঃ পুজোর মাঝে জমিদার বাড়ির দুর্গামন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দিরের তালা ভেঙে দেবদেবীর গায়ে থাকা ২৫ লক্ষ টাকার

বড়লেখায় মাদরাসার বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

বড়লেখায় মাদরাসার বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

মো. সামছুল ইসলাম,(জুড়ী): মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর আইডিয়াল মাদরাসায় পল্লী বিদ্যুৎতের বড়লেখা জোনালে প্রথম নেট মিটার স্থাপন করা

লাখাইয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন জি কে গউছ

লাখাইয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন জি কে গউছ

লাখাই প্রতিনিধিঃ লাখাই উপজেলার স্বজনগ্রাম গুপ্তহাটি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, রাঢ়িশাল দাসপাড়া সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ বুল্লা মহামায়া যুব সংঘ সর্বজনীন পূজা

মেধা বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতা অতিব জরুরি : কয়েস লোদী

মেধা বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতা অতিব জরুরি : কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আনন্দঘন পরিবেশে থাকতেই শিশুরা স্বাচ্ছন্দ্য বোধ করে। শাসন, নিয়ন্ত্রণ,

যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র সচিবের ফলপ্রসূ বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র সচিবের ফলপ্রসূ বৈঠক

অনলাইন ডেস্ক বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি ফলপ্রসূ বৈঠক

স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টা একটি মহলের

স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টা একটি মহলের

সিলেট চেম্বার ও মোহামেডান স্পোটিং ক্লাবসহ বিভিন্ন কমিটিতে স্থান দিয়ে ফালাহ উদ্দিন আলী আহমদ ও তার ভাতিজা ফখর উস সালেহিন

সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাব গঠনতান্ত্রিকভাবে পুনর্গঠনের আহবান

সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাব গঠনতান্ত্রিকভাবে পুনর্গঠনের আহবান

বিভিন্ন সংবাদপত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেট এর কমিটি পুনর্গঠনের সংবাদ দেখে বিস্মিত হয়েছেন কমিটির একাধিক কর্মকর্তা। শনিবার এক বিবৃতিতে তারা

দক্ষিণ সুরমায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইমদাদ চৌধুরী

দক্ষিণ সুরমায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইমদাদ চৌধুরী

দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের শিববাড়ি মহামায়া পূজা মণ্ডপ পরিদর্শন করছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। শনিবার (১২