editor

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০

পরিবেশ ধ্বংসে মাঠে এবার আবু সরকার!

পরিবেশ ধ্বংসে মাঠে এবার আবু সরকার!

পাথর ছেড়ে পর্যটন নিয়ে কাজ করুন : মন্ত্রী ইমরান
আদালত অবমাননা করেছেন আন্দোলনকারীরা : বেলা
প্রভাবশালী মহলের ইন্দনে পরিবেশবিরোধী আন্দোলন : বাপা

নুরুল ইসলাম
সিলেটের বিভিন্ন কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলনের জন্য এবার মাঠে নেমেছে একটি পাথর খেকো মহল। তারা বিভিন্নভাবে আন্দোলন-সংগ্রাম করে আবারো পরিবেশ ধ্বংসের পায়তার করে যাচ্ছে। সহজ-সরল শ্রমিকদের ভুল বুঝিয়ে প্রভাবশালীরা নিজের আখের গোঁছাতে পাথর কোয়ারী খুলে দিতে মাঠ গরমের চেষ্টা করছেন পরিবহণ নেতা আবু সরকার।
জানা যায়, পরিবেশের বিপর্যয় এবং শ্রমিকদের মৃত্যুর মিছিল ঠেকাতে পরিবেশবাদীদের দাবির প্রেক্ষিতে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা, বিছনাকান্দি ও লোভছড়া- এই পাঁচ কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর আগে ২০১৪ সালে বেলা’র দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে সিলেটের পাথর কোয়ারিগুলোতে সব ধরনের যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেন উচ্চ আদালত।
এদিকে সরকারের ঘোষণা অনুযায়ী পাথর কোয়ারিগুলো বন্ধ থাকার কারণে একদিকে যেমন পরিবেশ আগের রূপে ফিরতে শুরু করছে অন্যদিনে বন্ধ হয়ে গরীর-অসহায় শ্রমিকদের মৃত্যুর মিছিল। কিন্তু পাথর কোয়ারি বন্ধ হওয়ায় যারা সাধারণ শ্রমিকদের কাজে লাগিয়ে পরিবেশ বিধ্বংস করে কাড়িকাড়ি টাকা উপার্জন করতেন তারা এখন মরিয়া হয়ে উঠেপড়ে লেগেছেন পর্যটন এলাকা সিলেটকে ধ্বংস করতে। এতে আবারো পরিবেশ বিপর্যয় ও মৃত্যুর মুখে টেলে দেওয়া হচ্ছে সাধরণ শ্রমিকদের।
জানা যায়, এই পরিবেশ বিধ্বংসী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সিলেটের বির্তকিত পরিবহণ নেতা রাধিকা রঞ্জন দাস ওরফে আবু সরকার। তার কাজই হলো ইতিহাস-ঐতহ্য, পরিবেশে ক্ষতি সাধন করা। ২০১২ সালে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ পুড়ানোর ঘটনায় তিনি ছিলেন প্রধান সেনাপতি।
বছর দুয়েক আগে তিনি সিলেটের ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান পরিবহন সেক্টরে অপ্রতিরোধ্য ছিলেন। ২০১৭ সালে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাংচুরের ঘটনায় ফেঁসে যান আবু সকার। সংগঠন থেকে বহিষ্কার, মামলার মুখোমুখি ও জেল খেটে বের হওয়ার পর অনেকটা কোনঠাসা হয়ে পড়েন আবু সরকার। এখন সেই আবু সরকার প্রভাশালীদের ভড়াটে হয়ে সাধারণ শ্রমিকদের ভুল বুঝিয়ে সরকারের সিদ্ধাতের বিরুদ্ধে মাঠে নামাচ্ছেন নিরীহ শ্রমিকদের। একজন সরকার দলীয় নেতা হয়ে তিনি সরকার বিরোধী কাজে লিপ্ত হয়েছেন টাকার জন্য।
জানা যায়, সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নব্বইয়ের দশকে সিলেটে আসেন রাধিকা রঞ্জন দাস, যিনি পরে আবু সরকার নামে পরিচিত হন। তিনি নিজেকে কখনও শ্রমিক লীগ নেতা আবার কখনও যুবলীগ নেতা পরিচয় দিয়ে থাকেন। সর্বশেষ তিনি সিলেট জেলা পরিবহন শ্রমিক লীগের সভাপতি পরিচয় দেন। অভিযোগ রয়েছে, স্থানীয় আওয়ামী লীগের মধ্যম সারির এক নেতার মামা হওয়ার কারণে বিভিন্ন অপকর্ম করেও সব সময় ধরাছোঁয়ার বাইরে থাকেন তিনি।
এদিকে সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দিতে গতকাল বৃহস্পতিবার ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে মানববন্ধন কর্মসূচি পালন করে এ আল্টিমেটাম দেওয়া হয়। একই সাথে উপরোক্ত সময়ের মধ্যে যথাযত ব্যবস্থা গ্রহণ করা না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানান তারা।
এই মানববন্ধনেরও বির্তকিত আবু সরকারের নেতৃত্বে প্রায় কয়েকশ মানুষ জড়ো হন সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে।
শহিদমিনারে মানববন্ধন ও সমাবেশ শেষে মিছিল সহকারে জেলা প্রশাসকের কাছে ৭২ ঘন্টার আলিন্টমেটাম দিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা। ৭২ ঘন্টার ভেতর কোয়ারিগুলো খুলে না দিলে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচির হুমকি প্রদান করা হয়।
সিলেটে পাথর কোয়ারী খুলে দিতে আন্দোলনের ব্যাপারে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ সিলেটের হালচালকে জানান, পাথর কোয়ারি খুলে দিতে যারা আন্দোলন বা হুমকি-ধামকি দিচ্ছেন এতে কোনো কাজ হবে। সিলেটকে পর্যটন নগরী সাজাতে যা যা প্রয়োজন সরকার তাই করবে। পর্যটন এলাকা সিলেটে পাথরকেন্দ্রিক ব্যবসার কোনো সুযোগ নেই। এখন যারা পাথার কোয়ারি খুলে দিতে আন্দোলন করছেন তাদেরকে পর্যটনকেন্দ্রিক ব্যবসায় মনোযোগী হওয়ার আহব্বান জানান মন্ত্রী ইমরান। নতুন প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধন নতুন সিলেট গড়ে তুলতে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।
এ ব্যাপারে বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার সিলেটের হালচালকে বলেন, যারা শ্রমিকদের পুঁজি করে আন্দোলন করছেন তারা আদালত অবমাননা করছেন। পাথর কোয়ারি খুলার জন্য আন্দোলন করে লাভ নেই উল্লেখ করে তিনি বলেন এই বিষয়ে কথা বলতে হলে আদালতে আসতে হবে।
তিনি আরো বলেন, যারা আন্দোলন করছেন তাদের পিছনে রাজনৈতিক প্রভাবশালী মহল ইন্দন রয়েছে। তারা আদালত অবমাননা করছেন উল্লেখ করে তিনি আন্দোলনকারী সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম সিলেটের হালচালকে জানান, প্রতিটি পাথর কোয়ারি শ্রমিকদের মৃত্যুতে অন্যন্ত দুঃখজনক। আর শ্রমিকদের বাঁচাতে আমরা সবাই মিলে আন্দোলন সংগ্রামের মধ্যে তা বন্ধ করি। অত্যন্ত দুঃখের বিষয় একটি প্রভাবশালী মহল শ্রমিকদের ব্যবহার করে আবার আবারো মৃত্যুর মিছিল শুরু করতে চায়। প্রভাবশালী মহলের ইন্দনে শ্রমিকদের পূঁজি করে আন্দোলন। আমরা এধরনের অশুভ পায়তারা নিন্দা জানাই। এবং শ্রমিকদের বাঁচাতে ও পরিবেশ রক্ষা করতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
আন্দোলনের বিষয়ে আবু সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটে শিশু একডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটে শিশু একডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সিলেটে বিষিয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসন সিলেটের

মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তেলিরাই পাঞ্চায়েত কমিটির মতবিনিময়

মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তেলিরাই পাঞ্চায়েত কমিটির মতবিনিময়

সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী তেলিরাই পাঞ্চায়েত কমিটির উদ্যোগে মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ সকল ধরনের মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময়

কার্গো কমপ্লেক্সের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : সচিব নাসরীন জাহান

কার্গো কমপ্লেক্সের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : সচিব নাসরীন জাহান

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো কমপ্লেক্সে স্থাপিত মেশিনারিজের নিরাপত্তা ব্যবস্থা অনেক

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সহ-সভাপতি ছোটনের মৃত্যুতে খান জামালের শোক

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সহ-সভাপতি ছোটনের মৃত্যুতে খান জামালের শোক

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল হক ছোটনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও

সাহেদের পিতৃবিয়োগে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক

সাহেদের পিতৃবিয়োগে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল সালাম আজাদ সাহেদের পিতা আব্দুল খালিক (৮২) এর ইন্তেকালে গভীর শোক ও

দৃশ্যমান ফ্যাসিস্ট শক্তি হেরে গেলেও অদৃশ্যমান শক্তি দেশ বিরোধী ষড়যন্ত্র করছে : কয়েস লোদী

দৃশ্যমান ফ্যাসিস্ট শক্তি হেরে গেলেও অদৃশ্যমান শক্তি দেশ বিরোধী ষড়যন্ত্র করছে : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী দেশ গঠনে সবার দৃষ্টি রয়েছে।

সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের কমিটি গঠন

সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের কমিটি গঠন

সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সমাজ সেবা অধিদপ্তর সিলেট উক্ত কমিটিকে অনুমোদন

মহানগর ছাত্রদলের সহ- সমাজসেবা সম্পাদক ফয়সলকে কা রা ফটকে সংবর্ধনা

মহানগর ছাত্রদলের সহ- সমাজসেবা সম্পাদক ফয়সলকে কা রা ফটকে সংবর্ধনা

সিলেট মহানগর ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক মো. ফয়সল আহমদকে কারা ফটকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয়