নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ২৬ জন সুস্থ হয়েছে। সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭১ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৯৯২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪০৫ জন, হবিগঞ্জে ১৫৫৯ জন এবং মৌলভীবাজারের ১৭১৩ জন সুস্থ হয়েছেন।
একই সময়ে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৭ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৪০৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৬৪, হবিগঞ্জে ১ হাজার ৮৯২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে রোববার পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৩ জন। এরমধ্যে সিলেট জেলার ১৮০ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।
রোববার (২৯ নভেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
