editor

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

রুপার অলংকারে প্রতারিত গ্রাহক

রুপার অলংকারে প্রতারিত গ্রাহক

বিয়েশাদিতে রুপার অলংকারের চাহিদা বাড়ছে। তবে ইমিটেশন জুয়েলারি রুপার অলংকার নামে বিক্রি করে আসছিলেন একশ্রেণির ব্যবসায়ীরা। তাতে প্রতারিত হচ্ছেন গ্রাহকেরা।

বিশৃঙ্খল এই রুপার বাজারে লাগাম টানার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোনার মতো রুপার অলংকারেও হলমার্ক (মাননির্ণয়) বাধ্যতামূলক করেছে সংগঠনটি। সেই সঙ্গে ছয় মাস থেকে এক বছরের মধ্যে সনাতন পদ্ধতির রুপার অলংকার তৈরি ও বিক্রি নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছেন সমিতির নেতারা।

হলমার্ক বাধ্যতামূলক করার পাশাপাশি রুপার অলংকারের দামও বেঁধে দিয়েছে সমিতি। তাতে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার অলংকারের দাম পড়বে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার অলংকার কিনতে লাগবে যথাক্রমে ১ হাজার ৪৩৪ ও ১ হাজার ২২৪ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার অলংকার আগের মতোই ৯৩৩ টাকা ভরি।

রুপার অলংকারের বাজারে শৃঙ্খলা আনতে ১ সেপ্টেম্বর জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলামকে আহ্বায়ক করে ১১ সদস্যের কমিটি গঠন করে সংগঠনটির বর্তমান নেতৃত্ব। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সমিতি রুপার অলংকারেও হলমার্ক বাধ্যতামূলক করার পাশাপাশি দাম নির্ধারণ করেছে।

জানতে চাইলে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা প্রথম আলোকে বলেন, ‘রুপার অলংকার নিয়ে ক্রেতারা অনেক দিন ধরেই ঠকছিলেন। অনেক ক্ষেত্রে ইমিটেশন জুয়েলারি রুপার অলংকার বলে চালিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। তাই রুপার বাজারের মানোন্নয়নের উদ্যোগ নিয়েছি।’

এক যুগ আগেও সোনার অলংকার ভাঙালে শেষ পর্যন্ত কতটুকু বিশুদ্ধ সোনা পাওয়া যাবে, তা নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে সংশয় ছিল। ২০০৭ সালে হলমার্ক বাধ্যতামূলক করে জুয়েলার্স সমিতি।তখন থেকে অলংকারের গায়ে কতটুকু বিশুদ্ধ সোনা আছে, তা খোদাই করে লিখে দেয় বিক্রেতা। অলংকার কেনার রসিদেও বিষয়টি লেখা থাকে।

সাধারণত অলংকার প্রস্তুত করার পর দুই প্রতিষ্ঠান বাংলা গোল্ড ও ঢাকা গোল্ড আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তা পরীক্ষা করে বিশুদ্ধ সোনার পরিমাণ বের করে। ব্র্যান্ড ও স্বনামধন্য জুয়েলার্সগুলো সেটি মেনে চললেও মফস্বলের ছোট-মাঝারি প্রতিষ্ঠান হলমার্কের বিষয়টি মানেন না।

সমিতির নেতারা জানান, রুপার বাজারে বিশৃঙ্খলা গ্রামের তুলনায় শহরাঞ্চলে ভয়াবহ। তবে হলমার্কব্যবস্থা বাস্তবায়ন করা গেলে সেটি নিয়ন্ত্রণে চলে আসবে। রুপার পুরোনো অলংকার বিক্রির ক্ষেত্রে ৪০ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হবে। আর পুরোনো অলংকার বদলে নতুন অলংকার নিলে ২৫ শতাংশ বাদ দেওয়া হবে।

জানতে চাইলে সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, সোনার পাশাপাশি রুপার অলংকারেও হলমার্ক বাধ্যতামূলক করায় প্রতারণা বন্ধ হয়ে যাবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সুজন চক্রবর্তী, আসাম প্রতিনিধিঃ পুজোর মাঝে জমিদার বাড়ির দুর্গামন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দিরের তালা ভেঙে দেবদেবীর গায়ে থাকা ২৫ লক্ষ টাকার

বড়লেখায় মাদরাসার বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

বড়লেখায় মাদরাসার বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

মো. সামছুল ইসলাম,(জুড়ী): মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর আইডিয়াল মাদরাসায় পল্লী বিদ্যুৎতের বড়লেখা জোনালে প্রথম নেট মিটার স্থাপন করা

লাখাইয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন জি কে গউছ

লাখাইয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন জি কে গউছ

লাখাই প্রতিনিধিঃ লাখাই উপজেলার স্বজনগ্রাম গুপ্তহাটি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, রাঢ়িশাল দাসপাড়া সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ বুল্লা মহামায়া যুব সংঘ সর্বজনীন পূজা

মেধা বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতা অতিব জরুরি : কয়েস লোদী

মেধা বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতা অতিব জরুরি : কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আনন্দঘন পরিবেশে থাকতেই শিশুরা স্বাচ্ছন্দ্য বোধ করে। শাসন, নিয়ন্ত্রণ,

যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র সচিবের ফলপ্রসূ বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র সচিবের ফলপ্রসূ বৈঠক

অনলাইন ডেস্ক বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি ফলপ্রসূ বৈঠক

স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টা একটি মহলের

স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টা একটি মহলের

সিলেট চেম্বার ও মোহামেডান স্পোটিং ক্লাবসহ বিভিন্ন কমিটিতে স্থান দিয়ে ফালাহ উদ্দিন আলী আহমদ ও তার ভাতিজা ফখর উস সালেহিন

সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাব গঠনতান্ত্রিকভাবে পুনর্গঠনের আহবান

সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাব গঠনতান্ত্রিকভাবে পুনর্গঠনের আহবান

বিভিন্ন সংবাদপত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেট এর কমিটি পুনর্গঠনের সংবাদ দেখে বিস্মিত হয়েছেন কমিটির একাধিক কর্মকর্তা। শনিবার এক বিবৃতিতে তারা

দক্ষিণ সুরমায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইমদাদ চৌধুরী

দক্ষিণ সুরমায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইমদাদ চৌধুরী

দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের শিববাড়ি মহামায়া পূজা মণ্ডপ পরিদর্শন করছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। শনিবার (১২