editor

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৫

ঘূর্ণিঝড়-বন্যার আগাম সতর্কতায় রক্ষা পেয়েছে ৯০ হাজার মানুষ

ঘূর্ণিঝড়-বন্যার আগাম সতর্কতায় রক্ষা পেয়েছে ৯০ হাজার মানুষ

সিলেটের সময় ডেস্ক ::: দূর্যোগ ব্যবস্থাপনায় পূর্বাভাসভিত্তিক আগাম প্রস্তুতি দিন দিন কার্যকর প্রমাণিত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত স্টেপ ও সুফল-টু প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড়-বন্যার মতো দুর্যোগে দেশের উত্তর ও উপকূলীয় অঞ্চলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য আগাম ব্যবস্থা গ্রহণ করে সফলতা মিলেছে। সুফল-টু প্রকল্পের আওতায় প্রায় ২৫ হাজার পরিবারকে বন্যা ও বজ্রপাতের পূর্বাভাস মোবাইল ভয়েস কলের মাধ্যমে জানানো হয়েছে এবং ২ হাজার ৯৫৫টি পরিবার আগাম আর্থিক সহায়তা পেয়েছে। এর ফলে, ২৩টি ইউনিয়নের প্রায় ৯০ হাজার ৭০০ মানুষ দুর্যোগ ঝুঁকি হ্রাসে সক্ষম হয়েছে।

রোববার (২৯ জুন) রাজধানীর বনানীর একটি হোটেলে স্টেপ ও সুফল-২ প্রকল্পের যৌথ সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, প্রকল্প দুটির মাধ্যমে হাজার হাজার পরিবার দুর্যোগের আগেই প্রস্তুতি নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে আনতে পেরেছে।

প্রকল্প সংশ্রিষ্টরা জানান, সুফল-টু প্রকল্পটি কেয়ার বাংলাদেশের নেতৃত্বে বাস্তবায়ন করে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও রাইমস। এই প্রকল্প কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বন্যা ও বজ্রপাতের আগাম পূর্বাভাসের ভিত্তিতে কাজ করে। অন্যদিকে, স্টেপ প্রকল্পটি কনসোর্টিয়ামের অংশীদার সংস্থা কোরডেইড, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইউনাইটেড পারপাসের সহায়তায় উপকূলীয় ঘূর্ণিঝড়প্রবণ বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা জেলায় বাস্তবায়িত হয়েছে।

কর্মশালায় জানানো হয়, সুফল-টু প্রকল্পে প্রায় ২৫ হাজার পরিবারকে মোবাইল কলের মাধ্যমে দুর্যোগের পূর্বাভাস জানানো হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৫৫টি পরিবার আগাম আর্থিক সহায়তাও পেয়েছে। এ ছাড়া স্টেপ প্রকল্পের আওতায় ৬ হাজার ৩৮১টি পরিবার নিজস্ব আগাম পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করেছে।

কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক এমেবেট মেন্না বলেন, ‘সুফল ও স্টেপ প্রকল্প প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে আগাম ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশের উত্তরের ও দক্ষিণের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছেছে।’

কর্মশালার প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদুল হক। তিনি বলেন, ‘সুফল ও স্টেপ প্রকল্পের উদ্যোগকে সরকার প্রশংসা করে। জাতীয় পর্যায়ে এগুলোকে অন্তর্ভুক্ত করতে ইতোমধ্যে কিছু কার্যক্রম শুরু হয়েছে। এই প্রচেষ্টা ভবিষ্যতেও চলমান থাকবে।’

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার(এসিএফ) এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর তপন কুমার চক্রবর্তী বলেন, ‘সব অংশীজনের আন্তরিক সহযোগিতায় এই দুই প্রকল্প সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।’

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (ত্রাণ) মো. রবিউল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর প্রোগ্রাম সমন্বয়কারী ডা. মেরি রাশিদ।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. আব্দুল ওয়াজেদ। পরে অনুষ্ঠিত হয় একটি আলোচনা পর্ব, যেখানে অংশগ্রহণ করেন সরকারের কর্মকর্তা, আবহাওয়াবিদ, কৃষি বিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। কর্মশালায় সরকারি-বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, গবেষণা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ সংবাদ

ধর্মঘটের সাথে সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির সম্পৃক্ততা নেই

ধর্মঘটের সাথে সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির সম্পৃক্ততা নেই

সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতি রেজি নং চট্ট- ২৭৮৫ এর উদ্যোগে এক সভা সোমবার (৭ জুলাই)

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টি করতে হবে : আবুল কাহের চৌধুরী শামীম

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টি করতে হবে : আবুল কাহের চৌধুরী শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে ধ্বংসপ্রায় রাষ্ট্রযন্ত্রের

পিডিবি বয়েজ এর সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলন মেলা

পিডিবি বয়েজ এর সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলন মেলা

‎সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই পিডিবি বয়েজ এর  আয়োজনে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে

নির্বাচন যতো দেরি হবে, দেশ ততো পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না : সিলেটে মির্জা ফখরুল

নির্বাচন যতো দেরি হবে, দেশ ততো পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না : সিলেটে মির্জা ফখরুল

নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না বলে মন্তব্যে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭

মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট   আগমনে নগরীতে কৃষকদলের স্বাগত মিছিল

মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট আগমনে নগরীতে কৃষকদলের স্বাগত মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দের সিলেট আগমনকে ঘিরে স্বাগত মিছিল করেছে

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ

দৈনিক ‘আমার দেশ’ সম্পাদক ড. মাহমুদুর রহমান এর মাতা রত্নগর্ভা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার (৬ জুলাই) ভোরে রাজধানীর মগবাজারস্থ

সিলেটে জুলাই গণহত্যার বিচারের দাবীতে যুব অধিকার পরিষদের গণস্বাক্ষর ও দোয়া মাহফিল

সিলেটে জুলাই গণহত্যার বিচারের দাবীতে যুব অধিকার পরিষদের গণস্বাক্ষর ও দোয়া মাহফিল

সিলেটে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর উদ্যোগে জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, বিক্ষোভ মিছিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে সিলেটে ছাত্রদলের স্বাগত মিছিল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে সিলেটে ছাত্রদলের স্বাগত মিছিল

বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট আগমনকে কেন্দ্র করে স্বাগত মিছিল করেছে সিলেট জেলা ও