Daily Sylheter Somoy
অক্টোবর ৩, ২০২০
নিজস্ব প্রতিনিধি:-
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বছরের মার্চ থেকে কয়েক ধাপে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় পরিধির ৪ হাজার ১০০টি ইউপির নির্বাচন আয়োজনে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে ইসি।
ফেব্রুয়ারির প্রথম দিকে ইসি এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। আইন অনুযায়ী, আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই সব ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি। এর আগে আগামী অক্টোবরে মামলার জটে আটকে থাকা দুই শতাধিক ইউপিতে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে গোটা উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। দলীয় মনোনয়ন ও প্রতীকে নির্বাচন হওয়ায়, দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন। উপজেলার প্রায় সিংহভাগ মানুষ কোন না কোন দলীয় রাজনীতির অন্তর্ভুক্ত। তাই বর্তমান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে, দলীয় নীতি নির্ধারকদের প্রাধান্য দিচ্ছেন বেশি।
তবে উপজেলায় বড় দুটি দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। মহামারী করোনা সংকটেও নিজের অবস্থান ঠিক রাখতে অনেকে মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচন এলেই শুরু হয় অনেক নাটকীয়তা আবার অনেক নাটকের অবসান ও ঘটে। ইতিমধ্যে অনেকে নিজের যোগ্যতা আর অবস্থানকে জানান দিতে নিজ নিজ ফেইসবুক ওয়ালে ও অনলাইন নিউজ পোর্টালে আসছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে প্রায় ৬ ডজন জন সম্ভাব্য প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা করোনা পরিস্থিতি ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ জনের মধ্যে নানা ধরনের ত্রান সহয়তা প্রদান করছেন। এছাড়া ধর্মীয় অনুষ্ঠান ঈদ, দূর্গা পূজা ও বিবাহ-সাদীসহ নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নিয়মিত। বর্তমান সরকার রাজনৈতিক প্রভাব বিস্তারে ও দলীয় গুরুত্ব বৃদ্ধি করনে রাজনীতিকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং মূল থেকে দলীয় দক্ষ কর্মী গড়ে তুলতে স্থানীয় নির্বাচনকে দলীয় আওতায় এনেছে। বিগত নির্বাচনে যারা নিজ দলীয় টিকেট থেকে বঞ্চিত হয়েছেন, এই পাঁচ বছর তাদের অনেক কষ্ট মনে হতাশা নিয়ে কেটেছে কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে রাজনীতি থেকে ছিটকে পড়তে পারেন বিদায় অন্য কোনো সিদ্ধান্ত নিতেও পারেন নাই। তবে অনেকে স্থানীয় নির্বাচনকে দলীয় মুক্ত করার জন্য অনেক লেখালেখি করেছেন। এই বছর ইউ/পি নির্বাচনে দলীয় টিকিট না পেলে, দলীয় সিদ্ধান্তের বাইরে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। দলের কারণে নিজে দাঁড়াতে না পারলে আত্বীয়ের মধ্যে কাউকে প্রার্থী দিতে এমনও চিন্তা ভাবনা করে রেখেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার প্রায় সব কয়টি ইউনিয়ন বেশীর ভাগ উদীয়মান তরুণ শিক্ষিত সম্ভাবনাময়ী প্রার্থীদের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। নিজের গ্রহণযোগ্যতা ও দক্ষতা বিভিন্নভাবে তারা তাদের দলের সামনে তুলে ধরছেন। কাউকে এমনও বলতে শোনা যাচ্ছে বর্তমান নির্বাচনে দলীয় টিকেট পাই বা না পাই আগামী পাঁচ বছরের জন্য নিজের পথকে সুগম করার জন্য এবারের অংশগ্রহণ। তবে উভয় দলে বর্তমান সময়ে যারা একটু ভালো অবস্থানে আছেন তারা নির্বাচন নিয়ে মুখ খুলছেন না, ভিতরে ভিতরে কিন্তু তাদের কাজ ঠিকই চলছে। নিজ নিজ প্রতিদ্বন্দ্বী কে ঘায়েল করতে আঁকছেন চক আশ্রয় নিচ্ছেন বিভিন্ন কুটকৌশলের। তবে গতবারের টিকেট বঞ্চিত ও এবারের নতুনদের মধ্যে শুরু হয়ে গেছে আগাম নির্বাচনের তোড়জোড়। সবমিলিয়ে গোটা গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রার্থীদের মধ্যে চলছে এক স্নায়ুযুদ্ধ। সাধারণ ভোটারদের মাঝেও কিছুটা আলোচনা উপলব্ধি করা যাচ্ছে। সর্বশেষ দলীয় ভিত্তিতে নির্বাচন হলে উপজেলার প্রতিটি ইউনিয়নে বড় দুই দলের মধ্যেই প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হবে।
“গাছ লাগান পরিবেশ বাঁচান, বৃক্ষরোপন অংশ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, বিতর্ক ভালো মন্দের পার্থক্য সৃষ্টি ও নেতৃত্বের দক্ষতা বিনির্মাণ করে। মনন চর্চার
দক্ষিণ সুরমা প্রতিনিধি সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সমন্বয়ে সরকারের উন্নয়ন কাজ
স্টাফ রিপোর্টার নগরী থেকে এক জামায়াত-শিবিরের নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার বিকেলে সুরমা মার্কেট এলাকা থেকে কোতোয়ালী থানার
সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার (৮আগষ্ট ২০২২খ্রি.) যথাযোগ্য মর্যাদার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী
লন্ডন প্রতিনিধি সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
স্টাফ রিপোর্টার: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের আয়োজিত শোকাবহ আগষ্ট উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন
ডেস্ক রিপোর্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের ফয়সালা রাজপথেই হবে। আগুন নিয়ে