editor

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১

সবাই মাস্ক পরুন, বেশি মানুষের সঙ্গে মিশবেন না’

সবাই মাস্ক পরুন, বেশি মানুষের সঙ্গে মিশবেন না’

অনলাইন ডেস্ক

আমরা ভ্যাকসিন দেয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটি বিশ্বাস জেগে গেছে। যার জন্য সকলেই ভাবছিল কিছু হয়তো হবে না। আমি বারবার বলেছিলাম ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে। স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি।সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিয়েশাদির যেগুলো তারিখ হয়েছে তা একটু ঘরোয়াভাবে করা। বেশি লোকের সাথে না মেশা। বাইরে দোকানপাটে গেলেও খুব অল্পসময়ের মধ্যে কাজ শেষ করে ঘরে ফিরে আসতে হবে। জনসমাগমটা যাতে না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, আমরা অফিস-আদালতে বলে দিয়েছি সীমিত লোক নিয়ে কাজ করতে হবে।বেশি যেন মেশামিশি না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। অনেকেই সিমটম্প ছাড়াই করোনায় আক্রান্ত থাকতে পারেন। তার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যার সঙ্গে কথা বলছেন তা মিশছেন তার কিন্তু হয়ে যাচ্ছে। এটাও মাথায় রাখতে হবে।নতুন করে করোনার প্রাদুর্ভাব হওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস আমরা মোটামুটি নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম। সবার মনে হচ্ছিল সবকিছু যেন ঠিক হয়ে গেছে। আমরা একেবারে কমিয়েও এনেছিলাম। সবকিছু নিয়ন্ত্রণেও এনেছিলাম। অর্থনৈতিক কাজগুলোও চলছিল। কিন্তু আবার সারাবিশ্বব্যাপী এই করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এবারের করোনাভাইরাসটি হঠাৎ করে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমনটি বাংলাদেশেও। আমাদের ২৯, ৩০ এবং ৩১শে মার্চ- এমন দ্রুত বেড়ে গেছে যেটা চিন্তাও করা যায় না।মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বন্ধ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এই স্বাস্থ্যবিধি মানাটা কিন্তু বন্ধ হয়েছে। আমরা হিসাব করে দেখেছি যতগুলো বড় বড় বিয়ের অনুষ্ঠান, যারা এই বিয়েবাড়িতে গেছে ফিরে এসে তাদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যারা কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় বেড়াতে চলে গেছেন, সেখান থেকে যারা এসেছে তাদের বেশি করে ধরেছে। এই দাওয়াত, খাওয়া-টাওয়া, দোকান-পাটে ঘোরাঘুরি যেন অতিরিক্ত বেড়ে গিয়েছিল।করোনা মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, প্রথমে করোনাভাইরাস দেখা দেয়ার পর যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেছিলাম। আমাদের সেইভাবে আবার নিয়ন্ত্রণ করতে হবে। ইতোমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি। ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি নিয়ন্ত্রণে আনতে। সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। করোনাভাইরাস সম্পর্কে সচেতন থাকলে এভাবে আমাদের মানুষগুলোকে হারাতে হতো না।সবাইকে মাস্ক পরার অনুরোধ করে শেখ হাসিনা বলেন, আমি সবাইকে অনুরোধ করব মাস্ক পরে থাকবেন। কারণ করোনাভাইরাস নাক থেকে গিয়ে সাইনাসে আক্রমণ করে। সেই ক্ষেত্রে সবাইকে মাস্ক পরে থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে নাকে ভাপ নেয়া। ভাপ নেয়াটা খুবই কাজে লাগে। যখনই কেউ একটু বেশি মানুষের সাথে মিশবেন- বা দোকানপাট অফিসে যাবেন। ঘরে ফিরে একটু যদি গরম পানির ভাপ নেন। এটা খুব কঠিন কাজ নয়। যেকোনো একটি পাত্রে ভাপ তোলা গরম পানি। যেটাতে ভাপ আসে- ওই গরম পানির ওপর মুখটা রেখে- দরকার হলে একটি কাপড় দিয়ে মাথাটা ঢেকে গরম পানির ভাপটা নিঃশ্বাসে নিলে পরে নাকের ভেতরে সাইনাস পর্যন্ত চলে যায়।সংসদে বক্তব্য দেয়ার সময় নিজের মাস্ক না থাকার কারণ ব্যাখ্যা দিয়ে সংসদ নেতা বলেন, আমার মাস্ক আছে মাননীয় স্পিকার। বক্তৃতা দেয়ার জন্য খুলে রেখেছি। তাছাড়া আমার আশপাশে এখন কেউ নেই। আমি এটা পরি। আবার কেউ যেন মনে না করেন আমি মাস্ক না পরেই (মাস্ক পরার কথা) বলছি। মাস্ক কিন্তু আমার সঙ্গেই আছে। পরেই বলি। মাস্ক পরে কথা বলতে গেলে কথা একটু পরিষ্কার হয় না।নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, আমার আগে সবসময় সাইনাসে ভুগতাম করে এই ভাপ নেয়াটা আমার একটা অভ্যাস ছিল। ভাপটা নিয়ে ফলে জার্মটা নাকের যেখানে থাকার সম্ভাবনা আছে সেখানে পৌঁছাবে। সেটাকে শেষ করে দেবে বা দুর্বল করে দেবে। আরেকটা কাজ আমি নিজে করি। তাহলো কোথাও বের হওয়ার আগে নাকে একটু সরিষার তেল দেয়া বা যেকোনো তেল দেয়া। এটাও করতে পারেন। এটা অনেকে গ্রাম্য ব্যাপার মনে করতে পারেন। কিন্তু আমার মনে আছে ছোটবেলায় যখন গোসল করতে যেতাম দাদি নাকে, কানে, নাভিতে সরিষার তেল দিয়ে দিতেন। নাকে পানি ঢুকবে না এ জন্যই। আমি মনে করি করোনাকালে এটাও একটা ভালো কাজ। করোনা ভাইরাস আসার পর আমি নিয়মিত এটা করছি।

