editor
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীর রেজিষ্ট্রারী মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি শাহজাহান আহমদ লিটন।
জাগপার সিলেট মহানগর সহ সভাপতি পিয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজান আহমদ সাজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাগপার মহানগরের সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুব জাগপা নেতা আব্দুল্লাহ আল মামুন, আজিজুর রহমান, আলী আহমদ, সাগর, রিপন, শ্যামল আহমদ, কাউছার, সাহেল, সুমন আহমদ, মিজানুর রহমান প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি শাহজাহান আহমদ লিটন ৭ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো: জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী জোড়ালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। পিলখানা, শাপলা, মোদিবিরোধী আন্দোলন, জুলাইসহ সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে আনতে হবে এবং বাতিল করতে হবে। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মতোই তাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। উপরোক্ত দাবিগুলো মেনে নেওয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি জোর দাবী জানান জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
ধর্ম মন্ত্রণালয় (সিলেট-সুনামগঞ্জ-ব্রাহ্মণবাড়ীয়া) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু বলেছেন, শারদীয় দুর্গাপূজা আমাদের জাতীয় সংস্কৃতির অংশ। এটি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর জৈনপুর শ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবাপীঠের কুমারী
সিলেটে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট প্রদানসহ ৬ দফা দাবীতে সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বরাবরে স্মারকলিপি প্রদান করা
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি
মাধবপুর প্রতিনিধি :: মাধবপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেনের স্ব-উদ্যোগে একদিনব্যাপী ল্যাপটপ ও আইসিটি কর্মশালার আয়োজন করা হয়েছে।
মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে ১৬ বছর বয়সী আংশিক প্রতিবন্ধী কিশোরী তাসিয়াকে ধর্ষণের অভিযোগে তার চাচা মোঃ কদ্দুছ মিয়ার বিরুদ্ধে মামলা
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, দৈনিক সচিত্র সিলেটের সম্পাদক ও প্রকাশক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সাংবাদিক আবুল মোহাম্মদ ছিলেন
সিলেটে অসহায় মানুষের জন্য নির্মিত হবে মানবিক হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র: সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকর। সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