editor

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

সিলেটে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

সিলেটে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

নিজস্ব প্রতিবেদক
শুরু হয়েছে ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন। যেখানে স্বাস্থ্যবিধি মানার শর্ত রেখেই বাংলাদেশ রেলওয়ে তাদের সকল ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু করে। তবে প্রথম দিনেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সিলেট রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় করতে দেখা গেছে। একইসাথে দেখা গেছে যাত্রীদের রেল ভ্রমণ করতে। গতকাল বুধবার সকালে সিলেট রেলওয়ে স্টেশনের গোটা পরিবেশটাই ছিলো এমনই। স্টেশনে প্রবেশের মুহূর্তে অধিকাংশ যাত্রীদের মুখে মাস্ক নেই। আবার যাদের আছে তাদের অনেকে মাস্ককে ফ্যাশন আইটেম বানিয়ে ঝুলিয়ে রেখেছেন থুতনির নিচে। অনুপস্থিত ছিলো সামাজিক দূরত্ব মেনে চলার লক্ষ্মণ।
যদিও রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, তারা বারবার যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছেন। এমনকি মাইকিং করছেন। তবে সরেজমিনে রেলওয়ে স্টেশন চত্বরে তেমন কোন তৎপরতা চোখে পড়েনি।
এদিকে সকাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেছে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস। এছাড়া চট্টগ্রামের পথে সিলেট থেকে যথা সময়ে ছেড়ে গেছে পাহাড়িকা এক্সপ্রেসও। এসকল ট্রেনের যাত্রীদের অধিকাংশ মানুষের মুখে মাস্ক নাই এবং স্বাস্থ্যবিধির যেসব নিয়মের কথা বলা হচ্ছে তার বেশিরভাগই তাদের মধ্যে অনুপস্থিত। আবার অনেককে দেখা গেছে মাস্ক থুঁতনির নিচে ঝুলিয়ে পান ও সিগারেট খেতে। এসময় কিছু লোককে মাস্ক না পরে অযথা প্লাটফর্মে ঘুরাঘুরিও করতে দেখা যায়।
এ সময় কথা হয় রাকিবুল হাসান নামের এক যাত্রীর সাথে। তিনি জানান, ‘আর কত মানবো। আগে তো মানছিলাম, কিন্তু এখন অনেক যাত্রীই আসছেন মাস্ক ছাড়া। এছাড়া মাস্কে দম আটকে আসে তাই খুলে রেখেছি’। এদিকে সচেতন যাত্রীদের অভিযোগ এভাবে চলতে থাকলে দেশে করোনা সংক্রমনের ঝুঁকি আরও বাড়তে থাকলে। এতে বিপদে পড়তে হবে সকলকেই।
চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের এক যাত্রী মুহিবুল ইসলাম বলেন, আমাদের স্বাস্থ্যবিধির যেসব কথা বলা হয়েছে তার বেশিরভাগই এখানে মানা হচ্ছে না। এতে ঝুঁকিতে রয়েছি আমরা সাধারণ মানুষজন। এখানে যারা ট্রেনের দায়িত্বে আছেন তারাও স্বাস্থ্যবিধি মানছেন না। আর আমরা যারা টিকিট কেটে রেল ভ্রমণ করছি তারাও ঘেঁষাঘেঁষি করে আছি। নিজেকে যতই নিরাপদে রাখতে চাই না কেন, বাইরে অধিকাংশ মানুষই এসব মানছেন না। আর তাদের কারণেই সকলকে বিপদে পড়তে হবে।’
এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ জায়গা থেকে যাত্রীদের সতেচন করার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছে। এমনকি আমরা মাইকিং করে বারবার স্বাস্থ্যবিধি মানার উপরে জোর দিচ্ছি এবং তা মেনে চলতে তাদের অনুরোধ করছি। স্টেশনের মাইকের পাশাপাশি ট্রেনের ভিতরের মাইকেও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে স্বাস্থ্যবিধি মানতে। এমনকি টিকিট কাউন্টারে থেকে টিকিট ক্রয়ের সময়েও তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।
তাও যাত্রীরা সচেতন না হয়ে, মাস্ক না পরে ট্রেনে চরছেন বা কাউন্টারে প্রবেশ করছেন কিভাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসকল যাত্রীদের মুখে বলা ছাড়াতো আমরা তাদের উপর বল প্রয়োগ করতে পারি না। আমরা তো আর এটা করতে পারি না যে, যারা টিকিট কিনে ট্রেন ভ্রমণ করছেন তাদের আমরা ফিরত পাঠাবো।
প্রসঙ্গত, রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সবধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে। করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হচ্ছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

যুবদল নেতা আজাদের পক্ষ থেকে ৮নং ওয়ার্ডে ইফতার বিতরণ

যুবদল নেতা আজাদের পক্ষ থেকে ৮নং ওয়ার্ডে ইফতার বিতরণ

সিলেটের সময় :: সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডে মদিনামার্কেট এলাকায় সুবিধা বঞ্চিত, অসহায় ও পথচারীদের মধ্যে ইফতার বিতরন করেন সিলেট

মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে: মিফতাহ সিদ্দিকী

মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে: মিফতাহ সিদ্দিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, দেশের সকল মতের ও পথের দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের

ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কয়েস লোদী

ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কয়েস লোদী

রাস্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের

মানুষ দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও অসৎ লোকদের ক্ষমতায় দেখতে চায় না: মুহাম্মদ ফখরুল ইসলাম

মানুষ দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও অসৎ লোকদের ক্ষমতায় দেখতে চায় না: মুহাম্মদ ফখরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর  মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, অতীতে যারাই ক্ষমতায় গিয়েছে তারা কেবল

রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করার আহবান

রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করার আহবান

সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সিলেট নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের

‘মুসলিম শাসকদের নেফাকি আচরণ মেনে নেয়া যায়না’

‘মুসলিম শাসকদের নেফাকি আচরণ মেনে নেয়া যায়না’

গাজায় ইসরায়েলের অব্যাহত নারকীয় হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, গাজার মুসলমানদের গনহত্যায় ইসরায়েলের পাশাপাশি মুসলিম শাসকরা দায়ী। এদের নেফাকি

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর গণহত্যা ও ভারতের মুসলিম নিপীড়নের প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে

নবগঠিত দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

নবগঠিত দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক