fbpx

dailysylheter somoy

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২১

ভারত টিকা রপ্তানি বন্ধের পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া এখন চীনের দিকে ঝুঁকছে

ভারত টিকা রপ্তানি বন্ধের পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া এখন চীনের দিকে ঝুঁকছে

অনলাইন ডেস্ক
নিজ দেশে গুরুতর সংকটের কারণে ভারত ভ্যাকসিন রপ্তানিতে স্থগিতাদেশ দেয়ার পর বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো এখন করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য চীনের দিকে ঝুঁকছে। বিশ্লেষকরা বলছেন, এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরীয় অঞ্চল যেখানে বেইজিং তার প্রভাব বিস্তার করছে সেখানে বেইজিংয়ের প্রভাব আরো বাড়িয়ে তুলবে।

চীন তার সিনোফার্ম গ্রুপ কোম্পানির তৈরি করা ভ্যাকসিনের ১১ লক্ষ ডোজ শ্রীলঙ্কাকে দিয়েছে। বাংলাদেশ এ মাসে চীন থেকে অনুদানের প্রথম ৫ লক্ষ ভ্যাকসিন পেয়েছে এবং নেপালকে অতিরিক্ত আরও ১০ লক্ষ ডোজ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। চীন থেকে আসা ভ্যাকসিন এই দেশগুলোকে পুনরায় টিকাদান কর্মসূচী শুরু করতে সহায়তা করছে, ভারত থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল। চীনা ভ্যাকসিন এমন এক জটিল সময়ে আসে যখন – তীব্র সংক্রমণের মাত্রা এই আশঙ্কা জাগিয়ে তুলছে যে, ভারত করোনার যেই দ্বিতীয় ঢেউ এর বিরুদ্ধে লড়াই করছে তার প্রভাব প্রতিবেশী দেশগুলোতেও পড়তে পারে।  এমনটাই বলা হয়েছে।

ভ্যাকসিন রপ্তানিতে ভারতের স্থগিতাদেশ বেইজিংয়ের পক্ষে নিশ্চিতভাবেই একটি কৌশলগত সুযোগ বলে মন্তব্য করে উইলসন সেন্টারে কর্মরত দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, ‘চীন যখন তার ভাবমূর্তি নিয়ে সংকটে ভুগছিল সেই সময় সে অবশ্যই তার ভ্যাকসিন কূটনীতিকে ভাবমূর্তি বিনির্মাণের কৌশল হিসেবে কাজে লাগাবে।‘

অনেক দেশের মতোই, চীনা ভ্যাকসিন সম্পর্কে শ্রীলঙ্কা ও বাংলাদেশ কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সিনোফার্মকে গত মাসে দেয়া জরুরি অনুমোদনের ফলে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। এই দেশগুলো প্রাথমিকভাবে ভারতের উপর নির্ভর করেছিল। ভারত এ বছরের শুরুতে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল সহ বেশ কয়েকটি দেশকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিয়েছিল।

তারা বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কাছে বাণিজ্যিকভাবেও অর্ডার করেছিল, কিন্তু সেগুলোর বেশিরভাগ এখনও ভারতের নিজেরই অত্যধিক প্রয়োজনের কারণে পূরণ হয়নি।

গত মাসে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের সাথে এক ভিডিও কনফারেন্সে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই অঞ্চলের জন্য ভ্যাকসিনের জরুরি সংরক্ষণের ব্যবস্থা করার প্রস্তাব করেন। বিশ্লেষকরা বলছেন যে চীন যেহেতু এক্ষেত্রে ভারতের শূন্যস্থান পূরণ করতে এগিয়ে চলেছে তাই বেইজিংয়ের “ভ্যাকসিন কূটনীতি” কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরীয় অঞ্চলে তাকে লাভবান করতে পারে, যেখানে সে তার ‘বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভ’ কে এগিয়ে নিয়ে চলেছে যার লক্ষ্য বহু দেশ জুড়ে অবকাঠামোগত প্রকল্প নির্মাণ করা।

ভারতকে সতর্ক করে নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) এর গবেষক হর্ষ পান্ত বলেন, ‘এই সঙ্কট অদূর ভবিষ্যতেও আমাদের সাথেই থাকবে। তাই এই বিষয়টি নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে ভারত যদি সবকিছু ভারসাম্যে আসার পর কয়েক মাসে কিছু করতে সক্ষম না হয় তবে এই দেশগুলোর বেশিরভাগের জন্য চীন খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে’।

শ্রীলঙ্কায়, বেইজিং ইতিমধ্যে বন্দর, সড়ক ও রেলপথ সহ বেশ কয়েকটি কৌশলগত অবকাঠামো প্রকল্প তৈরি করেছে এবং এখন পুনরুদ্ধারকৃত জমিতে কলম্বোর উপকূলে এক চমকপ্রদ নতুন বন্দর নগরী তৈরি করছে জানিয়ে শ্রীলঙ্কার বিশ্লেষক আসাংগা আবেয়াগুনাসেকারা বলছিলেন, ‘এখন চীনা ভ্যাকসিন শ্রীলঙ্কায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে।‘

কিছু বিশ্লেষক বলছেন যে, চীনের ‘ভ্যাকসিন কূটনীতি’ শুধু এখানেই শেষ নাও হতে পারে। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সম্প্রতি ঢাকায় বলেছেন যে কোয়াড (অনানুষ্ঠানিক কৌশলগত জোট যাকে বেইজিং চীন বিরোধী হিসেবে বিবেচনা করে; এতে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া রয়েছে) এ যোগ দেয়ার যে কোন পদক্ষেপ চীনের সাথে দেশটির সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।

