fbpx

Daily Sylheter Somoy

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মে ৮, ২০২১

একটি ইনজেকশনের দাম ১৬ কোটি রুপি, একটি স্বপ্ন পূরণের গল্প

একটি ইনজেকশনের দাম ১৬ কোটি রুপি, একটি স্বপ্ন পূরণের গল্প

অনলাইন ডেস্ক
মাত্র একটি ইনজেকশনের দাম ১৬ কোটি রুপি। এই একটি ইনজেকশন হয়তো ভারতের আহমেদাবাদের ৫ মাস বয়সী শিশু ধাইর‌্যাজসিংহ রাঠোরকে পৃথিবীতে বেঁচে থাকার শক্তি যোগাতে পারে। জন্মের পর থেকে তার বিরল জেনেটিক সমস্যা। এর নাম ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রোপি টাইপ১’। এই রোগের জন্য তাকে একটি ইনজেকশন দিতে হবে। তার দাম ১৬ কোটি রুপি। কল্পনা করতে পারেন বিষয়টি! এমন সামর্থ্য কতজন মানুষের আছে। হাতেগোনা দু’চারজন থাকতে পারেন।
কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের সারা জীবনের উপার্জনই ১৬ কোটি রুপির ধারেকাছেও নয়। তাহলে কিভাবে একটি ইনজেকশন ১৬ কোটি রুপিতে কিনবেন ধাইর‌্যাজসিংহ রাঠোরের পিতামাতা! স্বাভাবিকভাবে তারা মানুষের কাছে হাত পাতেন। তাদের আহ্বানে সাড়া দেন কমপক্ষে দুই লাখ মানুষ। এদেরকে ধাইর‌্যাজসিংহ রাঠোরের পিতামাতা চেনেন না। মানবতার ডাকে এসব মানুষ উদারতার পরিচয় দিয়েছেন। অবশেষে তাদের বড় হোক বা ছোট দান হোক- সব মিলে ওই ইনজেকশনের দাম সংগ্রহ হয়ে গেছে। ফলে সন্তানের মুখের দিকে তাকিয়ে ধাইর‌্যাজসিংহ রাঠোরের পিতামাতা এই সব দাতাদের জন্য প্রাণখুলে আশীর্বাদ করছেন। তাদের দানে হয়তো তাদের সন্তান পৃথিবীতে বেঁচে থাকতে পারে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, ধাইর‌্যাজসিংহ রাঠোরের যে সঙ্কট দেখা দিয়েছে তা নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে। এ অবস্থায় চিকিৎসকরা তার অভিভাবকদের জানিয়ে দিয়েছেন রাঠোর এই অসুস্থতা নিয়ে দু’বছরের বেশি বাঁচবে না। তবে একটি উপায় আছে। তাহলো, যদি তাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে একটি ইনজেকশন দিতে হবে। এর নাম ‘জোলগেনস্মা’। এর প্রতিটি ডোজের দাম ১৬ কোটি রুপি। এটাকেই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি দামি ওষুধ বলে বিবেচনা করা হয়। চিকিৎসকদের কথায় তার পিতা রাজদিপসিংহ রাঠোর বলেন, যদি আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিতে পারতাম, যদি সারাজীবনের সঞ্চয় একত্রিত করতাম, তাহলেও এই ওষুধ কেনার সামর্থ্য আমাদের হতো না। মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালের শিশু নিউরোলজিস্ট ড. নীলু দেশাই বলেন, প্রতি ৮ হাজার থেকে ১০ হাজার শিশুর মধ্যে মাত্র একজনের দেহে এই অসুস্থতা দেখা যায়। যদি ঠিক সময়ে এর চিকিৎসা করানো না হয়, তাহলে তা শিশুর জীবনের জন্য ভয়ঙ্কর এক ঝুঁকি হয়ে ওঠে।
ছেলেকে বাঁচানো রাজদিপসিংহ রাঠোরে কাছে এক অলীক ভাবনা হয়ে ওঠে। তবু তিনি হাল ছাড়েননি। সাহায্যের আবেদন জানান। এতে দুই লক্ষাধিক মানুষ সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। বিষয়টি তিনি কল্পনাও করতে পারেন না। এজন্য অর্থ সংগ্রহ বিষয়ক প্লাটফর্ম ‘ইমপ্যাক্টগুরু’র আশ্রয় নেন তিনি। তাদের সহায়তায় মাত্র ৪২ দিনে কমপক্ষে ২ লাখ ৬৪ হাজার মানুষ এই তহবিলে অর্থ জমা দিয়েছেন। বুধবার নাগাদ এই অর্থের পরিমাণ ১৬ কোটি রুপিতে পৌঁছে গেছে। ফলে রাঠোরের পিতামাতার চোখেমুখে আলোর রেখা দেখা দিয়েছে। তারা আশায় বুক বাঁধছেন- ছেলে তাদের ফিরে আসবে। এরই মধ্যে বুধবারই ধাইর‌্যাজসিংহ রাঠোরকে এক ডোজের এই ইনজেকশন দেয়া হয়েছে। বলা হয়েছে, তারপর থেকে সে ক্রমাগত ভালোর দিকে।
রাজদিপসিংহ রাঠোর বলেন, আমার এই স্বপ্নযাত্রায় যে শুধু মিলিয়নিয়াররাই অর্থ দান করেছেন এমন নয়। এতে যে যতটুকু পেরেছেন তাই দান করেছেন। তারা অতি সাধারণ মানুষ।
উল্লেখ্য বিশ্বের সবচেয়ে দামি এই ওষুধ জোলগেনস্মা প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি বিষয়ক প্রতিষ্ঠান এভিক্সিজ। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভার্টিস এটা উৎপাদন করেছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে এই ওষুধ ব্যবহারের অনুমতি দেয়া হয়। অন্যদিকে বৃটেনে ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে এ বছর। বৃটেনের জাতীয় স্বাস্থ্য সার্ভিসের মতে, এই চিকিৎসায় একটিমাত্র ইনজেকশন প্রয়োগ করা হয়। কারো দেহে মিস হয়ে গেছে এমন জিন ‘এসএমএন১’-এর উপস্থিতি আছে এই ইনজেকশনে। এই জিন শিশু ও কিশোরদের নড়াচড়ার সক্ষমতা তৈরি করে। যদি এর অনুপস্থিতি থাকে তাহলে শিশুরা বিরল জেনেটিক সমস্যায় ভোগে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নতুন প্রেমিকে মজেছেন সোফি টার্নার

নতুন প্রেমিকে মজেছেন সোফি টার্নার

তিন বছরের প্রেম ও চার বছরের দাম্পত্যজীবনের কয়েক মাস আগে ইতি টেনেছেন ‘গেম অফ থ্রোন্স’ তারকা সোফি টার্নার ও ‘জোনাস

১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বচ্যাম্পিয়ন তকমা লাগিয়ে এলেও বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। সেই ব্যর্থতা পিছুই ছাড়ছে না তাদের। এবার ১৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫২তম শাহাদাৎবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫২তম শাহাদাৎবার্ষিকী আজ

শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫২তম শাহাদাৎবার্ষিকী আজ। বিজয় চূড়ান্ত হওয়ার মাত্র ৬ দিন আগে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনার রূপসায়

বাংলাদেশি স্বামীর খোঁজে হবিগঞ্জে পাকিস্তানি নারী

বাংলাদেশি স্বামীর খোঁজে হবিগঞ্জে পাকিস্তানি নারী

বাংলাদেশি স্বামীর খোঁজে হবিগঞ্জে তার গ্রামের বাড়িতে এসে হাজির হয়েছেন পাকিস্তানি নারী। তার নাম মাহা বাজোয়ার (৩০)। পাকিস্তানের লাহোরের বাসিন্দা

সিলেট স্টেশন ক্লাব মহিলা উপ পরিষদের পিঠা উৎসব সম্পন্ন

সিলেট স্টেশন ক্লাব মহিলা উপ পরিষদের পিঠা উৎসব সম্পন্ন

সিলেট স্টেশন ক্লাব লিমিটেড মহিলা উপ-পরিষদ আয়োজিত পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) রাতে ক্লাব হলরুমে ক্লাব প্রেসিডেন্ট মঞ্জুর

৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

কুয়াশা কমে যাওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে

আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা

আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা

বায়ুদূষণের দিক থেকে আবারও শীর্ষে উঠেছে ঢাকা। রোববার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় দেখা গেছে। বায়ুর

নদীতে তলিয়ে যাওয়া ছাত্রকে বাঁচাতে গিয়ে শিক্ষকসহ ২ জনের মৃত্যু 

নদীতে তলিয়ে যাওয়া ছাত্রকে বাঁচাতে গিয়ে শিক্ষকসহ ২ জনের মৃত্যু 

সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: পিকনিকের আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। পাহাড়ি নদীতে পড়ে তলিয়ে যাচ্ছিল এক ছাত্র। আর