editor
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
ওসমানীনগর প্রতিনিধি:-
বিয়ের প্রলোভনে মাসের পর মাস ধর্ষণের স্বীকার হয়ে কিশোরীর গর্ভে জন্ম হয়েছে ফুটফুটে একটি কন্যা সন্তান। সিলেটের ওসমানীনগরের রাতখাঁই এলাকায় এমন ঘটনায় ভূমিষ্ঠ হওয়া সন্তানের পিতৃ পরিচয় পেতে এখন দ্বারে দ্বারে ঘুরছেন রিকশা চালক পিতার কিশোরী কন্যা। কিশোরীসহ তার পরিবারের দাবী অনাগত এ সন্তানের পিতা উপজেলার উসমানপুর ইউনিয়নের রাতখাঁই গ্রামের তারাই মামাতো ভাই মজনু মিয়ার পুত্র রায়হান (১৯)। মেয়ের গর্ভে আসা সন্তানের পিতৃপরিচয় ও মেয়েকে স্ত্রী হিসেবে স্বামীর স্বীকৃতি নিশ্চিতের জন্য স্থানীয় সালিশ ব্যাক্তিবর্গের দ্বারে দ্বারে ঘুরে শেষ সম্বল রিকশাটি বিক্রি করে তাদের পিছনে খরছ করে ব্যর্থ হয়ে মানবেতর জীবন-যাপন করছেন কিশোরীর পিতা। এব্যাপারে থানায় অভিযোগ দায়েরের পর থেকে ধর্ষকসহ তার পিতা-মাতা পালিয়ে থাকলেও ধর্ষকের চাচাসহ অনান্য প্রভাবাশালীরা সন্তানের স্বীকৃতিতো দূরের কথা উল্টো মামলা তুলে আনার জন্য হুমকি দিয়ে বেরাচ্ছেন। এমন পরিস্থিতিতে কে হবে এই নবাগত সন্তানের পিতা? কে নেবে এর দ্বায়িত্ব? এমন সামাজিক প্রশ্নের মুখামুখি হতে হচ্ছে ধর্ষিতা কিশোরী ও তার পরিবারকে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার উসমানপুর ইউনিয়নের রাতখাই গ্রামের নির্যাতিতা কিশোরীর পিতা পেশায় একজন রিকশা চালক। নিজের সংসার চালাতে কষ্ট হওয়ায় ছোট বেলা থেকে একই গ্রামের মামা মজনু মিয়ার বাড়িতে বড় হতে হয়েছে ধর্ষিতা কিশোরীকে। কিশোরী মামার বাড়িতে থাকার সুবাদে তারই মামাতো ভাই রায়হান গত বছরের ১০ অক্টোবর রাতে প্রথমে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে কিশোরীকে রায়হান বিয়ের প্রলোভন দেখিয়ে পর্যায়ক্রমে শারিরিক সম্পর্ক চালিয়ে যায়। এক পর্যায়ে কিশোরী তার পিতা-মাতাকে ঘটনাটি জানালে তারা রায়হানের পিতা মজনু মিয়া ও মাতা হামিদা বেগমের সরনাপূর্ন হন। এক পর্যায়ে রায়হানের বাবা-মা শিগ্রই নির্যাতিতা কিশোরীকে তাদের পুত্রবধূ হিসাবে ঘরে তুলার প্রতিশ্রুতি দেন। নিজ পরিবার থেকে এমন প্রতিশ্রুতির কথা জানতে পেরে রায়হান আরও বেপরোয়া হয়ে উঠে বিয়ের প্রলোভনে কিশোরীর সাথে চালিয়ে যেতে থাকে শারীরিক সম্পর্ক। এক পর্যায়ে কিশোরী অন্তসত্তা হওয়ার বিষয়টি জানাজানির পর কয়েক দিনের মধ্যে রায়হানের ন্ত্রী করে ঘরে তুলা হবে এমন প্রতিশ্রুতিতে তাকে একই গ্রামে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন রায়হানের বাবা মজনু মিয়া। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয় একাধিক সালিশ ব্যাক্তি বর্গের সহায়তায় ধর্ষকের পরিবারের লোকজন কিশোরীকে ৫০ হাজার টাকা প্রদানের আশ^াসসহ কিশোরীর গর্ভপাত করার প্রস্তাব প্রদান করে। এতে কিশোরীর পরিবার রাজি না হওয়ায় শুরু হয় গ্রাম্য শালিশ। কিশোরীকে রায়হানের ঘরে তুলা হবে এমন প্রতিশ্রুতিতে কিশোরীর পিতার একমাত্র সম্বল রিকশাটিও বিক্রি করতে হয়। নিজের সহায় সম্বল বিক্রি করে শালিশানদের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুহারা পাননি রিকশাচালক কিশোরীর পিতা। অবশেষে ওই কিশোরী গত ৯ আগস্ট একটি কন্যা সন্তানের জন্ম দেয়। বর্তমানে কিশোরী দেড় মাসের কন্যা শিশুকে নিয়ে পিতার স্বৃকৃতির দাবিতে একাধিকবার রায়হানের পরিবারের কাছে গেলে তাকে তাড়িয়ে দেওয়া হয়। অবশেষে কিশোরীর পিতা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগটির তিনটি শুনানীর দিন ধার্য করেন। প্রথম শুনানীতে রায়হানের পরিবার বা তার পক্ষে কেউই উপস্থিত না হলেও পরবর্তী দুই শুনানীতে বাদি-বিবাদিদের উপস্থিতিতে কোন সুহারা না হওয়ায় ওসমানীনগর থানার ওসিকে লিখিত ভাবে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।এ বিষয়ে কিশোরীর পিতা বাদি হয়ে রবিবার ওসমানীনগর থানায় ধর্ষনসহ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ওই মামালায় ধর্ষক রায়হান (১৯),তার পিতা মজনু মিয়া,মাতা হামিদা বেগম ও চাচা কামরু মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরোও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
দেড় মাস বয়সী শিশু সন্তান কোলে নিয়ে কান্নাজনিত কন্ঠে কিশোরী জানায়,রায়হান আমাকে বিয়ের প্রলোভনে একাধিক বার ধর্ষণ করেছে। ফলে আমার কন্যা সন্তান জন্ম নিয়েছে। এই সন্তানের বাবা রায়হান। কিন্তু আমি ও আমার পরিবারের লোকজন সমাজে নিরীহ ও হতদরিদ্র হওয়ায় সুবিচার থেকে বঞ্চিত হচ্ছি। আমার সন্তানের পিতৃ পরিচয় ও স্ত্রী হিসেবে রায়হানের কাছ থেকে স্বামীর স্বীকৃতি চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস আই সবিনয় বৈদ্য বলেন,অভিযুক্তদের আটকে অব্যাহত তৎপরতার পাশাপাশি মামলাটির সার্বিক বিষয়গুলো অত্যান্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন, ঘটনাটি অত্যান্ত দুঃখ জনক। কিশোরীর পিতা কর্তৃক অভিযোগ পাওয়ার পর তা মামলা আকারে গ্রহন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। পাশাপাশি স্থানীয় সালিশানরা বিচারের মাধ্যমে মিমাংসা করার কথা বলে কিশোরীর হতদ্ররিদ্র পিতার একমাত্র সম্বল রিকশা বিক্রির বিষয়টির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
# সদরের উন্নয়নে তারেক কালাম ছিলেন আপোষহীন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সদরের প্রত্যেক দুর্যোগময় মুহুর্তে একেএম তারেক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর পক্ষ থেকে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন রশিদ এর সহযোগিতায় সিলেটের এতিম মাদ্রাসার
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। তিনি
সিলেটের সময় ডেস্ক :: ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলী দখলদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন
লাখাই প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর গোলাম আহম্মদ খান গত ১৭ এপ্রিল সিলেট জেলার ফেঞ্চুগন্জ সরকারী কলেজে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন।
জনগণের সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের সকল সমস্যা চিহ্নিত
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ই এপ্রিল) দুপুর ১২:টায়
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র আওতায়ধীন জৈন্তাপুর ও কানাইঘাট সীমন্তবর্তী বিভিন্ন বিওপি কর্তৃক অভিযান