এরই মধ্যে বাংলাদেশ পশ্চিমা দেশগুলোর কাছেও সাহায্যের জন্য আহ্বান জানিয়েছে যেহেতু এটি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়া চালিয়ে গেছে – কিন্তু দশ লক্ষেরও বেশি নাগরিক দ্বিতীয় ডোজ পাননি। ভ্যাকসিন পরিস্থিতিকে ‘সংকট’ আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সম্প্রতি বলেছেন যে যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, চীন এবং বৃটেনের মতো দেশগুলো থেকে ভ্যাকসিন পেতে বাংলাদেশ এখন ‘মরিয়া’।

বিশ্লেষকরা বলছেন যে, ৮ কোটি ডোজ ভ্যাকসিনের অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেয়া যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলের ওই দেশগুলোকে সাহায্য করা যারা বিপদে পড়েছে।

পান্ত’র মতে, ‘চীনারা এই মুহুর্তে ওই দেশগুলোকে সহায়তা করতে সক্ষম হয়েছে। বিশ্ব ইতিহাসের এক জটিল পরিস্থিতিতে ঘটে যাওয়া এই ঘটনা দীর্ঘদিন তাদের স্মৃতিতে থাকবে। সুতরাং যুক্তরাষ্ট্র এই কয়েকটি বিষয়ে প্রতিক্রিয়া জানালে ভাল করবে। অবশ্যই, প্রশ্নটি হল তারা কতোদূর এবং কতো দ্রুত যেতে ইচ্ছুক। তবে এটি সম্ভবত দক্ষিণ এশিয়ার, ইন্দো প্যাসিফিক অঞ্চলের এই ছোট দেশগুলোর বৈদেশিক নীতি প্রনয়ণে ভূমিকা পালন করবে।‘

ভারত, রপ্তানি বন্ধের আগে প্রায় সাড়ে ছয় কোটি ডোজ ভ্যাকসিন রপ্তানি করেছিল। দেশটি আশা করছে যে, অন্য দেশগুলোয় ভ্যাকসিন সরবরাহ পুনরায় চালু করার জন্য পর্যাপ্ত ক্ষমতা তারা বাড়িয়ে তুলবে। তবে এ বছরের শেষ অবধি এটা আর নাও হতে পারে।

“নয়াদিল্লি এক্ষেত্রে নিজেকে আরও নতুনভাবে যুক্ত করার সুযোগ পেয়েছে। ভারত ভ্যাকসিন তৈরির দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ, তাই চীনের তুলনায় স্বাভাবিকভাবেই তার তুলনামূলক বেশি সুবিধা রয়েছে, ”কুগেলম্যান মন্তব্য করেন। তার মতে, ‘চীন তার ভ্যাকসিন কূটনীতিকে এমন এক সময়ে তার ভাবমূর্তি বিনির্মাণে ব্যবহার করছে যখন দেশটি তার সম্প্রসারণবাদী নীতি এবং করোনাভাইরাসের উদ্ভব কোথায়, কিভাবে হয়েছিল তা নিয়ে প্রশ্নের সম্মুখীন’।

চীন বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা জুড়ে অনেক দেশ তাদের টিকাদানে বেইজিং এর ভ্যাকসিন ব্যবহার করছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শ্রমিক নিহত

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শ্রমিক নিহত

সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ফের ভারতের জম্মু ও কাশ্মীর রক্তাক্ত। জঙ্গিদের গুলিতে প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের। জানা

ঢাকায় চীনা ভিসা সেন্টার উদ্বোধন

ঢাকায় চীনা ভিসা সেন্টার উদ্বোধন

আরো সহজে ভিসা দিতে বাংলাদেশে চীনা ভিসা সেন্টার চালু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর বনানীর প্রাসাদ সেন্টারে এই ভিসা সেন্টার

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

দুগ্ধ ও পোল্ট্রি খামারীদের উৎসাহিত করতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (এপ্রিল ১৮) রাজধানীর

<span style='color:#077D05;font-size:19px;'>সিলেট প্রেসক্লাবের নির্বাচন আজ</span> <br/> গরগরম মিডিয়া পাড়া, ১১ পদে ২৩ প্রার্থী

সিলেট প্রেসক্লাবের নির্বাচন আজ
গরগরম মিডিয়া পাড়া, ১১ পদে ২৩ প্রার্থী

সিলেট প্রেসক্লাবের ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ঘিরে চলছে শেষ মূহুর্তের প্রচার প্রচারণা। দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী পরিবেশ ততই

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব ভারতের সোনার বাজারে

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব ভারতের সোনার বাজারে

ভারতে হু হু করে বাড়ছে সোনার দাম। এখন ২৪ ক্যারেট মানের ১০ গ্রাম স্বর্ণের দাম পণ্য ও পরিষেবা কর (জিএসটি)

সাইলেন্স ২-তে মুগ্ধতা ছড়াল মনোজের অভিনয়

সাইলেন্স ২-তে মুগ্ধতা ছড়াল মনোজের অভিনয়

একটা খুনের রহস্য তখনই ঘনীভূত হয়, যখন তার মধ্যে একের পর এক জটিলতা এবং চমকের পরত থাকে। অনেকটা পেঁয়াজের খোসার

যুক্তরাষ্ট্রের ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

কদিন আগেও ছিলেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে। তার নেতৃত্বেই যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। এর আগে অবশ্য ছিলেন

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ থেকে ২৯ এপ্রিল ব্যাংকক সফর করবেন। প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের