editor
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক
শুরু হয়েছে ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন। যেখানে স্বাস্থ্যবিধি মানার শর্ত রেখেই বাংলাদেশ রেলওয়ে তাদের সকল ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু করে। তবে প্রথম দিনেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সিলেট রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় করতে দেখা গেছে। একইসাথে দেখা গেছে যাত্রীদের রেল ভ্রমণ করতে। গতকাল বুধবার সকালে সিলেট রেলওয়ে স্টেশনের গোটা পরিবেশটাই ছিলো এমনই। স্টেশনে প্রবেশের মুহূর্তে অধিকাংশ যাত্রীদের মুখে মাস্ক নেই। আবার যাদের আছে তাদের অনেকে মাস্ককে ফ্যাশন আইটেম বানিয়ে ঝুলিয়ে রেখেছেন থুতনির নিচে। অনুপস্থিত ছিলো সামাজিক দূরত্ব মেনে চলার লক্ষ্মণ।
যদিও রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, তারা বারবার যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছেন। এমনকি মাইকিং করছেন। তবে সরেজমিনে রেলওয়ে স্টেশন চত্বরে তেমন কোন তৎপরতা চোখে পড়েনি।
এদিকে সকাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেছে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস। এছাড়া চট্টগ্রামের পথে সিলেট থেকে যথা সময়ে ছেড়ে গেছে পাহাড়িকা এক্সপ্রেসও। এসকল ট্রেনের যাত্রীদের অধিকাংশ মানুষের মুখে মাস্ক নাই এবং স্বাস্থ্যবিধির যেসব নিয়মের কথা বলা হচ্ছে তার বেশিরভাগই তাদের মধ্যে অনুপস্থিত। আবার অনেককে দেখা গেছে মাস্ক থুঁতনির নিচে ঝুলিয়ে পান ও সিগারেট খেতে। এসময় কিছু লোককে মাস্ক না পরে অযথা প্লাটফর্মে ঘুরাঘুরিও করতে দেখা যায়।
এ সময় কথা হয় রাকিবুল হাসান নামের এক যাত্রীর সাথে। তিনি জানান, ‘আর কত মানবো। আগে তো মানছিলাম, কিন্তু এখন অনেক যাত্রীই আসছেন মাস্ক ছাড়া। এছাড়া মাস্কে দম আটকে আসে তাই খুলে রেখেছি’। এদিকে সচেতন যাত্রীদের অভিযোগ এভাবে চলতে থাকলে দেশে করোনা সংক্রমনের ঝুঁকি আরও বাড়তে থাকলে। এতে বিপদে পড়তে হবে সকলকেই।
চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের এক যাত্রী মুহিবুল ইসলাম বলেন, আমাদের স্বাস্থ্যবিধির যেসব কথা বলা হয়েছে তার বেশিরভাগই এখানে মানা হচ্ছে না। এতে ঝুঁকিতে রয়েছি আমরা সাধারণ মানুষজন। এখানে যারা ট্রেনের দায়িত্বে আছেন তারাও স্বাস্থ্যবিধি মানছেন না। আর আমরা যারা টিকিট কেটে রেল ভ্রমণ করছি তারাও ঘেঁষাঘেঁষি করে আছি। নিজেকে যতই নিরাপদে রাখতে চাই না কেন, বাইরে অধিকাংশ মানুষই এসব মানছেন না। আর তাদের কারণেই সকলকে বিপদে পড়তে হবে।’
এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ জায়গা থেকে যাত্রীদের সতেচন করার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছে। এমনকি আমরা মাইকিং করে বারবার স্বাস্থ্যবিধি মানার উপরে জোর দিচ্ছি এবং তা মেনে চলতে তাদের অনুরোধ করছি। স্টেশনের মাইকের পাশাপাশি ট্রেনের ভিতরের মাইকেও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে স্বাস্থ্যবিধি মানতে। এমনকি টিকিট কাউন্টারে থেকে টিকিট ক্রয়ের সময়েও তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।
তাও যাত্রীরা সচেতন না হয়ে, মাস্ক না পরে ট্রেনে চরছেন বা কাউন্টারে প্রবেশ করছেন কিভাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসকল যাত্রীদের মুখে বলা ছাড়াতো আমরা তাদের উপর বল প্রয়োগ করতে পারি না। আমরা তো আর এটা করতে পারি না যে, যারা টিকিট কিনে ট্রেন ভ্রমণ করছেন তাদের আমরা ফিরত পাঠাবো।
প্রসঙ্গত, রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সবধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে। করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হচ্ছে।
সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত সিলেট নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে ‘সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত’ উল্লেখ করে বিএনপির
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ২৩১.৫ বস্তা চিনি সহ একজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপি’র সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেন, আবহমান কাল থেকে
শ্রীহট্ট সংস্কৃত কলেজ সিলেটে আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় সার্বজনীন শারদীয় দুর্গা পুজার মহা সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজা, অঞ্জলি
অনলাইন ডেস্ক ‘রিসেট বাটন’ চাপার বিষয়টি অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নতুনভাবে শুরুর কথা বুঝিয়েছেন, ইতিহাস মুছে
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী
অনলাইন ডেস্ক আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শুরু হয়েছে টানা চার দিনের ছুটি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত ছুটি
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শ্রমিকলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব-৯। বৃহস্পতিবার রাতে নগরীর