admin
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া
ভাসানচরে আনন্দের ঢেউ
ভাসানচরে আনন্দের ঢেউ জেগেছে যেন। দেড় সহস্রাধিক রোহিঙ্গা এক মহোৎসবে মেতেছে সেখানে। অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল, রোহিঙ্গারা সেখানে যাবে তো! শেষ পর্যন্ত ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ১ হাজার ৬৪২ জনকে শুক্রবার ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে রওনা দেয় রোহিঙ্গাদের প্রথম দল, যাদের মধ্যে ছিল ৩৬৮ জন পুরুষ, ৪৬৪ জন নারী এবং ৮১০ জন শিশু। চট্টগ্রামে রাত্রিযাপনের পর শুক্রবার তাদের নিয়ে রওনা হয় সেনা ও নৌবাহিনীর জাহাজ। নতুন ঠিকানায় তাদের স্বাগত জানানো হয় আনুষ্ঠানিকভাবে। বর্ণিল ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছিল ভাসানচরের অস্থায়ী আবাসস্থল। সেখানে তৈরি হয় এক মহা আনন্দমুখর পরিবেশ। বসবাসের জন্য নতুন ঘর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ পেয়ে আনন্দে ফেটে পড়ে ভাসানচরে স্বেচ্ছায় আসা রোহিঙ্গারা। শিশুরা এক নতুন খোলামেলা পরিবেশ পেয়ে আনন্দে মাতোয়ারা হয়। ভাসানচরে রোহিঙ্গাদের জন্য যে আবাসস্থল তৈরি করা হয়েছে, তা আধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ। সব মিলিয়ে কক্সবাজারের চেয়ে ১৮টি উন্নত সুবিধা রয়েছে ভাসানচরে। পুনর্বাসিত রোহিঙ্গাদের কাছে এটা হয়ে উঠেছে যেন রূপকথার জগৎ।
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গাদের নতুন আবাসস্থলে পুনর্বাসন প্রক্রিয়া তো শুরু হল, প্রশ্ন হচ্ছে ভাসানচর কি হয়ে উঠবে তাদের জন্য স্থায়ী ঠিকানা? তারা কি স্বদেশে প্রত্যাবাসিত হতে পারবে না? রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তটিকে সাধুবাদ জানিয়েই বলতে হয়, পুনর্বাসন নয়, তাদের স্বদেশে প্রত্যাবাসনই হতে হবে মূল লক্ষ্য। প্রকৃতপক্ষে, কক্সবাজারে নানা ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার কারণেই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মানে এই নয় যে, তারা চিরকালই সেখানে থেকে যাবে। নিরাপত্তা বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন, মিয়ানমারকে অবশ্যই তার নাগরিকদের ফেরত নিতে হবে। বস্তুত, মিয়ানমার যেসব রোহিঙ্গাকে ফেরত নিতে আপত্তি নেই বলে নিশ্চিত করেছে, তাদের একটি তালিকা তৈরি করেই ভাসানচরে প্রাথমিক স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কথা হচ্ছে, মিয়ানমার কি সত্যি সত্যি তালিকাভুক্তদের ফেরত নেবে? মিয়ানমারের অতীত কার্যকলাপ বিশ্লেষণ করলে পাওয়া যায়, রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে রাষ্ট্রটির কোনো সদিচ্ছা নেই। নানা ধরনের টালবাহানা করে তারা মূল ইস্যু থেকে সরে গেছে ও যাচ্ছে। আমরা মনে করি, রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা যথেষ্ট নয়। এই চাপ আরও বাড়াতে হবে। এ ব্যাপারে জাতিসংঘ এবং শক্তিধর রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে। লক্ষ করার বিষয়, মিয়ানমার আন্তর্জাতিক আদালতের রায়ও উপেক্ষা করছে। এ অবস্থায় দেশটির ওপর কার্যকর চাপ প্রয়োগের কোনো বিকল্প নেই। আমাদের উচিত, একদিকে রোহিঙ্গাদের স্বচ্ছন্দ জীবন নিশ্চিত করা, অন্যদিকে তাদের স্বদেশে প্রত্যাবাসনের লক্ষ্যে জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়া।
সবুজ ক্যাম্পাস গড়তে উদ্যোগ নিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনে সমগ্র ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯ নং রাণীগাঁও ইউনিয়নে বিএনপি’র এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। শনিবার (১২ জুলাই) রাতে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয়
আশীষ দাশ গুপ্ত লাখাই:: মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে লাখাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
গণঅধিকার পরিষদ (জিওপি) সুনামগঞ্জ জেলার শাখার আওতাধীন ছাতক উপজেলার (আংশিক) কমিটি গঠিত হয়েছে। এক বছরের এই কমিটি অনুমোধন লাভ করেছে।
সিলেটে ছাত্রলীগের কুখ্যাত রিমন মিয়ার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠলেও, প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা
সিলেট নগরীর টিলাগড় এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কার্যালয়। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে এই
“পানি নাগবে পানি” একটি স্লোগান নয়, ছিল ছাত্রসমাজের আত্মদর্শনের প্রতীক। এটি ছিল এক শপথ। ন্যায্য অধিকার আর সম্মানের পক্ষে দাঁড়ানোর