editor
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক ::
করোনা রোগী শনাক্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) পলিমার চেইন রিয়াকশন (পিসিআর) মেশিন চারদিন পর সচল হলো।
আজ দুপুরে হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন জানান, গতকাল সোমবার সন্ধ্যায় মেশিনটি পুনরায় চালু করে তাতে নমুনা পরীক্ষা শুরু হয়।
তিনি বলেন, ‘মেশিনটি সোমবার বিকেলে মেরামত সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় কয়েকটি নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর মেশিন পুরোদমে করোনা পরীক্ষা শুরু হয়েছে।’
মেশিনে কি ধরণের সমস্যা হয়েছিলো? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেশিনের পাওয়ার জেনারেশনে সমস্যা হয়েছিলো। সেখানে থাকা একটি সার্কিট নষ্ট হয়ে গিয়েছিলো। সেটিকে নতুন করে পুনঃস্থাপন করা হয়েছে। এখন মেশিনটি পুরোপুরি সচল রয়েছে।’
এর আগে গত শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে হাসপাতালটির পিসিআর ল্যাব বিকল হওয়ায় সিলেটে করোনাভাইরাস পরীক্ষা সাময়িক ব্যাহত হয়। এ কারণে মূলত বিপাকে পড়েন বিদেশগামী যাত্রীরা। সিলেটের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা আটকে যায়। অবশেষে গত শনিবার (৫ ডিসেম্বর) ঢাকা থেকে মেশিন মেরামতে আসেন টেকনিশিয়ানরা। তাদের চেষ্টায় সমস্যা সমাধান করে পুনরায় পরীক্ষা শুরু হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৯ এপ্রিল সিলেট বিভাগের চার জেলার ১১৬ টি নমুনা পরীক্ষার মধ্য দিয়ে সিলেটে যাত্রা শুরু করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) পলিমার চেইন রিয়াকশন (পিসিআর) মেশিন। সাত মাস পর গত শুক্রবার হঠাট কর বিকল হয়ে পড়ে মেশিনটি। করোনা পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় তলায় অণুজীববিজ্ঞান বিভাগের লাইব্রেরি কাম রিডিং রুমে পিসিআর (পলিমার চেইন রিয়াকশন) ল্যাব স্থাপন করা হয়।
সুনামগঞ্জ প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা পরিষদের সিএ শফিকুর রহমানের বিরুদ্ধে এক নীরিহ পরিবারের সাথে প্রতারণা করে প্রায় ২৫ লক্ষ টাকার আর্থিক
হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি।ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, জাতিধর্ম নির্বিশেষে গোটা মানবজাতির জন্য প্রয়োগ
দক্ষিণ সুরমার নাজির বাজারে এক নৈশ প্রহরীকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যাক্তি বিশ্বনাথ থানার মজনপুর গ্রামের মুহিব উল্লার
অনলাইন ডেস্ক:: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্কোয়াডে না রাখায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মঈন আলি। ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি
অনলাইন ডেস্ক:: ১৯৯৯ সালে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে সরকারি
ওভালে সিরিজের তৃতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর ঝড় তুলছিলেন স্বাগতিক ইংল্যান্ডের ওলি পোপ ও বেন ডাকেটরা। তবে এরপর সেই বোলারদের কাছে
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ দল ভুটানে দুটি প্রীতি ম্যাচ খেলছে। আজ (রোববার) সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে
ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে ভবন ধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। ভবন ধসের