অনলাইন ডেস্ক (রিপা-১6)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র রুখে দিতে হবে : আবুল কাহের চৌধুরী শামীম

জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র রুখে দিতে হবে : আবুল কাহের চৌধুরী শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র শেষ

দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, শুরু হয়েছে, সবাইকে সজাগ থাকতে হবে

দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, শুরু হয়েছে, সবাইকে সজাগ থাকতে হবে

দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে, জোরেশোরে শুর হয়েছে’ উল্লেখ করে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের

আমার দেশ সিলেট ব্যুরো প্রধানের মেয়ে মৌমি এসএসসিতে জিপিএ -৫ পেয়েছে

আমার দেশ সিলেট ব্যুরো প্রধানের মেয়ে মৌমি এসএসসিতে জিপিএ -৫ পেয়েছে

সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ শাহী ঈদগাহ ক্যাম্পাস থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারতে  সিলেটের সাংবাদিক নেতারা

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারতে  সিলেটের সাংবাদিক নেতারা

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশর গুলিতে নিহত শহীদ সাংবাদিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য,  দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক  এটিএম

শাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ সিলেটের প্রথম শহীদ রুদ্র সেনের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ

শাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ সিলেটের প্রথম শহীদ রুদ্র সেনের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ

আজ ১৮ জুলাই, ২০২৫ তারিখ, শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ ‘জুলাই গণঅভ্যুত্থানে’ সিলেটের প্রথম শহীদ রুদ্র সেনের প্রথম

বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে জন উন্নয়নে কাজ করে যাচ্ছে : খন্দকার মুক্তাদির

বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে জন উন্নয়নে কাজ করে যাচ্ছে : খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের জন উন্নয়নে কাজ করে

টাকার জোরে এখনোও এলাকায় ঠিকে আছে আওয়ামী লীগের পাথর তমিজ

টাকার জোরে এখনোও এলাকায় ঠিকে আছে আওয়ামী লীগের পাথর তমিজ

নিজস্ব প্রতিবেদক তমিজ উদ্দিন চেয়ারম্যানকে চেনেন না সিলেটের ব্যবসায়ী মহলে এ রকম ব্যবসায়ীর সংখ্যা কম। আদতে তিনি ব্যবসায়ী নন। আওয়ামী

সিলেটের ডিসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, কারণ দর্শানোর নোটিশ

সিলেটের ডিসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, কারণ দর্শানোর নোটিশ

ডেস্ক রিপোর্ট সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদসহ প্রশাসনের ৬ কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার বাদী সিলেট