fbpx

Daily Sylheter Somoy

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১

বিমানবন্দরে হয়রানি, দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

বিমানবন্দরে হয়রানি, দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক জামিলা চৌধুরীকে হয়রানির অভিযোগে দুই কর্মকতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এর মধ্যে একজনকে সাময়িক বরখাস্ত ও আরেকজনকে প্রত্যাহার করে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (৩১ জুলাই) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক চৌধুরী ওমর হায়াত এ তথ্য জানিয়েছেন। তবে শাস্তির আওতায় আনা দুই কর্মকতার নাম প্রকাশ করেননি তিনি।

চৌধুরী ওমর হায়াত বলেন, গত বুধবার (২৮ জুলাই) ওই নারীর সঙ্গে সৃষ্ট ঘটনার জন্য শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় তার বাসায় গিয়ে বলেছি, আগামী ৪ আগস্ট যে ফ্লাইট আছে, সেই ফ্লাইটে যেতে তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এছাড়া ঘটনাটি খতিয়ে দেখতে বিমান বাংলাদেশ এয়ারলইন্স কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামীকাল রোববার (১ আগস্ট) তদন্ত করতে আসবেন বিমানের জিএম পদবির এক কর্মকর্তা।

জানা গেছে, গত বুধবার বাংলাদেশ বিমানের (বিজি-২০১) সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল জামিলা চৌধুরীর। ফ্লাইট ধরতে তিনি ওইদিন দুপুর সোয়া ১টায় বিমানবন্দরে হাজির হন। চেকইনের সময় তিনটি লাগেজে তার মালামাল ৮৪ কেজি ওজন হয়। নির্ধারিত ওজনের চেয়ে ৪৪ কেজি বাড়তি হওয়ায় ফি আসে ১ লাখ ১৪ হাজার ৮৮৪ টাকা।

এ নিয়ে বিমান কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় জামিলার। তারা তাকে অপমান করেছেন- নিজের ফেসবুক লাইভে এমন দাবি করেন জামিলা। উদ্ভূত পরিস্থিতিতে ৩ ঘণ্টা আগে বিমানবন্দর পৌঁছানোর পরও কর্মকর্তাদের অসহযোগিতার কারণে তাকে রেখেই প্লেন ছেড়ে চলে যায়।

ফেসবুক লাইভে জামিলা চৌধুরী জানান, নিজের বাবার অসুস্থতার খবর পেয়ে দেশে এসেছিলেন তিনি। ফেরার পথে চেকইনকালে ৩টি লাগেজে নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত মালামাল হয়ে যায়। এজন্য তার কাছে ২৬ হাজার টাকা দাবির অভিযোগ করেন ওই কর্তব্যরত কর্মকর্তার বিরুদ্ধে। টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় তার লাগেজ ছেড়ে দেওয়া হয়নি। এমনকি তাকে অপমান করে বলা হয়, ‘তুমি একটা পাগল মেয়ে’।

ওই লাইভে নিজের ভোগান্তির কথা জানিয়ে জামিলা চৌধুরী জানান, চেকিংয়ের নামে বিমান বাংলাদেশ কর্মকর্তারা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। ২৬ হাজার টাকা না দেওয়াতে তারা তাকে এমন হয়রানি করে ফ্লাইট মিস করান। তারা তার ইমোশনকে নিয়ে খেলা করছেন। যখন তিনি বলেছেন, ‘আমি ডিপ্রেশনের ট্যাবলেট খাই’, তখন বলা হয়েছে, ‘তুমি তো একটা পাগল মেয়ে’। মিথ্যে অপবাদ দিয়ে পাসপোর্ট ছুড়ে ফেলা হয় এবং ফ্লাইটের ডেট লাইন সম্পর্কেও কেউ তাকে অবহিত করেনি।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যে সন্তানদের রেখে আমার অসুস্থ বাবাকে দেখতে আসি। মা-বাবা চলে গেলে এই বাংলার মাটিতে আসবো না। আমাকে তারা লাঞ্ছিত করেছেন। আমি এতো লাঞ্ছিত হয়েছি, শুধু জায়নামাজে বসে আল্লাহকে বলেছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন নির্ধারিত সময়ে বাংলাদেশ বিমানের কাউন্টারে পৌঁছালেও দায়িত্বরত কর্মকর্তা জামিলা চৌধুরীর কাছে লোকেটর ফরম চান। তখন নিজ মোবাইলে লোকেটর ফরমটি দেখালে প্রিন্ট কপি চান এক কর্মকর্তা। বারকোডযুক্ত লোকেটর ফরমে প্রিন্ট কপি বাধ্যতামূলক হতে পারে না- এ নিয়ে বাকবিতণ্ডা হয় দুইপক্ষের। জামিলা জানান, এখন সবকিছুই ডিজিটালি চলছে। কিন্তু বিমানের ওই কর্মকর্তা তা মানেননি। কিছুক্ষণ বাকবিতণ্ডার পর লোকেটর ফরম প্রিন্ট করার জন্য যান জামিলা। কিন্তু সেখানে দীর্ঘ লাইন থাকায় তা প্রিন্ট করাতে পারেননি তিনি। এখানে দুই দফায় বেশ খানিকটা সময় চলে যায় তার।

