editor
প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
নিজস্ব প্রতিবেদক
দৈনিক সিলেটের হালচাল ও দৈনিক সিলেটের সময়ের নিজস্ব প্রতিবেদক তাহমিনা আক্তারের পিতা বাবুল মিয়ার উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় গত ১৭ নভেম্বর মঙ্গলবার মৌলভীবাজার জেলার জুড়ি থানায় তাহমিনার মা সাহেদা আক্তার হেপি বাদী হয়ে মামলা (১১) দায়ের করেছেন। জানা যায়, তাহমিনার পিতা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত হাজি নজির আলীর পুত্র বাবুল মিয়া দীর্ঘদিন থেকে সহপরিবারে প্রবাসে ছিলেন।
সেই সুযোগে বাবুল মিয়ার সম্পত্তি হাতিয়ে নিতে তৎপর হয়ে ওঠে প্রতিপক্ষরা। বিষয়টি বুঝতে পেরে সহপরিবারে দেশে ফিরে আসেন বাবুল মিয়া।
মামলা সূত্রে জানায়, গত ১৬ নভেম্বর দুপুরে ১২টায় সাংবাদিক তাহমিনার পিতা বাবুল মিয়া নিজ বসতবাড়ির পেছনে নিজের কৃষি জমিতে কাজ করছিলেন। হঠাৎ করে তার ভাই মৃত নজির আলীর পুত্র মনজ্জির আলী (৬০) ও হবিব আলী (৫৫) তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বাবুল মিয়ার উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। হামলায় বাবুল মিয়া গুরুতর আহত হন। এসময় তার মোবাইল ও সঙ্গে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায় মনজ্জির ও হবিব বাহিনী। পরে স্থানীয়রা তাকে স্থানীয় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় আশক্সক্ষাজনক বাবুল মিয়াকে সিলেট এমএএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিষয়টি সঙ্গে সঙ্গে সিলেটের হালচাল ও সিলেটের সময়ের অফিসকে তাহমিনা অবগত করলে। অফিস কর্তৃপক্ষ স্থানীয় জুড়ী থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর সাথে আলাপ করেন তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে মুঠোফোনটি উদ্ধার করা হয়। তবে নগদ অর্থ ও প্রয়োজীয় কাগজপত্র উদ্ধার করতে পারেনি।
তাহমিনার মা মামলাতে আরো উল্লেখ করেন, হামলাকারীদের কবল থেকে কোনরকম প্রাণে রক্ষা পান বাবুল মিয়া।
সাংবাদিক তাহমিনা জানান, বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে আছেন। যেকোন মূহুর্তে তার ও তার পরিবারের উপর হামলা হতে পারে। তিনি আরো বলেন মনজ্জির ও হবিব তাদেরকে বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নিতে চাপ প্রদান করছে। এবং মামলা না তুলে নিলে প্রাণে হত্যার হুমকি প্রদান করছে। তিনি ও তার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন।
এই বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী জানান, সাংবাদিকের পিতার উপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমরা কাল তদন্তের জন্য ঘটনাস্থলে যাবো। ৩ দিনেও আসামিদের গ্রেপ্তার করা হয় হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। তবে আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলাম জানান, আসামিরা গা ডাকা দিয়েছে। তাদের আটক করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে সাংবাদিক তাহমিনা আক্তারের পিতা বাবুল মিয়ার উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দৈনিক সিলেটের হালচাল ও সিলেটের সময়ের সম্পাদক পরভীন বেগম, প্রধান সম্পাদক জামাল উদ্দিন, প্রধান বার্তা সম্পাদক বদরুর রহমান বাবর, সিলেট ফটো সাংবাদিক শ্রমজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও সিলেটের সময় মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবের আহবায়ক আবির আহমদ তানভির, যুগ্ম আহবায়ক আজির উদ্দিন শিহাব, সদস্য সচিব মীর হেলেন আহমদ।
বিবৃতি নেতৃবৃন্দ সাংবাদিক তাহমিনার উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে সাংবাদিক তাহমিনার পিতার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওয়াতাধীন নিয়ে আসুন। এবং ভবিষতে যাতে এধরনের ঘটনা না হয় সেই দিকে লক্ষ্যে রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান চৌধুরী পাপ্পু এর মাতার গতকাল নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল
সিলেট সিটি কর্পোরেশের ১৮নং ওয়ার্ডের অধীনস্থ রায়নগর রাজবাড়ী বসুন্ধরা আ/এ নিবাসী মরহুম ফখর উদ্দীন আহমদ চৌধুরী সাহেবের স্ত্রী সিলেট মহানগর
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সালাউদ্দিন আহমদ মামুন এর মাতৃবিয়োগে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপি
সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট
সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের এক জরুরী মতবিনিময় সভা সোমবার (১৬ জুন) বেলা ১২টায় নগরীর মেন্দিবাগ সালিম ম্যানশনের ২য়
বালাগঞ্জ উপজেলার ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নোয়াপাতন বায়তুন নুর জামে মসজিদের ভূমি উদ্ধারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন। সোমবার (১৬
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বখ্যাত শেফ টমি
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১২ জুন) বিকাল ৫টায়