এরপর তার লাগেজে অতিরিক্ত মালামালের জন্য কর্মকর্তা ‘অনৈতিকভাবে’ টাকা দাবির অভিযোগ করেন জামিলা চৌধুরী। তিনি অপারগতা জানালে অতিরিক্ত ওজনের লাগেজ ফিরিয়ে দিয়ে শুধুমাত্র একটি লাগেজ নিয়ে বোর্ডিং পাস দেওয়ার জন্য আকুতি জানান। ততক্ষণে কাউন্টার বন্ধ করে কর্মকর্তারা চলে যান। উপস্থিত অন্যান্য কর্মকর্তাদেরও অনুরোধ জানালে কেউ তার সাহায্যে এগিয়ে আসেননি। এরপর নিজের মোবাইল ফোনে ভিডিওচিত্র ধারণ করেন তিনি। ওই সময় বিমানের কর্মকর্তারা এবং এভিয়েশনের সিকিউরিটি ইনচার্জ কেউই তাকে বাধা দেননি।

এ বিষয়ে বিমানের ব্যবস্থাপক চৌধুরী ওমর হায়াত বলেন, করোনার জন্য লোকেটরের হার্ডকপি যাত্রীদের কাছ থেকে নেওয়া হয়। কারণ মোবাইল ফোন অনেক সময় মিসিং হয়ে গেলে যাত্রীকেই বিপত্তিতে পড়তে হবে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/৩১/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জে নাগরিক প্রত্যাশা’ নিয়ে মেয়র-কে স্মারকলিপি হস্তান্তর করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সদস্যগণ

সুনামগঞ্জে নাগরিক প্রত্যাশা’ নিয়ে মেয়র-কে স্মারকলিপি হস্তান্তর করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সদস্যগণ

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সমাধান ও পৌর শহরের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ)-এর

সিলেটের শেখঘাট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের শেখঘাট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট মহানগরের শেখঘাট এলাকা থেকে লক্ষণ সূত্রধর (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা

বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) ১৬ রামাদান সিলেট নগরীর একটি অভিজাত

<span style='color:#077D05;font-size:19px;'>কাটাখালের পাড় ও খুলিয়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে মতবিনিময় সভা</span> <br/> রাস্তাঘাটের উন্নয়ন আমার প্রথম পরিকল্পনা: শাহিদুর রহমান চৌধুরী জাবেদ

কাটাখালের পাড় ও খুলিয়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে মতবিনিময় সভা
রাস্তাঘাটের উন্নয়ন আমার প্রথম পরিকল্পনা: শাহিদুর রহমান চৌধুরী জাবেদ

সিলেটের গোলাপগঞ্জে আসন্ন ৮মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেছেন, আমি

শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ৩

শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ৩

সিলেটের শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন গুরুত্ব আহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ)

অবৈধভাবে ভারতে প্রবেশের পূর্বে বাংলাদেশি ও নেপালের নাগরিক গ্রেফতার  

অবৈধভাবে ভারতে প্রবেশের পূর্বে বাংলাদেশি ও নেপালের নাগরিক গ্রেফতার  

সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: উত্তরবঙ্গের খড়িবাড়ির ভারত নেপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের আগে এসএসবি’র হাতে গ্রেফতার হল

আসামের ধুবড়িতে কুপিয়ে স্ত্রীকে হত্যা স্বামীর

আসামের ধুবড়িতে কুপিয়ে স্ত্রীকে হত্যা স্বামীর

সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: রমজান মাসে নৃশংস হত্যাকান্ড। স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত‍্যা করে স্বামী। নৃশংস ঘটনাটি সংগঠিত

ফেঞ্চুগঞ্জের তজমুল আলী চত্বরে এমপি হাবিবের পক্ষে ইফতার বিতরণ

ফেঞ্চুগঞ্জের তজমুল আলী চত্বরে এমপি হাবিবের পক্ষে ইফতার বিতরণ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও পথচারীদের মধ্যে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির ১৬তম দিনে তাঁর